fbpx

Nazrul’s use of mythology in The Rebel (বাংলায়)

Nazrul’s use of mythology in The Rebel

তো বিদ্রোহী কবিতায় নজরুল মিথলজিক্যাল কি কি এলিমেন্টস ব্যবহার করেছেন তা তুলে ধরতে হবে। তো এখানে কিন্তু এমনটা উল্লেখ নাই যে গ্রিক মিথলজি থেকে লিখতে হবে। নজরুলের কবিতায় মিথোলজিক্যাল যেসব এলিমেন্টস আছে সেগুলোই তুলতে হবে। এটা হিন্দু, মুসলিম ও  গ্রীক মিথলজিও হতে পারে।

earn money

1. The reference to Lord Krishna:

তো বিদ্রোহী কবিতায় নজরুল হিন্দু মিথলজি থেকে শ্রীকৃষ্ণের রেফারেন্স নজরুল দিয়েছেন। শ্রীকৃষ্ণ ছিলেন ডিফেন্ডার অফ জাস্টিস।

2. Reference to Gabriel: 

গ্যাবরিয়েল হচ্ছে জিবরাইল আ:। তার রেফারেন্স এই কবিতায় নজরুল দিয়েছেন। তাকে এখানে devine messenger হিসেবে উল্লেখ করা হয়েছে । নজরুল তাকে স্বাধীনতা ও শাসিতদের পক্ষ থেকে জাস্টিস হিসেবে উল্লেখ করেছেন।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুনঃ Kazi Nazrul Islam as a patriotic poet

3. The reference to Lord Rama:

তো এরপর হিন্দু মিথলজি থেকে লর্ড রাম এর উল্লেখ করা আছে। তিনি মূলত ন্যায়পরায়ণতার প্রতীক।

4. The reference to Lord Shiva:

লর্ড শিব বা মহাদেব এর নাম উল্লেখ আছে। তিনি ডেসট্রাকশন বা ধ্বংসের প্রতীক। নজরুল তাকে ব্রিটিশ অপশক্তির ডেসট্রাকশনের রেফারেন্স হিসাবে তুলে ধরেছেন।

5. The reference to the Mahabharata:

মহাভারতের রেফারেন্স নজরুল বিদ্রোহী কবিতায় দিয়েছেন। এটা মূলত হিন্দু মিথলজির একটা মহাকাব্য। কৌরভ ও পাণ্ডব এর মধ্যে যে ধর্ম যুদ্ধ হয়েছিল সেইটাই মূলত মহাভারত। অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে নজরুল মহাভারত উল্লেখ করেছেন।

আরো পড়ুনঃ Kazi Nazrul Islam is a great poet of interfaith harmony (বাংলায়)

6. The reference to the Quran:

এরপর নজরুল মুসলিম মহাগ্রন্থ আল কুরআন উল্লেখ করেছেন। তার মতে কুরআন হচ্ছে জাস্টিস ও ইকুয়ালিটি এর প্রতীক। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজনীয়তা বোঝাতে তিনি কোরআন ব্যবহার করেছেন।

এছাড়াও আরো অনেক মিথলজিক্যাল রেফারেন্স আছে। পুরো কবিতাটাই মিথলজিক্যাল রেফারেন্সে ভর্তি।

তিনি গ্রিক মিথলজি থেকে, একিলিস, আন্টিগন, নলেজ অফ সক্রেটিস,Prometheus এর রেফারেন্স টেনেছেন।

হিন্দু মিথলজি থেকে আরো অনেকেই যেমন কালী, রাবণ ,সীতা ও পরশুরামের রেফারেন্স টেনেছেন।

আবার ইজিপশিয়ান মিথ থেকেও সে ফনিক্সের রেফারেন্স টেনেসান।

ইচ্ছামতো এসব মিথলজিকাল ক্যারেক্টার ও ইনসিডেন্ট গুলো তুলে দিতে পারবেন। 

References

“Like Prometheus, I rise up against the gods”

“I am the voice of Antigone, the spirit of Joan of Arc”

“I am the immortal soul of Achilles”

“I am the spirit of Socrates, the will of Caesar”

আরো পড়ুনঃ The Social and Political Background of Beware My Captain (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক