The Sun Also Rises Bangla Summary

The Sun Also Rises Bangla Summary

earn money

Book one; Chapters 1-7

১. জ্যাকের দ্বারা তার বন্ধু রবার্ট কন সম্পর্কে বর্ণনা

ফ্রান্সের রাজধানী প্যারিস হচ্ছে প্রথম বইয়ের প্লেস সেটিং। জ্যাক বার্নস নামক সৈনিকের বর্ণনা দিয়ে গল্পটি শুরু হয়। জ্যাক বার্নস তার বক্সিং চ্যাম্পিয়ন এবং নভেলিস্ট বন্ধু রবার্ট কন এর বর্ণনা দেয়, যে একজন ইহুদি। রবার্ট কন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। জ্যাক বর্তমানে পেশায় একজন সাংবাদিক এবং সে তার বন্ধু রবার্ট কনকে পছন্দ করেনা। তবুও সে তাকে সহ্য করে কারণ তারা লস্ট জেনারেশন (জীবনে লক্ষ্যহীন জেনারেশন) ক্লাসের অন্তর্ভুক্ত। রবার্ট কন বর্তমানে একজন নিষ্ঠুর ডমিনেটিং মহিলা ফ্রান্সেস ক্লেইন এর সাথে প্যারিসে এসেছে। তার এখানে আশার মূল উদ্দেশ্য হচ্ছে একটা নোভেল লেখা। 

বৈবাহিক জীবনে রবার্ট কন একজন ব্যর্থ মানুষ। তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। আর তাই তিনি তার অনেক সম্পদ হারিয়েছেন। জ্যাক বলে যে, রবার্ট কন আমেরিকাতে তার লেখা একটা নোভেলের খুব ভালোভাবেই ব্যবসা করে ফ্রান্সে এসেছে। রবার্ট কন এখন এডভেঞ্চার পাগল। সে এখন দক্ষিন আমেরিকায় ছুটি কাটাতে জ্যাককে সাথে করে নিয়ে যেতে চায়। এই ছুটি কাটাতে কাটাতেই রবার্ট কন তার দ্বিতীয় নোভেলের কাজ শেষ করতে চায়। যদিও রবার্ট কন সকল খরচ বহন করতে চায়, তবুও জ্যাক এই ছুটি কাটাতে যেতে রাজি হয় না। এভাবেই এই লস্ট জেনারেশনের জীবন কোন উদ্দেশ্য বিহীন ভাবেই চলতে থাকে। তবে তারা জীবনের অর্থ খুঁজে বের করতে চায়।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: Beloved Bangla Summary

২. লেডি ব্রেট অ্যাসলে এর সাথে জ্যাকের সাক্ষাৎ

একদিন জ্যাক একটা বারে একটা প্রস্টিটিউট জর্জেট এর সাথে ফ্লার্ট করে। মদ পান করার সময়ে তারা খুবই এক্সাইটেড হয়ে পড়ে এবং সেক্সুয়াল রিলেশন করার জন্য প্রস্তুত হয়ে যায়। সেক্সের তাড়নায় জর্জেট জ্যাককে কিস করতে যায়, আর ঠিক তখনি জ্যাক বলে সে অসুস্থ। কারণ সে প্রথম বিশ্বযুদ্ধে আহত হয়েছিল। এটা পরোক্ষভাবে এটাই প্রমাণ করে যে জ্যাক প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ইমপোটেন্ট অর্থাৎ যৌন শক্তি হারিয়ে ফেলেছিল। এরপর হতাশ হয়ে জ্যাক ওই বারের দরজার সামনে বসে মদ পান করতে থাকে। সেই সময়ে লেডি ব্রেট অ্যাসলে এর সাথে জ্যাকের দেখা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে লেডি ব্রেট অ্যাসলে আর্মি হসপিটালে নার্স হিসেবে কাজ করতো। জ্যাক আহত হওয়ার পরে তিনি জ্যাকের অনেক সেবা করেছিলেন। প্রথম দেখায় জ্যাক লেডি ব্রেট অ্যাসলে কে চিনতে পারেনি।

এরপর এই বারেই নোভেলের প্রায় সবগুলো ক্যারেক্টার একে অন্যের সাথে পরিচিত হয়। অর্থাৎ জ্যাক তার বন্ধুদের সাথে লেডি ব্রেট এর সাক্ষাৎ করিয়ে দেয়। বিশেষ করে রবার্ট কন লেডি ব্রেট অ্যাসলে এর সাথে সাক্ষাৎ করে। উদ্দেশ্যবিহীন ভাবে মদ পান ও গল্প করতে করতে জ্যাক লেডি ব্রেট অ্যাসলেকে বলে, “চলো, এখান থেকে বের হই”। তারা ট্যাক্সিতে চড়ে এবং যেই হোটেলে ব্রেট থাকতো, সেই হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়। ট্যাক্সিতে তারা দুইজন সেক্সুয়ালি খুব উত্তেজিত হয়ে ওঠে। তখন জ্যাক আফসোস করতে করতে বলে যে, যুদ্ধের সময়ে সে খুব খারাপ ভাবে আহত হয়েছিল। আর তাই চিরতরে সে তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে। তখনি ব্রেট জ্যাককে কিস করা বন্ধ করে দেয়। আর ব্রেট বুঝতে পারে, সে জ্যাকের সাথে যে কোয়ালিটি টাইম কাটানোর পরিকল্পনা করছিল, তা আর সম্ভব নয়। তবুও জ্যাক ব্রেটকে তার সাথে কিছুটা সময় কাটাতে বলে। কিন্তু ব্রেট তাতে রাজি হয় না। কারণ সে ফ্রি সেক্সুয়াল জীবন কাটাতে চায়।

৩. মাইক গর্টন এর ব্রেটের প্রতি আকর্ষিত হওয়া

সকাল বেলা, জ্যাকের সাথে টেনিস খেলার সময়ে রবার্ট কন জ্যাকের কাছে ব্রেটের সম্পর্কে জানতে চায়। সে বলে, তাকে সে পছন্দ করে ফেলেছে। তখন জ্যাক রবার্ট কনকে এই বলে সাবধান করে যে, ব্রেট একজন লেডি ড্রাঙ্কার। পাশাপাশি সে তার স্বামী লর্ড অ্যাসলে এর কাছ থেকে ডিভোর্স নিয়েছে। আর বর্তমানে মাইক গর্টন এর সাথে তার এনগেজমেন্ট হয়েছে। মাইক গর্টন তার একজন ধোঁকাবাজ বন্ধুর ফাঁদে পড়ে দেউলিয়া হয়েছে। সেও একজন স্কটিশ ওয়ার ভ্যাটেরান (সৈনিক)। তবে রবাট কন বারবার শুধুমাত্র ব্রেট এর সম্পর্কেই ভাবছিল। সেই জায়গায় তখন ব্রেট চলে আসে।

তারা আবারও যখন ইন্টিমেট হতেই যাচ্ছিল, তখন ব্রেট বলে সে উত্তর স্পেনের একটা সমুদ্র উপকূলীয় শহর সান সেবাস্টিয়ানে ছুটি কাটাতে যাচ্ছে, যাতে করে সে তার এই বোরিং সময় থেকে বাঁচতে পারে। সে ততদিন পর্যন্ত সে শহরে থাকবে, যতদিন না পর্যন্ত তার ফিয়ন্সে (মাইক গর্টন) স্কটল্যান্ড থেকে প্যারিসে আসছে। আর এখানেই বুক ওয়ান শেষ হয়ে যায়। আসলে সে সান সেবাস্টিয়ানে জ্যাকের বন্ধু রবার্ট কনের সাথে গিয়েছিল। সেখানে গিয়ে তারা ফ্রি সেক্সচুয়াল লাইফ ইনজয় করেছে।

আরো পড়ুন: The Hairy Ape Bangla Summary

Book two

Chapters 11-18

সবার প্যামপ্লোনা যাওয়া:

বুক টু এর শুরুতেই এই সকল ক্যারেক্টার বুল ফাইটিং উপভোগ করতে প্যামপ্লোনা যাওয়ার পরিকল্পনা করে। Jake, Bill, Robert Cohn, Mike ও Brett তারা সবাই উত্তর স্পেনের একটা সমুদ্র উপকূলীয় শহরে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। তখন ব্রেট বলে, “জ্যাক, রবার্ট কনকে নেওয়া যাবে না। কারণ তার সাথে আমি সান সেবাস্টিয়ানে গিয়েছিলাম”। তখন যে বুঝতে পারে রবার্ট কনকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না? সে জ্যাককে বলেছিল, সে দক্ষিণ আমেরিকায় যাচ্ছে। যাইহোক তারা যেহেতু একসাথেই ছিল, তাই তারা সবাই প্যামপ্লোনা যায়, যেখানকার হোটেলের মালিকের নাম ছিল মনটোয়া। তারপর তারা একটি ফিশিং ট্রিপে যায়। এখানে জ্যাক এবং বিলের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।

সবাইকে হোটেল মালিকের পক্ষ থেকে অভিনন্দন জানানো

মনটোয়া তার হোটেলে জ্যাক সহ সবাইকে অভিনন্দন জানায় এবং সে বলে যে, সেও বুল ফাইটিং এর অনেক বড় একজন ফ্যান। পাশাপাশি সেখানকার গেস্টদের সবাইকে সে জানায় যে, এখানকার সবচেয়ে বেস্ট বুল ফাইটারের সাথে তারা চাইলে এখন দেখা করতে পারে, কারণ সেই বুল ফাইটার এখন তার হোটেলেই অবস্থান করছে।

বুল ফাইটিং ও রোমেরোর সাথে ব্রেটের প্রেম

এরপর তারা সবাই বুল ফাইটিং দেখতে যায়। এখানে ১৯ বছর বয়সী একজন বুল ফাইটার পেডরো রোমেরো তার বুল ফাইটিং স্কিল দেখায়। আসলে রোমেরো একটা বুলকে হত্যা করে, যা কিনা রাস্তায় একটা মানুষকে হত্যা করেছিল। এই মহান কাজ করার জন্য এই বুলের কানগুলো কেটে রোমেরোকে উপহার দেওয়া হয়েছিল যা কিনা রোমেরো ব্রেটকে উপহার দেয়। আর তাই রোমেরোর প্রেমে ব্রেট ফিদা হয়ে যায় এবং তারা দুজনেই প্রেমে পড়ে যায়। আর তাদেরকে সার্বিকভাবে সাহায্য করছিল জ্যাক। কারণ ব্রেট রোমেরোর সাথে তার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য জ্যাককে অনুরোধ করেছিল।

রবার্ট কনের দ্বারা জ্যাককে প্রহার এবং ক্ষমা চাওয়া

তো এবার রবার্ট কন যখন জানতে পারে, রোমেরো এর সাথে ব্রেটের সম্পর্ক চলছে এবং তাতে জ্যাক সাহায্য করেছে, তখন সে জ্যাককে অনেক মারে। পাশাপাশি সে রোমেরো কেও মারে। এতে জ্যাক ও রবার্ট কনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তো একদিন বিল জ্যাককে বলে রবার্ট কন তার সাথে দেখা করতে চায়। তাই সে জ্যাককে রবার্ট কনের রুমে যেতে বলে। সে অনেকটা রাগ নিয়ে রবার্ট কনের সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে রবার্ট কন কান্না করছে। রবার্ট কন তাকে বলে, সে তার কাজের জন্য লজ্জিত। পাশাপাশি সে আর স্পেনে থাকছে না, আগামীকাল সকালে স্পেনে চলে যাচ্ছে। কারণ ব্রেট তার সাথে যেমন আচরণ করেছে তা সে সহ্য করতে পারেনি।

ব্রেটের রোমেরোর সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ :

এরপর ব্রেটের ফিয়্যান্সে মাইক ব্রেট ও রোমেরো এর সম্পর্ক মানতে পারেনা। তবে ব্রেট প্রচুর পরিমাণে সেক্সুয়ালিটিতে অ্যাট্রাক্টেড ছিল। তাই সে মাইককে ছেড়ে দিয়ে রোমেরো এর সাথে থাকার সিদ্ধান্ত নেয়। স্পেনের বুল ফাইটিং এর সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে ফিয়েস্তা। এটা তিনদিন ধরে চলে। এর শেষ দিনে তারা সবাই একসাথে খাবার খায়। এরপর তারা সবাই যে যার মতো স্পেন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এক সময় চলেও যায়। আর এদিকে ব্রেট রোমেরো এর সাথে থেকে যায়।

Book Three 

Chapter 19

সবার প্যামপ্লোনা ছেড়ে যাওয়া:

এরপর Mike, Bill, and Jake একটা কার ভাড়া করে এবং শেষবারের মতো একসাথে ড্রিঙ্ক করতে যায়। মাইক বলে তার কাছে কোন টাকা নেই। তার হোটেলের বেশিরভাগ বিল আসলে ব্রেট দিয়েছে। এরপর সবাই নিজেদের আলাদা আলাদা গন্তব্যের দিকে চলে যেতে শুরু করে আর জ্যাক নিজের মনের প্রশান্তি পাওয়ার জন্য চলে আসে সান সেবাস্টিয়ানে। সে এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকে। সমুদ্রে সাঁতার কাটে। 

ব্রেটের টেলিগ্রাম পেয়ে জ্যাকের মাদ্রিদে ফিরে আসা:

এভাবে সে কিছুটা ভালো সময় কাটাচ্ছিল, ঠিক তখনি ব্রেটের একটা টেলিগ্রাম তার কাছে আসে। ব্রেট ইমিডিয়েটলি তাকে মাদ্রিদে দেখা করতে বলে। জ্যাক প্রথম ট্রেনটা ধরেই মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সে সারারাত জার্নি করে 

ব্রেটের সাথে জ্যাকের শেষ সাক্ষাৎ

এসে দেখে ব্রেট একাই হোটেলে রয়েছে। রোমেরোর সাথে সে ব্রেকআপ করেছে। এর কারণ হচ্ছে রোমেরো তাকে বিয়ে করতে চেয়েছিল এবং রোমেরো চাইছিল ব্রেট যেন তার চুল বড় করে। কারণ তার চুলগুলো ছিল ছেলে মানুষের মতো। কিন্তু ব্রেট কখনোই বিয়ে করতে চায় না। আর সে নিজের ফ্রি সেক্সচুয়াল লাইফ ইনজয় করতে চায়। সে তখন কান্না করতে করতে বলে, আমি মাইকের কাছে ফিরে যেতে যাচ্ছি। তখন জ্যাক তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর তারা একসাথে লাঞ্চ করে, যেখানে ব্রেট জ্যাককে ড্রিঙ্ক করতে নিষেধ করছিল। কিন্তু জ্যাক প্রচুর ড্রিঙ্ক করে। এরপর তারা মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যেখানে ট্যাক্সির ভেতরে তারা এক অন্যের শরীরের খুব কাছাকাছি ছিল। ব্রেট তখন বলে, Brett says she and Jake “could have had such a damned good time together.” এর অর্থ হচ্ছে আমরা এভাবে যদি সুন্দর সুন্দর সময় কাটাতে পারতাম! Jake bitterly responds, “Yes, isn’t it pretty to think so?” অর্থাৎ, উত্তরে জ্যাক একটু অসস্তি নিয়ে এবং দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ ঠিক আছে, তবে তুমি যেই ভাবনাটা করছো, এই ভাবনাটিটা কি আসলেই সঠিক? আর এখানেই এই নোভেলটা শেষ হয়ে যায়।

আরো পড়ুন: The Hairy Ape Bangla Summary

Mottaleb Hossain
Mottaleb Hossain
This is Mottaleb Hossain, a researcher of theology and English literature and language. One of the seven members of literatureXpres, a worldwide online educational institution. Educational Qualification: BTIS(Bachelor of Theology and Islamic Studies)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক