The Oven Bird Bangla Summary (বাংলায়)

The Oven Bird Bangla Summary (বাংলায়)

Publish: Frost’s Collection Mountain Interval (1916)

রবার্ট ফ্রস্ট এই কবিতাতেও তার অন্যান্য কবিতার মত মানব জীবনের বাস্তবতাকে তুলে ধরেছেন।এই কবিতায় কবি অনিবার্য মৃত্যু নিয়ে আলোচনা করেছেন। পৃথিবীতে মানুষসহ আরও যত প্রাণী আছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।জন্ম যখন হয়েছে, তখন মৃত্যু নিশ্চিত। জন্মের পর থেকে ধীরে ধীরে প্রাণীরা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং এভাবেই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে।

আরো পড়ুন: The Road Not Taken Bangla Summary (বাংলায়)

এখানে ওভেন বার্ডের গানের মাধ্যমে কবি এই জীবনের কঠিন বাস্তবতা মৃত্যুকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওভেন বার্ড বনে থাকে। সে গ্রীষ্মের পাতা ঝরার দিনে গান গায়, আবার শরতের রৌদ্রময় দিনেও গান গায়। কিন্তু তার গান মানুষকে আনন্দ দেয় না। মানুষ তার গান শুনে বিরহ-বেদনায় সিক্ত হয়। কারণ তার গান মানুষকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। আর এই অনিবার্য মৃত্যুর কথা ভেবেই মানুষ বিষন্নতায় তলিয়ে যায়।

Themes: Time, Loss, and Disappointment

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Symbol: The Seasons, Dust, Song

আরো পড়ুন: Stopping by Woods on a Snowy Evening Bangla Summary (বাংলায়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক