The Magi Bangla Summary (বাংলায়)

The Magi Bangla Summary (বাংলায়)

এই কবিতায় কবি সেই সকল মানুষকে শান্তির পথে ফিরে আসার জন্য আহবান করেছেন এবং পথ দেখিয়েছেন যাদের জীবন বিষণ্ণতার মধ্য দিয়ে কাটছে। এখানে তিনি বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি যীশু খ্রিস্টের আগমনের কথা ঘোষণা করেছেন এবং সবাই যেন তারাই দেখানোর পথে ফিরে যায় সেই আহবান করছেন।

মানুষ একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ তার বার্ধক্যে পৌঁছানোর পরে পরিপূর্ণতা ও সুখ শান্তির জন্য ঈশ্বরের পথে ফিরে আসে, ফিরে আসে আধ্যাত্মিক জগতের দিকে যেখানে রয়েছে প্রকৃত সুখের খনি।

আরো পড়ুন: No Second Troy Bangla Summary (বাংলায়)

কবি বলেছেন যে পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা মনে করে যে এই প্রার্থী কলহ ভরা ব্যস্ত পৃথিবীতে তাদের সকল সুখের উৎস লুকিয়ে আছে কিন্তু তারা যে ভুল পথে রয়েছে কবি সেটাই এখানে বোঝাতে চেয়েছেন।

প্রকৃত শান্তি এবং পরিপূর্ণতার পথ খুঁজে পেতে হলে তাদেরকে সকল প্রার্থীর চিন্তাভাবনা পরিত্যাগ করে যীশু খ্রিস্টের দেখানো ঈশ্বরের পথে ফিরে আসতে হবে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: Adam’s Curse Bangla Summary (বাংলায়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক