fbpx

বাংলাদেশের বর্তমান সমাজব্যবস্থায় ইসলামিক মূল্যবোধ কিভাবে প্রভাব বিস্তার করছে?

প্রশ্নঃ বাংলাদেশের বর্তমান সমাজব্যবস্থায় ইসলামিক মূল্যবোধ কিভাবে প্রভাব বিস্তার করছে? আলোচনা কর। 

অথবা, বাংলাদেশের সমাজব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব বর্ণনা কর। [জা. বি. ২০১৭]

উত্তরঃ ভূমিকা: ইসলাম আল্লাহ প্রদত্ত জীবনবিধান। ইসলাম অর্থ বিনীতভাবে অনুগত হওয়া বা আত্মসমর্পণ করা অর্থাৎ স্রষ্টার অনুগত হয়ে সৃষ্টির সাথে শান্তি স্থাপন, ইসলামের আচার আচরণ, রীতিনীতি যা ইসলাম ধর্মাবলম্বীরা মেনে চলে একটি পূর্ণাঙ্গ জীবন অতিবাহিত করে তাই ইসলামি মূল্যবোধ।  বাংলাদেশের সমাজব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব অপরিসীম। দীর্ঘ এক হাজার বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে ইসলামের প্রভাব বিদ্যমান, যা আমাদের সংস্কৃতি, রীতিনীতি, পারিবারিক কাঠামো, আইন-কানুন, এবং জীবনধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

কিছু উল্লেখযোগ্য প্রভাব:

আরো পড়ুনঃইসলামী সংস্কৃতি কী? ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ লেখ

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


১) পারিবারিক কাঠামো:

  • ইসলামে পারিবারিক বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।
  • পিতামাতার প্রতি সম্মান, সন্তানদের প্রতি লালনপালন, ভাইবোনদের মধ্যে সৌহার্দ্য ইসলামের শিক্ষা।
  • বহুবিবাহের অনুমতি থাকলেও, সমাজে একবিবাহই প্রচলিত।
  • নারীর মর্যাদা রক্ষা ও সম্পত্তির অধিকার প্রদান করা হয়।

২) সামাজিক রীতিনীতি:

  • ইসলামে পর্দা পালন, সুদ লেনদেন, মিথ্যা বলা, মদ্যপান, জুয়া খেলা, চুরি করা ইত্যাদি নিষিদ্ধ।
  • সমাজে শান্তি, সম্প্রীতি, সহযোগিতা, দানশীলতা, এবং সততা ইসলামের শিক্ষা।
  • ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে মে’রাজ ইত্যাদি ধর্মীয় উৎসব পালন করা হয়।

৩) আইন-কানুন:

  • বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে।
  • পারিবারিক আইন, ফৌজদারি আইন, এবং কিছু ব্যক্তিগত আইন ইসলামী শরিয়াহ্‌ অনুসারে প্রণীত।
  • মসজিদ, মাদ্রাসা, এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৪) জীবনধারা:

  • ইসলামে নামাজ, রোজা, হজ্জ, এবং যাকাত পালন করা বাধ্যতামূলক।
  • মুসলমানরা সাধারণত ইসলামী পোশাক পরিধান করে থাকে।
  • ইসলামী শিক্ষা ও সংস্কৃতি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরো পড়ুনঃবাংলাদেশের সুশাসনের সমস্যাবলি ব্যাখ্যা করুন

বাংলাদেশের সমাজব্যবস্থায় ইসলামি মূল্যবোধের প্রভাব:

google news

বাংলায় তুলনামূলকভাবে বিলম্বে ইসলামের আগমন ঘটে। আবির্ভাবের মোটামুটি একশ বছরের মধ্যেই উত্তর-পশ্চিম ভারতে ইসলামের অনুপ্রবেশ ঘটে এবং আরব বণিকরা বাংলাসহ ভারতের উপকূলবর্তী অঞ্চলের সংস্পর্শে আসে। বাংলায় মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য আরো পাঁচশত বছর লেগে যায়। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে তুর্কি বিজয়ের মধ্য দিয়েই ইসলাম পূর্ণ শক্তিতে এখানে প্রবেশ করে। বর্তমানে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এর জনসংখ্যার প্রায় ৯০% ইসলাম ধর্মের অনুসারী। বাংলাদেশের সমাজব্যবস্থায় ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। তবে আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। নিম্নে এদেশের সমাজব্যবস্থায় ইসলামের প্রভাব আলোচনা করা হলো:

১. পারিবারিক শিক্ষা ও নবীনদের উপর প্রভাব: সমাজব্যবস্থার প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিবারের আবির্ভাব। বাংলাদেশের সমাজব্যবস্থায় ইসলাম ধর্ম পরিবারের সদস্যদের উপর প্রভাব ফেলছে। ইসলাম ধর্মাবলম্বী পরিবারগুলো তাদের সন্তানদের ছোটবেলা থেকে ইসলামি শিক্ষা প্রদান করে আসছে। মোটকথা, বাংলাদেশের সমাজব্যবস্থায় অধিকাংশ পরিবার ইসলামি আদর্শ মেনে তাদের জীবন অতিবাহিত করছে, যা পরিবার ব্যবস্থাকে সমৃদ্ধ করছে।

২. রাজনৈতিক প্রভাবঃ এদেশের সমাজব্যবস্থায় রাজনীতি অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে। এদেশে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে উঠেছে। এসব রাজনৈতিক দলের বিভিন্ন রীতিনীতি থাকলেও মূলত তাদের উদ্দেশ্য ইসলামি সমাজব্যবস্থা কায়েম করা। এদেশের রাষ্ট্রীয় মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলা হয়েছে।

৩. অর্থনৈতিক প্রভাব: ইসলামি মূল্যবোধের উপর গড়ে উঠা সমাজব্যবস্থায় অর্থনৈতিক প্রভাব অপরিসীম। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। তবে এদেশে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা চালু না থাকলেও ইসলাম এদেশের অর্থনীতিকে প্রভাবিত করছে।

৪. সাংস্কৃতিক প্ৰভাৰঃ সমাজব্যবস্থায় সংস্কৃতি অন্যতম প্রধান উপাদান। ইসলামি মূল্যবোধের উপর ভিত্তি করে ইসলামের সংস্কৃতি গড়ে উঠেছে। এদেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ইসলামি রীতিনীতিতে তাদের অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করে আসছে। এদেশের সমাজব্যবস্থায় ইসলামি সংস্কৃতিয় যেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তা হলো, খতনা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবেবরাত, আকিকাসহ বিভিন্ন অনুষ্ঠান।

৫. নারীসমাজের উপর প্রভাব: বাংলাদেশের সমাজব্যবস্থায় ইসলামি মূল্যবোধের আলোকে অধিকাংশ পুরুষ নারীদের পরিচালিত করে। পুরুষরা নারীদের ইসলামি বিধিবিধান মেনে চলতে বাধ্য করে। অনেক মহিলারা পর্দা প্রথাকে প্রাধান্য দেয়। ধর্মীয় মূল্যবোধের কারণে এদেশের অনেক নারী স্বামীর অবাধ্য হয় না। তারা মনে করে ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’।

৬. ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী চিকিৎসা ব্যবস্থা: ইসলামি মূল্যবোধের কারণে এদেশের চিকিৎসার জন্য মানুষ মসজিদ ও দরগায় দ্বারস্থ হয়। আবার অনেকে পীর, ফকির, দরবেশদের কাছ থেকে তাবিজ কবজের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে আসছে।

আরো পড়ুনঃকুমিল্লা মডেল কি এবং এর উদ্দেশ্য সমূহ সংক্ষেপে বর্ণনা কর

৭. শিক্ষাব্যবস্থার উপর প্রভাব: বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মাদ্রাসা শিক্ষায় একটি উল্লেখযোগ্যসংখ্যক মানুষ শিক্ষিত হচ্ছে। ইসলামি মূল্যবোধ ও ইসলামি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু মাদ্রাসা শিক্ষায় যেসব বিষয় তাদের পড়ানো হয় তাতে অন্যান্যদের সাথে তেমনভাবে প্রতিযোগিতা করতে পারে না। তাই দেখা যায় যে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা অনেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে না।

উপসংহার: উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, বাংলাদেশের সমাজব্যবস্থা প্রচলিত নিয়মনীতি, আইনকানুন এবং অবকাঠামো দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত। ইসলামি রীতিনীতি, আইন কাঠামো ও বিধিবিধান অর্থাৎ ইসলামি মূল্যবোধ দ্বারা বাংলাদেশের শাসনব্যবস্থা পরিচালিত না হলেও ইসলামি মূল্যবোধ এদেশের সমাজব্যবস্থাকে নান্যভাবে প্রভাবিত করছে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক