fbpx

Discuss the Personal Elements of Yeats’s Poetry(বাংলায়)

Question: Discuss the personal elements of Yeats’s poetry.

earn money

সাহিত্য হচ্ছে সমাজের চিত্র আর প্রত্যেক কবি-সাহিত্যিক সাহিত্য রচনা করে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দৃষ্টিকোণ থেকে। ইয়েটস তার দীর্ঘ সাহিত্য জীবনে বিচিত্র অভিজ্ঞতা থেকে অনেক সাহিত্য রচনা করেছেন। সমালোচকরা তার সফলতার সূত্র খুঁজতে গিয়ে তার ব্যক্তিগত উপাদান এবং এগুলোর তাৎপর্যপূর্ণ ব্যবহারকেই তুলে ধরেছেন। তিনি তার কবিতায় কি কি ব্যক্তিগত উপাদান ব্যবহার করেছেন সেগুলো বর্ণনা করা হলো।

কবিতার বিষয়বস্তু: ইয়েটস এর বেশিরভাগ কবিতাগুলোর বিষয়বস্তুই তার ব্যক্তিগত জীবন থেকে নেওয়া যার ধারণা আমরা “A Prayer for My Daughter, No Second Troy, Easter 1916 and Sailing to Byzantium” কবিতাগুলোর দিকে তাকালেই পেয়ে যাব। 

আরো পড়ুনঃJustify the Novel’s Title, ‘The Grass is Singing.’(বাংলায়)

সুন্দরী মহিলাদের প্রকৃতি: সুন্দরী নারীদের প্রকৃতি বর্ণনা করতে গিয়ে তিনি অনেক সময় তার প্রেমিকা Maud Gonne কথা টেনে এনেছেন। কবির Maud Gonne এর প্রতি অন্যরকম এক ভালোলাগা ছিল এবং তার অনেক কবিতায় তিনি তার প্রেমিকার রেফারেন্স দিয়েছেন। আমরা তার কবিতাগুলোতে আবেগ এবং ভালোবাসার একটা মিশ্রণ খুঁজে পাই যেটা তার প্রেমিকার প্রতি তার ছিল।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


যেমন A Prayer for My Daughter কবিতায় তিনি তার প্রেমিকার কথা বলেছেন এবং ধ্বংসাত্মক অবস্থার কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে তার মেয়ে যেন তার প্রেমিকা ও হেলেন এর মত সুন্দরী না হয় এবং তাদের যেন উচ্চ কোন পরিবারেও বিয়ে না হয়। এখানে আমরা সুন্দরী মহিলাদের শূন্যতায় ভরা প্রকৃতি দেখতে পাই এবং তারা যে অনেক ভোগান্তিতে ভোগে সেটাও বুঝতে পারি।

দেশপ্রেমিক: ইয়েটস একজন আইরিশ জাতীয় কবি এবং তার জাতীয়তাবাদ ও দেশপ্রেম Eastar-1916 কবিতায় আমরা দেখতে পাই। এই কবিতায় তিনি তার সমসাময়িক সংগ্রামী বন্ধুদের জীবনের প্রতি সম্মান জানিয়েছেন। তিনি এমন অনেকের কথাই বলেছেন যারা অতিরঞ্জিত জীবন যাপন করত কিন্তু তাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে আছে। তার মতে জীবন উৎসর্গ করা এই মানুষগুলো সারা পৃথিবীর মানবজাতির অমর গুণাবলী কে প্রতিনিধিত্ব করে।

আরো পড়ুনঃDiscuss the Father-son Relationship in “Sons and Lovers”.’(বাংলায়)

ইতিহাস এবং নাগরিক জীবন সম্পর্কে মতামত: উইলিয়াম ব্লেক এর মত ইয়েটস ইতিহাস এবং নাগরিক জীবন সম্পর্কে ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন। The Second Coming কবিতায় তার কথাগুলো উপস্থাপনের মাধ্যমে নাগরিক জীবনের ধ্বংসের কথা বলেছেন এবং ইতিহাসের প্রতি তার যে সন্দেহভাজন মনোভাব সেটাও তুলে ধরেছেন। 

শরীর এবং আত্মার মধ্যে যুদ্ধ: যদিও কবিতার বেশিরভাগ কবিতা গুলো লিখেছেন ভালোবাসা আবেগ জাতীয়তাবাদ এবং দেশপ্রেম নিয়ে। তবে Sailing to Byzantium কবিতায় তিনি মানুষের শরীর এবং আত্মার মধ্যে যে দ্বন্দ্ব সেটা দেখিয়েছেন। বয়স্ক মানুষেরা শারীরিক সুখ থেকে বঞ্চিত হলেও তারা তাদের আত্মার সাথে গভীরভাবে মিশে যেতে পারে। এ কারণেই কবি বাইজান্টিয়ামে যেতে চান যেটা আত্মিক শান্তির অন্যতম একটি উৎস। 

আরো পড়ুনঃHow Does Conrad Treat the Theme of Imperialism in Heart of Darkness?”(বাংলায়)

পরিশেষে এটা বলা যায় যে ইয়েটস তার কবিতার বিষয়বস্তুগুলো তার ব্যক্তিগত জীবন থেকেই নিয়েছেন এবং জীবন ও সমাজ সম্পর্কে নিজের আইডিয়া উপস্থাপন করেছেন। তার মতামত গুলো তিনি ভালোবাসা, যৌবন, বয়স, মৃত্যু ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত করেছেন। আর এগুলো তিনি এমনভাবে তুলে ধরেছেন যা পাঠকদের হৃদয় ছুঁয়ে যায়। তার জীবনে ভিত্তিক উপাদানগুলো তার কবিতাকে সার্বজনীন করে তুলেছে। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক