fbpx

সমাজ সংস্কার কাকে বলে?

 প্রশ্নঃ সমাজ সংস্কার কাকে বলে?

earn money

ভুমিকা: আমাদের সমাজে অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি। তাদের মধ্য থেকে সৃষ্ট কিছু কুসংস্কার রয়েছে। অনেক ধরনের কুসংস্কার, কুপ্রথা, বিশ্বাস, গোঁড়ামি সমাজের উন্নতি ও অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, সমাজ কাঠামো থেকে এ ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের ফলকে বলা হয় সমাজ সংস্কার।

সমাজ সংস্কারের পরিচয়: সমাজ সংস্কারের কতিপয় ডিকশনারি ও মনীষীদের সংজ্ঞা দেয়া হলো:

আরো পড়ুনঃ কিশোর অপরাধ কি? কিশোর অপরাধের কারণ গুলো আলোচনা কর।

The Social Work Dictionary: “সমাজ সংস্কার হলো সামাজিক দৃষ্টিভঙ্গি, সামাজিক ও সাংস্কৃতিকভাবে নির্ধারিত ভূমিকা, সামাজিক আচরণের ধরন প্রভৃতি ক্ষেত্রে বাঞ্ছিত পরিবর্তনের সুচিন্তিত ও উদ্দেশ্যপূর্ণ কার্যক্রম।” 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


New Standard Encyclopedia: “সমাজ সংস্কার হলো এমন একটি কার্যক্রম, যা সামাজিক মূল্যবোধ, সামাজিক আইন এবং সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তনের মাধ্যমে নির্দিষ্ট সামাজিক শ্রেণি অথবা সমগ্র সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে পরিচালিত।”

Dr. Md. Ali Akber: “Social reform essentially sims at change, which often involves the basic values of social institutions in the community.”

অগবার্ন ও নিমকফ: “সমাজ সংস্কারের উদ্দেশ্য হচ্ছে সমাজের সংশোধন বা দোষত্রুটি অপসারণ।”

Encyclopedia of social work in India এর মতে, সমাজসংস্কারের ৪টি বৈশিষ্ট্য রয়েছে যথা:

  • ১সমাজসংস্কার সামাজিক মনোভাব সৃষ্টিকারী প্রক্রিয়া।
  • সমাজ সংস্কার এক ধরনের প্রত্যাশিত অবস্থান যা জনগণের ভাগ্যোন্নয়নে সহায়ক।
  • এটি সামাজিক প্রতিষ্ঠান ও মূল্যবোধের মৌলিক পরিবর্তন সূচিত করে।
  • সমাজসংস্কার কেবল সমাজের ক্ষতিকর দিকেরই পরিবর্তন আনতে চায়, পুরো সমাজ কাঠামোর পরিবর্তন সমাজসংস্কারের লক্ষ্য নয়। 

আরো পড়ুনঃ বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায় সমূহ বর্ণনা কর।

উপসংহার: পরিশেষে বলা যায়, যেকোনো কাঙ্খিত পরিবর্তনের জন্য সামাজিক সংস্কারের প্রয়োজন হয়। তখন বিশেষ আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠে সমাজ সংস্কার আন্দোলন। সমাজ সংস্কার মূলত সামাজিক আন্দোলনের একটি বিশেষ রূপ। সুতরাং সামাজিক সংস্কারের মাধ্যমে একটি অসামঞ্জস্য আইন উপড়ে ফেলা হয় এবং নতুন আইন প্রণয়ন করা হয়।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক