Sketch the Character of Clytemnestra (বাংলায়)

Question: Sketch the character of Clytemnestra.

একজন নাট্যকার হিসেবে এসকাইলাস এর মত ফুটে ওঠে জীবন্ত চরিত্র সৃষ্টি করার মাধ্যমে যাদের মধ্যে ক্লাইটেমেন্‌স্ট্রা অন্যতম। তিনি একজন ডায়নামিক পুরুষের সকল গুণাবলী সম্বলিত সুন্দরী একজন মহিলা। যার চরিত্র গ্রীক ট্রাজেডির অন্যান্য নায়িকাদের থেকে অনেক ভিন্ন।

রাজকীয় জন্ম: ক্লাইটেমেন্‌স্ট্রা টিনডরাস এর কন্যা ছিল যে কারণে জন্মসূত্রেই রাজকীয় বংশধর এবং অ্যাগামেম্ননের স্ত্রী যিনি ছিলেন আরগস এর রাজা।

আরো পড়ুনঃ Consider Phaedra as a Tragedy of Unrequited Love (বাংলায়)

বীর যোদ্ধার মত সাহস: ক্লাসিকাল গ্রিক ট্রাজেডিতে অ্যাগামেম্ননের হত্যাকাণ্ড তার স্ত্রীর দ্বারা একটা জায়গা করে নিয়ে আছে যেটা আমরা দেখতে পাই ট্রয় নগরীর সেই ঐতিহাসিক যুদ্ধ শেষ হওয়ার ১০ বছর পরে। অ্যাগামেম্ননের দীর্ঘ অনুপস্থিতির কারণে ক্লাইটেমেন্‌স্ট্রা নিজের রাজ্য পরিচালনা করছিল যেটা একজন মহিলা হিসেবে তার ক্ষমতার প্রমাণ আমাদের সামনে তুলে ধরে। এই নাটক অনুযায়ী তিনি অত্যন্ত শক্ত একজন মহিলা এবং তার সময়ের ক্ষমতাধর মহিলাদের প্রতীক। তাকে লেডি ম্যাকবেথ এর সাথে অনেক সময় তুলনা করা হলেও পার্থক্য এই যে ক্লাইটেমেন্‌স্ট্রা তার কৃতকর্মের জন্য কোন অনুশোচনা করেনি।

একশন ধর্মী মহিলা: ক্লাইটেমেন্‌স্ট্রা অত্যন্ত কঠোর একজন মহিলা ছিলেন যার ধারণা আমরা পাই নাটকে তার এবং এজেস্থাসের সম্পর্কের গোপনীয়তা থেকেই। এমনকি সে তার স্বামীকে যে হত্যা করবে সেটা তার প্রেমিক এজেস্থাসকেও জানায়নি। দশ বছর ধরে তার স্বামীর অনুপস্থিতিতে সে সম্পর্ক চালিয়ে গেছে এবং একই সাথে রাজ্য পরিচালনা করেছে এমনকি কোরাস পর্যন্ত তার শাসনের উপর কোন কমেন্ট করতে পারেনি।

সন্দেহবাদ: আমরা নাটকে ক্লাইটেমেন্‌স্ট্রার সন্দেহপ্রবণ মনোভাব দেখতে পাই এবং সে অত্যন্ত চালাক একজন মহিলা। সে তার পরিকল্পনা কারো সাথে শেয়ার করে না এমনকি তার ভালোবাসার মানুষের সাথেও নয়। শুধু মাত্র দর্শকরাই অ্যাগামেম্ননকে হত্যা করার পরিকল্পনা সম্পর্কে জানে। শেষ সহজ ভাষায় কথা বলে কিন্তু তার মনের ভেতরে অনেক কিছু লুকানো থাকে।

অনৈতিক সম্পর্ক: এজেস্থাস অ্যাগামেম্ননের চাচাতো ভাই ছিল যে অ্যাগামেম্ননের উপরে অর্থাৎ অ্যাগামেম্ননের পিতার বংশধরদের উপরে অভিশাপ দিয়েছিল। ক্লাইটেমেন্‌স্ট্রা তার সাথে গোপন সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তার স্বামীর অনুপস্থিতিতে কিন্তু এই সম্পর্কের কথা তার স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত সে গোপন রেখেছিল। অ্যাগামেম্ননের মৃত্যুর পর ক্লাইটেমেন্‌স্ট্রা মানুষের সামনে ঘোষণা করলো যে অ্যাগামেম্নন মারা গেছে এবং এখন সে এজেস্থাসকে সাথে করে রাজ্য পরিচালনা করবে।

আরো পড়ুনঃ Write a Note on the Role of the Chorus in “Phaedra” by Seneca (বাংলায়)

চালাকি: ক্লাইটেমেন্‌স্ট্রা অত্যন্ত চালাক মহিলা হিসেবে নিজেকে নাটকে উপস্থাপন করেছে। সে ভন্ডামি এবং মানব ইতিহাসের শ্রেষ্ঠ বক্তৃতা দানকারী। তার কথাবার্তায় সে এতটাই দক্ষ যে তিনি একজন বিস্ময়কর ভদ্রমহিলা, একজন মাস্টারমাইন্ড, একজন ভয়ানক ষড়যন্ত্রকারী, একজন ধূর্ত ভানকারী এবং তার বক্তৃতা ডিজাইনে অত্যন্ত দক্ষ ছিলেন।

যাই হোক আমরা শেষ এটাই বলতে পারি যে ক্লাইটেমেন্‌স্ট্রা তার নিজের হাতে এই নাটকের প্লট সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন তার স্বামী এবং তার স্বামীর মিস্ট্রেস কে হত্যা করার মাধ্যমে। তিনি Oresteia Trilogy এর অন্যতম একজন চরিত্র ও নায়কের ছদ্মবেশে বিখ্যাত একজন নায়িকা।

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *