fbpx

The Gift Outright Bangla Summary (বাংলায়)

The Gift Outright Bangla Summary (বাংলায়)

Publish: 1942

earn money

এই কবিতায় কবি ঔপনিবেশিক শাসনকাল থেকে আমেরিকার ইতিহাস বর্ণনা করেছেন, যখন দেশটি ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত ছিলো।

এখানে কবি সেসব উপনিবেশিক শাসকদের কথা বলছেন যারা আমেরিকাকে শাসন করতে এসেছিলো। কিন্তু তারা আমেরিকাকে মন থেকে তাদের ভূমি হিসেবে মেনে নিতে পেরেছিলো না। তারা না হতে পেরেছিলো আমেরিকার, আবার না পেরেছিলো ইংল্যান্ডের হতে। দুই দেশের মাঝে দোদুল্যমান ছিলো, যা তাদেরকে মানসিকভাবে দূর্বল করে দিয়েছিলো।

আরো পড়ুন: Desert Place Bangla Summary (বাংলায়)

পরবর্তীতে তারা নিজেদেরকে পুরোপুরিভাবে আমেরিকার কাছে সোপর্দ করে। তারা নিজেদেরকেই উপহার হিসেবে আমেরিকার কাছে উৎসর্গ করেছিল (They outrightly gifted themselves to the magical land America).

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তারা ধীরে ধীরে এই দেশের প্রতি ভালোবাসা গড়ে তোলে, এবং দেশপ্রেমের প্রমাণ হিসেবে যুগ যুগ ধরে দেশের জন্য যুদ্ধ করে, প্রাণ দেয়। নিজেদেরকে গর্বিত আমেরিকান হিসেবে প্রমাণ করে।

Themes: Patriotism

আরো পড়ুন: The American Scholar Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

1 COMMENT

  1. এ যে জয় করতে এসে নিজেকেই সোপর্দ করলো শত্রুর ভূমির কাছে💝( রুপক)

    স্যার, আমি গাইবান্ধা সরকারি কলেজ থেকে। মাস্টার্স সেশন ২০-২১। আপনাদের জন্য শুভকামনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক