What Conception of Time and Place is Reflected in Beckett’s Waiting For Godot? (বাংলায়)

Question: What conception of time and place is reflected in Beckett’s Waiting for Godot? Or elaborate on the concept of time and place in Waiting for Godot.

earn money

স্যামুয়েল বেকেট ওয়েটিং ফর গডট নাটকটি লিখেছেন যেটাকে অ্যাবজার্ব ড্রামা বলা হয়। ইউনিটি অফ টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটা নাটকের জন্য যেটাঅ্যাবজার্ব ড্রামা গুলোতে থাকে না।

মূল্যহীন এবং লক্ষহীন ব্যক্তি: আমরা এই নাটকে এস্ট্রাগন এবং ভ্লাদিমির নামক দুইজন ব্যক্তিকে দেখতে পাবো যাদের কাছে সময়ের কোন মূল্য নেই। তাই স্যামুয়েল বেকেট বলেছেন যে কঠোর পরিশ্রম না করে কখনো সফল হওয়ার স্বপ্ন দেখা যাবে না। তারা অপেক্ষা করছে এবং করছে কিন্তু কেন অপেক্ষা করছে সেটা তারা জানে না। 

আরো পড়ুনঃSuggestion of American Poetry Exam 2022

অপেক্ষা একটি প্রভাবশালী উপাদান: এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে অপেক্ষা যেখানে এস্ট্রাগন এবং ভ্লাদিমির এর পুরো নাটক জুড়ে গডট নামক এক ব্যক্তির জন্য অপেক্ষা করছে কিন্তু সে কখনো এসে পৌঁছায় না। এই অপেক্ষা শক্তিশালী একটি উপাদান যেটা সবকিছু ছাপিয়ে নিয়ে যেতে পারে এবং এই চরিত্রগুলো এর ওপর আলোকপাত করার মাধ্যমে অস্তিত্ববাদের যে বিব্রতকর পরিস্থিতি এবং সময়ের উপর যে নিয়ন্ত্রণহীনতা সেটাই তুলে ধরা হয়েছে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আদিম নিষ্ঠুরতা ও পুঁজিবাদী সমাজের প্রতিফলন: ক্রীতদাস প্রথা একসময় সমাজের অন্যতম একটা পদ্ধতি ছিল এবং এই ক্রীতদাস প্রথা এখনো আমাদের সমাজ থেকে নির্মূল হয়নি। সে সময়ে মালিক এবং ক্রীতদাস নামে একটি টার্ম ছিল কিন্তু এটা এখন পরিবর্তন হয়ে গেছে। এখন ক্রীতদাস শব্দের পরিবর্তে চাকর ব্যবহৃত হয় এবং মালিক শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় ক্যাপিটালিস্ট। শব্দ পরিবর্তন হলেও আত্মা পরিবর্তন হয়নি।

সময় একটি বিষয় বস্তু: লেখক সময়কে এই নাটকে একটি বিষয়বস্তু হিসেবে ব্যবহার করেছেন এবং এখানকার দুইজন পদদলিত ব্যক্তি যারা গডট নামক এক গোপন চরিত্রের জন্য অপেক্ষা করছে। নাটকের মূল বিষয়বস্তু হলে অপেক্ষা এবং এই অপেক্ষা কখনো শেষ হয় না । সুতরাং আমরা বলতে পারি যে সময়ের ব্যবহার এই নাটকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। 

আরো পড়ুনঃHow Does “Look Back in Anger” Reflect the Post-World War? (বাংলায়)

স্যামুয়েল বেকেট সময়কে এই নাটকে মেটাফোর হিসেবে ব্যবহার করেছে এবং মানুষের যে চাওয়া পাওয়া সময়ের মধ্যে দিয়ে উঠে আসে সেটা তিনি বলেছেন। সময়ের এই সুনিপুণ ব্যবহার নাটকটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে এবং ইংরেজি নাটকের গল্প সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক