Key Facts
- Poet: John Keats (1795-1821)
- Full Title: To Autumn
- Published Date: 1820
- Written Date: 1819
- Genre: Poetry
- Tone: Celebratory
- Lines: 33
- Literary Device: Alliteration, Personification, Simile, Rhetoric Question, Imagery
Symbols
The Sun: Life and death
Themes
Beauty and Death: In autumn, nature is decorated with extraordinary beauty. At the same time, it is the beginning of death and decay as winter will come after this season. In winter, leaves will fall, fruits will rot, and nature will be covered under the snow.
Embracing the Present: The speaker says autumn and the reader not to think about spring and celebrates the beauty of autumn, as this season has its own beauty and music.
Read Also: Elegy Written in a Country Churchyard Bangla Summary
Selected Quotations
“Where are the songs of spring? Ay, Where are they?
Think not of them, thou hast thy music too,— “
Exp: The speaker says autumn and the reader not to think about spring and celebrates the beauty of autumn, as this season has its own beauty and music. He suggests embracing its own beauty.
“Season of mists and mellow fruitfulness,
Close bosom-friend of the maturing sun;
Conspiring with him how to load and bless
With fruit the vines that round the thatch-eves run;”
Exp: The poet describes the beauty of autumn. Nature fills with life in this season.
Ode to Autumn Bangla Summary
“To Autumn” জন কিটসের লেখা বিখ্যাত কয়েকটি ওডের মধ্যে একটি। এই কবিতায় কিটস অটামের (শরৎ ঋতুর) প্রাঞ্জল বর্ণনা দিয়েছেন। কবিতাটি মোট তিনটি স্ট্যাঞ্জাতে বিভক্ত এবং প্রতিটি স্ট্যাঞ্জাতে ১১ টি করে লাইন আছে।
অটামের সৌন্দর্য: প্রথম স্ট্যাঞ্জাতে কবি অটামের প্রকৃতির বর্ণনা দিয়েছেন। অটামে চারপাশে এক রকম শান্ত ভাব বিরাজ করে। এ সময়ে সূর্যের তাপমাত্রাও কিছুটা স্তিমিত হয়, যা ফার্ম হাউজের চারপাশে হরেক রকম ফল ও শাকসবজি ফলাতে সাহায্য করে। এ সময় ফল পাকতে শুরু করে। অটামে নতুন ফুল ফোটে এবং মৌমাছিরা সেখানে আনাগোনা করে।
অটামকে ব্যক্তি হিসেবে পার্সোনিফাই করা: দ্বিতীয় স্ট্যাঞ্জায় কবি আরেকটু বিস্তারিতভাবে অটামের বর্ণনা দিয়েছেন। এখানে তিনি অটামকে পারসোনিফাই করেছেন। তিনি একে উর্বর ফিমেল গডেসের সাথে তুলনা করেছেন। মাঝে মাঝে তাকে শস্য খেতের মাঝে খুঁজে পাওয়া যায়, যার চুল হাল্কা বাতাসে দোল খায়, অথবা কখনও তাকে পপি ফুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে ফসল কাটা স্থগিত রেখে বিশ্রাম নিতেও দেখা যায়। আবার কখনও তাকে আপেলের রস তৈরি যন্ত্রের পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। এখানে কবি এসব বর্ণনার মধ্য দিয়ে অটামের চিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
অটামের মিউজিক: এবার তৃতীয় স্ট্যাঞ্জাতে কবি অটামকে বলেন যে স্প্রীং এর মত তারও নিজস্ব মিউজিক বা গান আছে৷ এই মিউজিকের সাথে গোধুলির আকাশের গোলাপি আভা দেখা যায় যা মাঠে এবং জমিতে ছড়িয়ে পড়ে। নদীর ধারে জন্ম নেয়া ঝোপের মধ্য থেকে বয়ে আসা বিরহের সুর, কিংবা ভেড়ার ডাক, অথবা ক্রিকেটের (এক ধরনের পোকা) গান, এবং বাগান থেকে ভেসে আসা চাতক পাখির গান ইত্যাদি সবই অটামের মিউজিকের মধ্যে গণ্য হয়।
Read Also: Ode to the West Wind Bangla Summary