fbpx

Rules of Right form of Verbs

The item ‘Right form of verbs’ refers to the proper use of a verb in sentences. To make your verbs correct, mastering Tense is a must. This chapter will teach us how to use verbs in a sentence correctly. 

earn money

‘Right form of verbs’ এর নিয়মকানুন মূলত Tense, Person, Voice ও আরো অন্যান্য বিভিন্ন টপিকের নিয়ম অনুযায়ী Verb গুলোর সঠিক ফর্মের ব্যবহারকে ঘিরেই দেওয়া হয়ে থাকে। এখানে সাদারণ কিছু নিয়মের সাথে ব্যতিক্রম কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন উদাহরণ সহ আলোচনা করা হয়েছে। 

আরো পড়ুনঃ The Syntagmatic and Paradigmatic Perspectives of Language

Tense

Tense indicates the time of work occurring. There are three types of tenses: Present, Past, and future. Each of these also includes another four different sections: Indefinite/Simple, Continuous/progressive, perfect, and Perfect Continuous. Here, we will learn the structure of these twelve tenses and the keywords to identify these tenses in our speech.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Present Tense

Indefinite

Structure: Subject + base form of the verb(s/es) + Extension.

Symbolic words: Always, often, sometimes, every day, daily, regularly, generally, normally, occasionally, usually etc.

বাংলা ভাষায় চেনার উপায়: ক্রিয়ার শেষে উচ্চারিত হবে অ, আ, য়, ই, ও। তাছাড়া এই tense প্রত্যহ কর্ম এবং চিরন্তন সত্য বোঝাবে।

Examples: 

  1. Anamika watches cartoons every evening.
  2. We go to school daily.
  3. I read a book.
  4. The sun rises in the east. 

Continuous

Structure: Subject + am/is/are + base form of verb + ing+ Extension.

Symbolic words: still, now, at this time, at this moment, at present, etc.

বাংলা ভাষায় চেনার উপায়: ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন, চ্ছ বা অনুরূপ উচ্চারণ। কাজের চলমান বা গতিশীল অবস্থা।

আরো পড়ুনঃ Language and Culture

Examples: 

  1. Anamika is watching cartoons.
  2. We are going to school.
  3. I am reading a book.

Perfect

Structure: Subject + have/has+Past participle form of verb + Extension.

Symbolic words: Just, just now, already yet, never, ever, lately, recently, etc.

বাংলা ভাষায় চেনার উপায়: ক্রিয়ার শেষে য়াছি, য়াছ, য়াছেন বা অনুরুপ উচ্চারণ। কাজ ঘটে গেছে কিন্তু ফলাফল এখনও রয়ে গেছে।

Examples: 

  1. He has gone to school.
  2. Suha has broken the glass.

Perfect Continuous Tense ✪✪✪

Structure: Subject + have/has + been + base form of verb + ing + Extension.

বাংলা ভাষায় চেনার উপায়: কন্টিনিউয়াসের মতই কিন্তু সময়ের উল্লেখ থাকে।

Examples: 

  1. It has been raining since morning
  2. We have been struggling for our economic liberty since 1947.
  3. Anamika has been reading for two hours

[N.B: Since means অনির্দিষ্ট সময়; for indicates নির্দিষ্ট সময়]

Past Tense

Indefinite

Structure: Subject + past form of verb + Extension.

Symbolic words: yesterday, last, last day, last night, last week, last month, last year, ago, long ago etc.

বাংলা ভাষায় চেনার উপায়: ক্রিয়ার শেষে ল, লাম, লে, লেন, ত, তাম, তে, তেন বা অনুরুপ উচ্চারণ। অতীতে সচরাচর করা হতো।

Examples: 

  1. We went to school.
  2. Mita saw a garden there.

Continuous

Structure: Subject + was/were + base form of verb + ing + Extension.

Symbolic words: while, at that time, at that moment, etc.

বাংলা ভাষায় চেনার উপায়: ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলেন, ছল বা অনুরুপ উচ্চারণ। অতীতের চলমান অবস্থা।

Examples: 

  1. Anamika was watching cartoons:
  2. We were going to school.
  3. I was reading a book.

Perfect ✪✪✪

Structure: Subject + had + past participle form of verb + Extension.

[N.B: Before এর নিয়ম: Past participle + Before+ past indefinite. After এর নিয়ম: Past indefinite + After+ past participle.]

বাংলা ভাষায় চেনার উপায়: ২টি কাজের উল্লেখ থাকে। একটি আগে ঘটে আরেকটি পরে। আগের কাজটি পাস্ট পারফেক্ট এবং পরেরটি পাস্ট ইন্ডিফিনিট।

Examples: 

  1. I had reached the college before the bell rang.
  2. The doctor came after the patient had died.

আরো পড়ুনঃ Why does Arnold call poetry “The Criticism of Life”?

Perfect Continuous

Structure: Subject had + been + base form of verb + ing + Extension.

বাংলা ভাষায় চেনার উপায়: ২টি কাজের উল্লেখ থাকে। একটি আগে ঘটে আরেকটি পরে. আগের কাজটি কিছু সময়নিয়ে ঘটে; কন্টিনিউয়াসের মতো। এটিই past perfect continuous এবং পরেরটি past indefinite।

Examples: 

  1. He had been teaching for three years before he left the school.
  2. He studied hard after he had been failing for several years.

Future Tense

Indefinite

Structure:  Subject + shall/will base form of verb + Extension

Symbolic words: Tomorrow, next, next day, next week, next month, next year etc.

বাংলা ভাষায় চেনার উপায়: ক্রিয়ার শেষে ব, বে, বেন বা অনুরুপ উচ্চারণ। ভবিষ্যতে কোন কাজ করাহবে বুঝাতে।

Examples: 

  1. Anamika will watch cartoons.
  2. We will go to school.
  3. I shall read a book.

Continuous

Structure:  Subject + shall/will be + base form of verb + ing + Extension

বাংলা ভাষায় চেনার উপায়: ক্রিয়ার শেষে তেথাকিব, তেথাকিবে, তেথাকিবেন। ভবিষ্যতে কোন কাজ ঘটতে থাকবে বুঝাতে।

Examples: 

  1. Anamika will be watching cartoons.
  2. We will be going to school.
  3. I shall be reading a book.

Perfect

 Structure: Subject+shall/will + have + past participle form of verb + Extension.

বাংলা ভাষায় চেনার উপায়: ক্রিয়ার শেষে থাকিব, য়াখাকিবে, য়াখাকিবেন। ভবিষ্যতের ২টি কাজের উল্লেখ থাকবে। একটি আগে ঘটে আরেকটি পরে। আগের কাজটি Future পারফেক্ট এবং পরেরটি present indefinite। 

Symbolic Words: বাক্যে by this time, by (time, month, year) , next (time, month, year) by next (time, month year) ইত্যাদি থাকলে Future Perfect Tense হয়।

Examples: 

  1. We will have gone to school before he comes.
  2. I leave the Place after She will have seen me. 

Future Perfect + before + Present Indefinite:

  1. We shall have waited for you before you come back.
  2. I shall have completed the work before he comes.

Present Indefinite + after + Future Perfect:

  1. He comes after I shall have completed the work.

Perfect Continuous

Structure: Subject + shall/will + have been + base form of verb + ing + Extension

বাংলা ভাষায় চেনার উপায়: ভবিষ্যতের ২টি কাজের উল্লেখ থাকে। একটি আগে ঘটে আরেকটি পরে। আগের কাজটি কিছু সময় নিয়ে ঘটে; কন্টিনিউয়াসের মতো। এটিই future perfect continous এবং পরেরটি present indefinite।

Examples: 

  1. Anamika will have been watching cartoons for an hour before She goes to school.
  2. I shall have been playing for two hours after I reach the playground

Future Perfect Continuous + before + Present Indefinite

Present Indefinite+after+ Future Perfect continuous.

To strengthen and sustain your English grammatical knowledge, you must master the tense. So, no delay; grab your learning soon.

আরো পড়ুনঃ Preface to the Lyrical Ballads Bangla Summary

Tense ছাড়াও Right Form of Verbs এর আরো কিছু নিয়ম

  • 1. Had better & would rather এর পর সবসময় verb-এর base form হবে। Had better অর্থ উত্তম এবং would rather অর্থ বরং। উত্তম, উপদেশ বা পরামর্শ বোঝাতে সাধারণত আমরা had better ব্যবহার করে থাকি। অপরদিকে দুইটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে সাধারণত আমরা would rather ব্যবহার করে থাকি।
    • Examples: 1. You had better stay at home. 2. I would rather die than beg. 
  • Modal Auxiliary (shall, will, should, would, can, could, may, might, must, ought to, need to, dare to, use to, have to, has to, am going to, is going to, are going to, was going to, were going to ইত্যাদি) -এর পর সবসময় মূল verb এর base form হয়। কিন্তু Modal Auxiliary-এর পর be থাকলে মূল verb এর Past Participle form হয়।
    • Examples: 1. I shall do the work.  2. The work is to be done. 
  • কোনো বাক্যের Auxiliary Verb না থাকলে প্রশ্নবোধক বাক্যের গুরুতে Tense অনুযায়ী Auxiliary Verb হিসেবে do, does, did বসে। Do, does ও did বাক্যের শুরুতে আসলে মূল verb এর base form হয়। আবার do not, does not, did not এর পরে মূল verb এর base form হয়।
    • Examples: 1. Do you like poetry? 2. Didn’t you go to school yesterday?
  • It is time বা It is high time এর পর Subject থাকলে Verb-টি Past Tense- এ হয়। আর এদের পর Subject না থাকলে Infinitive হয় অর্থাৎ, to + verb-এর base form হয়। ✪✪✪
    • Examples: 1. It is high time we stopped gossiping. 2. It is time to leave the meeting. 
  • So that দ্বারা দুটি বাক্য যুক্ত হলে এবং আগের অংশ Present Tense হলে that এর পরের অংশের সাথে can not যুক্ত করে মূল Verb-টির base form বসাতে হবে এবং that এর আগের অংশ Past Tense হলে that এর পরের অংশের সাথে could not যুক্ত করে মূল Verb-টির base form বসাতে হবে।
    • Examples: 1. He is so weak that he can not walk. 2. He was so small that he could not touch the roof. 
  • ‘To’ ছাড়া অন্য কোনো preposition এরপর কোনো verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়। কিন্তু ‘to’ preposition এরপর কোনো verb আসলে উক্ত verb এর base form হয়।
    • Examples: 1. He loved to help the poor. 2. He insisted on going there. 
  • I wish বা I fancy অথবা I desire এর পর সবসময় Past Tense হয়। তবে, এদের কোনো একটির পর to be verb আসলে তা সব সময় were হয়।
    • Example: 1. I wish I were a king. 2. I fancy joining the party. 
  • অবাস্তব ইচ্ছা প্রকাশক শব্দদ্বয় Would that দ্বারা শুরু হওয়া বাক্য সবসময় Exclamatory sentence হয়। Would that এর পর to be verb আসলে তা সব সময় were হবে। কিন্তু, Would that এর পর অন্য যে কোনো verb আসলে সেই verb-এর আগে could যুক্ত করে বসাতে হয়।
    • Examples: 1. Would that I were a king! 2. Would that I could help the poor!
  • As though বা as if দ্বারা যদি দুটি বাবা যুক্ত হয় তাহলে as though/as if এর আগের অংশ যদি Present Indefinite হয় তাহলে পরের অংশ হবে Past Indefinite (Be Verb হলে সর্বদাই were হবে) . আর as though/as if এর আগের অংশ যদি Past Indefinite হয় তাহলে পরের অংশ হবে Past Perfect.
    • Example: 1. He talks as if he were mad. 2. He behaved as though he had done the work. 
  • Since দ্বারা দুটি বাক্য যুক্ত হলে এবং আগের বাক্য টি Present Perfect বা Present Indefinite হলে পরের বাক্য টি Past Indefinite Tense হয়। আর আগের অংশ Past Indefinite হলে, পরের অংশে Past Perfect হয়। ✪✪✪
    • Examples: 1. Many years have passed since we met last. 2. Some days passed since his father had died. 
  • বাক্যে mind, cannot help, could not help, with a View to, look forward to, get used to, be verb+used to, worth ইত্যাদি পর কোনো verb আসলে উক্ত verb এর সাথে ing বসে। ✪✪✪
    • Example: 1. He could not help doing the work. 2. I am used to helping the poor. 
  • It is no good, It is no use এর পরে Verb এর সাথে ing যুক্ত হয়। Example: It is no use talking to him. 
  • Lest যুক্ত বাক্য এর Lest এর পরের অংশে Should + Verb এর base form হয়। (Let us দিয়ে বাক্য আরম্ভ হলেও একই নিয়ম প্রযোজ্য হবে) Example: Walk fast lest you should miss the bus. ✪✪✪
  • Get, Got, have, has, had, having, to be এর পরে verb এর past participle form হয়। Example: I have had breakfast. ✪✪✪
  • আমরা জানি simple sentence এ একটি verb এর পরে আরেকটি verb আসলে তার সাথে ing যুক্ত হয়। কিন্তু এই verb (agree, appear, ask, attempt, begin, decide, expect, fail, hope, intend, love, like, lear, manage, want, prefer, pretend, offer) গুলোর পরে to+base form হয়।
    • Examples: 1. He gave up smoking last year. 2. They like to play football. 
  • Causative verb (কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করালে তাকে Causative verb বলে) let, make, help এর পরে verb এর base ফর্ম হয়। Example: He made his sister clean the dishes after dinner.
  • No sooner had +sub+verb (past participle) + than + Past indefinite tense. ✪✪✪
    • Scarcely had + sub + verb (past participle) + When + Past indefinite tense.
    • Hardly had + sub + verb (past participle) + When + Past indefinite tense.
    • Examples: 1. No sooner had I reached the station than the train left (past form).
  • Scarcely had I reached the station when the train left (past form).
  • Hardly had I reached the station when the train left (past form).
  • Each, every, everyone, anyone, any, many a, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, something, someone, one of, either, neither ইতাদি থাকলে verb-এর Singular Number হয়।
  • As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়। ✪✪✪
    • Examples: 1. Rahim, as well as his friends, have gone to see his ailing mother.
  • I, along with some of my friends, was present.
  • Either…or, Neither…nor দ্বারা singular subject যুক্ত হলে verb singular হবে। যেমন: Neither Ranman nor Rahim did the work. Either…or, Neither…nor দ্বারা ভিন্ন number-এর subject যুক্ত থাকলে plural subject-টি verb-এর পূর্বে বসে এবং verb-টি plural হয়। যেমন: Neither you nor your parents have attended the meeting. 
  • একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে Subject দেখতে Plural হলেও verb এর Singular Number হয়। Example: Fifty miles is a long way. ✪✪✪
  • Any, none, each, every, either, neither, one + of + plural Sub. + singular Verb.
  • Population, public, crowd, army, congress, committee, team, government, family, pair, dozen, scenery, knowledge, hundred, thousand, furniture, machinery, information, bread, money, advice, poetry, gallows, ethics, mathematics, physics, news, electronics, dynamics, 2/3….dollars, 2/3….miles + singular verb. ✪✪✪
  • People, spectacles, trousers, scissors, benches, clothes, goods, headquarters, vegetables, laws, police, cattle, folk, circumstances, and gentry. + plural verb.
  • Uncountable noun (water, air, tea, sugar, environment, furniture, kindness, rainfall, reputation, wood, paper, gum, courtesy, earth, bread, oxygen, smoke, Bangla, English.) + singular verb.
  • Conditional Sentences: If+Present indefinite+Future Indefinite. ✪✪✪
    • If + Past indefinite+ Future in the past.
    • If + Perfect+ Future in the perfect. 
  • Passive Voice এর ক্ষেত্রে Auxiliary Verb এর পরে মূল verb এর Past Participle ফর্ম ব্যবহৃত হয়।
    • Example: The building was built two years ago. ✪✪✪
Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক