fbpx

রাজনৈতিক সংস্কৃতি কী?

প্রশ্নঃ রাজনৈতিক সংস্কৃতি কী?

ভূমিকা: রাজনৈতিক সংস্কৃতি বলতে রাজনৈতিক  উদ্দেশ্যাবলী এর প্রতি মানুষের বিশ্বাস দৃষ্টিভঙ্গিধারণা অনুভূতি ইত্যাদির সমষ্টিকে বোঝায় যা কোনো বিশেষ জনসমাজকে অন্যদের চেয়ে আলাদা করে ফেলে।এটি দেশবাসীর জন্য একটি ভাবগত ধারণা, মানসিক অনুভূতি তথা একটি বিশেষ মনোবৃত্তি।

রাজনৈতিক সংস্কৃতি: লোকে যা করে তাই তাদের সংস্কৃতি।একটি জাতির সামগ্রিক জীবনাচার সম্পর্কে জানতে হলে তাদের সংস্কৃতি পাঠ করতে হয়।আর রাজনৈতিক সংস্কৃতি হলো সংস্কৃতির সেই অংশ যা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের বিশ্বাস, অনুভূতি ও আদর্শ সম্পর্কে জ্ঞান দান করে।

প্রামাণ্য সংজ্ঞা

আরো পড়ুনঃ সামাজিকীকরণ বলতে কি বুঝ? সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Verba ও Almond বলেন, “রাজনৈতিক সংস্কৃতি কথাটি দ্বারা সুনির্দিষ্টভাবে কতিপয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কে বোঝায় যার দ্বারা রাজনৈতিক ব্যবস্থায় ব্যক্তি নিজের ভূমিকা সম্পর্কে সচেতন হয়।”

ডেনিস কাভান বলেন, “রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক বিষয়াদির প্রতি নাগরিকদের দৃষ্টিভঙ্গির এক সামগ্রিক বন্টন ব্যবস্থা।”

Amal Kumar Mukhopadhyay says in his “Political Sociology”  that “political culture is composed of attitudes and orientations which people in a given society develop toward objects within their political system.”

David Paul এর  মতে, “রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে মূল্যবোধ, প্রতিক, দৃষ্টিভঙ্গি এবং আচরণের পর্যবেক্ষণযোগ্য এক বহিরাকৃতি স্বরূপ, যাকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অবলোকন করলে মনোভাবগত উপাত্ত অপেক্ষা অধিক পরিমাণে সমাজের রাজনৈতিক সংস্কৃতির ওপর আলোকরশ্মি বিকিরণ করতে সক্ষম।”

In his “Aspects of Political Development”, Lucian Pye says, “Political culture is a set of attitudes, beliefs and sentiments.”

আরো পড়ুনঃ সমকালীন বাংলাদেশে বিবাহ ও পরিবারের পরিবর্তনশীল রূপ আলোচনা কর।

google news

উপসংহার: পরিশেষে এ কথা বলা যায় যে, রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক বিষয়াবলীর প্রতি নাগরিকদের দৃষ্টিভঙ্গির এক সামগ্রিক বন্ধন ব্যবস্থা। এটি ব্যক্তিকে সমৃদ্ধ রাজনৈতিক জীবন গড়তে সহযোগিতা করে।এমনকি ব্যক্তি তার ব্যক্তিজীবনে আচার-আচরণ, চলাফেরা, চিন্তা-চেতনা, বিশ্বাস, আবেগ-অনুভূতি ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে রাজনৈতিক সংস্কৃতি থেকে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক