Young Goodman Brown Bangla summary

Young Goodman Brown

Key Information

earn money
  • Writer: Nathaniel Hawthorne
  • Published: 1835
  • Genre: Short Story

Characters: 

  • Goodman Brown 
  • Faith 
  • The Old Man/Devil 
  • Goody Cloyse
  • The Minister

বাংলা সামারি

ইয়াং গুড ম্যান একটি বিখ্যাত আমেরিকান শর্ট স্টোরি যেখানে মূলত মানুষের ইন্টারনাল উইক মরালিটি এবং অন্ধকারের প্রতি যে আকর্ষণ সেটাকে খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে ইয়াং গুড ম্যান স্প্রিং কিংবা অটাম সিজনের সময়ে তার সদ্য বিবাহিত স্ত্রী ফেইথ কে বলছে যে সে জঙ্গলের ভেতরে অ্যাডভেঞ্চারে যেতে চায়। ইয়াং গুড ম্যান বিয়ে করেছে সবে মাত্র তিন মাস হল। কিন্তু তার স্ত্রী তাকে কোনভাবেই যেতে দিতে চায় না এই অ্যাডভেঞ্চারাস জার্নিতে। ইয়াং গুড ম্যান তার স্ত্রীকে বোঝাতে থাকে যে আজকের রাতটা সে তার এই ভ্রমণে কাটিয়ে কালকে সকাল বেলায় তার কাছে ফিরে আসবে এবং কখনো তার কাছ থেকে আর দূরে যাবে না। এভাবে তার স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে তার স্ত্রীর অমতে জঙ্গলের দিকে রওনা দিল এবং যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল. যেহেতু জঙ্গলের ভেতরে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং চারদিকে প্রচন্ড অন্ধকার ছিল তাই গুডম্যান এর স্বাভাবিকভাবেই ভয় ভয় লাগছিল। চারিদিকে কেমন যেন একটা থমথমে আবহাওয়া।। ঠিক এমন সময় সে দেখতে পেল যে তার পথে ৫০ বছর বয়সী এক লোক লাঠি হাতে নিয়ে বসে আছে এবং দেখে মনে হচ্ছিল লোকটি যেন ইয়াং গুড ম্যান এর জন্যই অপেক্ষা করছিল।। লোকটির কাছে গিয়ে দেখে ইয়াং গুড ম্যান অনেকটা চমকে গেল কারণ তিনি দেখতে অনেকটা ইয়াং গুড ম্যান এর মতই ছিলেন।


গুডম্যান মূলত যে বংশ থেকে উঠে এসেছেন তাদের সবাই অনেক সৎ এবং ভালো মানুষ ছিলেন। তারা কিন্তু কখনো গুডম্যান এর মত এরকম বিপদজনক বা এডভেঞ্চারাস লাইফে পদার্পণ করেননি। সুতরাং নাথানিয়েল এখানে পাঠকদের কে বোঝাতে চেয়েছেন যে জীবনে অতি উৎসাহী হয়ে কোন বিষয়ে আগ্রহ দেখাতে নেই। কারণ এতে মানুষের জন্য শুধু ক্ষতি রয়েছে। তো যখন ইয়াং গুড ম্যান এর সেই লোকের সাথে দেখা হয়ে গেল তখন তারা দুইজন একই সাথে পথ চলতে লাগলো এবং বৃদ্ধ লোকটি তাকে বারবার তাড়া দিচ্ছিল এবং বলছিল যে আমাদেরকে আরো জোরে হাঁটতে হবে অন্যথায় আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি তা কখনোই পূরণ হবে না। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এদিকে গুডম্যান মনে মনে বারবার খুঁতখুঁত করছিল এবং ভাবছিল যে আমার মনে হয় এখানে আসা ঠিক হলো না। শেষ পর্যন্ত সে বৃদ্ধ লোকটিকে বলেই ফেলল যে আমি একটা উচ্চ এবং সৎ বংশ থেকে উঠে এসেছি এবং আমার বাবা এবং দাদারা কখনো আমার মত এ ধরনের দুঃসাহসিক ও বাজে কাজে যুক্ত ছিলেন না। এই কথা শুনে বৃদ্ধ লোকটি তখন বলল যে তুমি তোমার বাবা এবং দাদার সম্পর্কে হয়তো সঠিক তথ্য জানোনা। 

বৃদ্ধ লোকটি তখন বলল যে তুমি হয়তো জানো না যে তোমার বাবাকে আমি সালেম ভিলেজে একজন মহিলাকে হত্যা করতে সহায়তা করেছিলাম। এমনকি তোমার দাদাকেও আমি সহায়তা করেছিলাম যখন তোমার দাদা যুদ্ধের সময় একটি গ্রাম আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এসব কথা শুনে ইয়াং গুড ম্যান কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না এবং লোকটিকে সে বারবার বলছিল যে আপনি একজন শয়তান এবং আমার বাবা ও দাদা কখনোই শয়তানের অনুসারী ছিল না। 

বৃদ্ধ লোকটি তখন গুডম্যান কে আরো বললো যে তুমি হয়তো জানো না যে নিউ ইংল্যান্ডে অনেক ভালো মানুষ রয়েছে যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তারা মূলত ওপরে ওপরে ভালো সেজে থাকে কিন্তু তারা সব সময় আমার সাথে যোগাযোগ রাখে এবং আজকেও তারা আমাদের এই মিটিংয়ে অংশগ্রহণ করবে। কিন্তু ইয়াং গুড ম্যান এই কথা বিশ্বাস করলো না বরং অস্বীকার করলো আর তাকে ভৎসনা করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে এসে জঙ্গলের ভেতরে তার এক পরিচিত মহিলার কণ্ঠস্বর শুনতে পেল এবং ভালোভাবে দেখে বুঝতে পারল যে এই মহিলাটি আর কেউ না বরং গুডি ক্লইসি। 

আরও পড়ুন:Bangla summary The Sun Also Rises

গুডি ক্লইসি মূলত সালেম ভিলেজে একজন আদর্শ হাউজওয়াইফ হিসেবে পরিচিত এবং অত্যন্ত ধর্মপ্রাণ একজন মহিলা।। ছোটবেলা থেকেই ইয়াং গুড ম্যান মূলত গুডি ক্লইসি এর কাছে ধর্মীয় শিক্ষা লাভ করেছে এবং আজ পর্যন্ত এই মহিলার নামে সে কোন বদনাম কিংবা বাজে কথা শুনেনি। 

কিন্তু গুডি ক্লইসি হঠাৎ করে সেই বৃদ্ধের কাছে এসে বলল যে আপনি কি আমাকে জঙ্গলের ভেতরে একটি সম্মেলন হবে সেই সম্মেলনে যেতে সহায়তা করতে পারেন? কারণ সেখানে আমাদের সালেম ভিলেজের একজন মানুষ অংশগ্রহণ করতে যাচ্ছে এবং তার জন্যই আমাকে খুব দ্রুত সেই সম্মেলনে পৌঁছাতে হবে। তখন বৃদ্ধ লোকটি তার হাতে থাকা সাপের মত যে লাঠি ছিল সেটা গুডি ক্লইসির হাতে দিয়ে দিল এবং মুহূর্তেই সেটার মাধ্যমে গুডি ক্লইসি সেখান থেকে অন্ধকারে মিলিয়ে গেল। 

এটা দেখে ইয়াং গুড ম্যান ভাবতে লাগলো যে হায় হায় এতদিন যাকে একজন ধর্মপ্রাণ এবং আদর্শ মহিলা হিসেবে চিনতাম সে আজ এসে শয়তানের কাছে অনুগত স্বীকার করছে। এই ঘটনা তার মনের ভেতরে প্রচন্ড আঘাত দিল এবং আমরা সবসময় এটাই দেখতে পাই যে শয়তান সাধারণত মানুষের দুর্বল পয়েন্টে আঘাত করে থাকে যার মাধ্যমে মানুষকে সহজেই শয়তান কব্জা করতে পারে।

বৃদ্ধ লোকটি যেহেতু লাঠি সেই মহিলাকে দিয়ে দিয়েছিল তাই সে একটা গাছের ডাল ভেঙে তার হাতে নিয়ে নিল এবং সেটি হাতে নিতেই গাছের ডালটি শুকিয়ে গিয়ে ঠিক সাপের মতো আগের লাঠির মত হয়ে গেল। এসব ঘটনা দেখে ইয়াং গুড ম্যান এর মনে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হল এবং সে বলল যে আমি আর জঙ্গলের ভেতরে যাব না। তখন সেই বৃদ্ধ লোক তাকে বলল যে ঠিক আছে তুমি যদি যেতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না কিন্তু যদি একা একা বসে থাকতে থাকতে কখনো যদি তোমার মনে হয় জঙ্গলের ভেতরে যেতে তাহলে আমার হাতের এই লাঠিটি রাখো। এটাই তোমাকে সম্মেলনে নিয়ে যেতে সহায়তা করবে। এই কথা বলে লোকটি তার হাতের লাঠি গুডম্যান কে দিয়ে চলে গেল। 

ইয়াং গুড ম্যান জঙ্গলের ভেতরে এখন একা এবং সে বসে বসে ভাবছে যে আমি জঙ্গলের ভেতরে না গিয়ে আমার স্ত্রীর কাছে ফিরে যাবো এবং এই কলুষিত পরিবেশ থেকে নিজেকে যেভাবেই হোক মুক্ত করতে হবে। সে পরিকল্পনা করতে লাগলো যে গ্রামে গিয়ে মিনিস্টারের কাছে সবকিছু খুলে বলবে এবং এইসব ভুলে গিয়ে নতুন করে তার স্ত্রীর সাথে বসবাস করা শুরু করবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এসে ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেল এবং সেটা আসলে কি ছিল তা দেখার জন্য নিজেকে গাছের আড়ালে লুকিয়ে ফেলল যাতে অন্য কেউ তাকে দেখতে না পায়। 

যেহেতু জঙ্গলের ভেতরে প্রচন্ড অন্ধকার ছিল তাই সে ঘোড়ায় চড়ে আসা দুজন মানুষকে দেখতে পেল না কিন্তু তাদের কথোপকথন শুনে বুঝতে পারল যে এই মানুষটি আর অন্য কেউ নয় বরং সালেম ভিলেজের মিনিস্টার এবং ডিয়াকিন গোকিন। তারা দুইজন কথোপকথন করছিল যে আজকের এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং কারণ এই মিটিংয়ে তাদের গ্রামের একজন সুন্দরী মহিলা ধর্মান্তরিত হতে যাচ্ছে। এই কথা শুনে ইয়াং গুড ম্যান এর ভেতরে একটা কিউরিওসিটি তৈরি হলো এবং সে হঠাৎ করে খেয়াল করল যে তার পাশে গাছের ডালের সাথে কি যেন বাতাসে উড়ছিল এবং শব্দ হচ্ছিল।

সে ভালোভাবে খেয়াল করে দেখল যে তার স্ত্রী ফেইথ এর পিংক রিবন অর্থাৎ চুলে বাধা ফিতা গাছের ডালের সাথে উড়ছিল আর শব্দ হচ্ছিল। এটা দেখে এসে মনে মনে ভাবতে শুরু করলো যে আজকে যে মহিলা ধর্মান্তরিত হবে সেটা অন্য কেউ নয় বরং তার স্ত্রী। এই ভেবে সে হায় হতাশ করতে লাগল আর বলতে লাগলো “My Faith has gone” অর্থাৎ আমার বিশ্বাস চলে গেছে। এই কথাটির দ্বারা ইয়াং গুড ম্যান মূলত বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর প্রতি এবং পৃথিবীর মানুষদের প্রতি যে বিশ্বাস ছিল সেটা তার চলে গিয়েছে এবং পাশাপাশি এটাও বোঝাচ্ছে যে তার স্ত্রী তার কাছ থেকে হারিয়ে গিয়েছে অর্থাৎ সততার পথ থেকে সরে গিয়েছে। 

সে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে চাইলো কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখল যে পুরো আকাশ কালো মেঘে ঢাকা। তখন বনের ভেতরে সে পিঙ্ক রিবন হাতে নিয়ে হায় হুতাশ করতে লাগলো। এরপর সে ওই বৃদ্ধ লোকটির দেওয়া সাপের মত লাঠি শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো আর যাওয়ার সময় সে বনের ভেতর দিয়ে বিভিন্ন ভয়ঙ্কর সব চিত্র ও দৃশ্য দেখতে পেল। এর মধ্যে অন্যতম দৃশ্য হচ্ছে গাছে গাছে আগুন জ্বলা যা মূলত ইয়াং গুড ম্যান এর মনের ভেতরের আগুনকে প্রতিফলিত করে। মনে হচ্ছিল যে এই আগুন বনের গাছগুলোকে পুড়িয়ে ফেলছিল। হঠাৎ করে যাত্রা পথে সে বন্দনা সংগীত শুনতে পেল এবং মনে মনে অনুভব করলো যে তাদের গ্রামের যে বন্দনা সংগীত সেখান থেকে এই সংগীত অনেকটা আলাদা। 

এরপরে সে দেখতে পেল একটা পাথর এবং তার চারপাশে পাইন গাছ। এই গাছের আশেপাশে একটা সমাবেশের আয়োজন করা হচ্ছিল। আর এই সমাবেশে উপস্থিত ছিল তার গ্রামের সকল ধর্মপ্রাণ এবং নাস্তিক মানুষজন। এরা সবাই মিলে সমাবেশের শুরুতে শয়তানের বন্দনা সংগীত গাইছিল। উপস্থিত মানুষদের মধ্যে শয়তানের একটা প্রেতাত্মা যিনি গুডম্যান এর পিতার রূপ ধারণ করেছিলেন তিনি ইয়াং গুড ম্যান কে নির্দেশনা দিচ্ছিলেন।


ইয়াং গুড ম্যান হঠাৎ করে দেখতে পেলেন যে উপস্থিত মানুষদের মধ্য থেকে ডিয়াকিন গোকিন তাকে ধরে নিয়ে পূজার স্থানে নিয়ে যাচ্ছিল। এদের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে তার স্ত্রী ফেইথ নিজেও উপস্থিত ছিল। বন্দনা সংগীত শেষ হওয়ার পর শয়তান তার বক্তব্য দিচ্ছিল এবং বক্তব্যের ভেতরে বলছিল যে ভালো কাজ করা হচ্ছে মানুষের গুণ এবং পৃথিবীতে যদি তুমি সুখ পেতে চাও তাহলে তোমাকে খারাপ কাজ করতে হবে। ইয়াং গুড ম্যান সেখানে একটা বেসিন দেখতে পেল যার মধ্যে গরম পানি মানুষের রক্ত এবং জলন্ত আগুন ছিল যেগুলো 

শয়তান হাত দিয়ে তুলে নিয়ে সেখানে উপস্থিত মানুষদের উপরে ছিটিয়ে দিয়ে তাদেরকে আশীর্বাদ করছিল আর খ্রিস্টান ধর্ম হতে তার নিজের ধর্মে ধর্মান্তরিত করছিল। এটা দেখে ইয়াং গুড ম্যান তার স্ত্রীকে চিৎকার করে ডেকে ডেকে বলতে লাগলো যে ঈশ্বরের কথা চিন্তা করো আর এই সমস্ত পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখো কিন্তু কোন লাভ হচ্ছিল না। পরেরদিন যখন ইয়াং গুড ম্যান তার গ্রামে ফিরে আসে তখন সে দেখল যে গতকালকে সম্মেলনে উপস্থিত সেই মানুষগুলো আজকে অনেক ভালো কাজ করছে এবং ধর্মচর্চা করছে কিন্তু এই সব কিছুই গুডম্যান এর কাছে একেবারে ভন্ডামি বলে মনে হল। এমনকি তার স্ত্রী তার ফিরে আসা দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল এবং চুমু দিল কিন্তু এতে গুডম্যানের কিছুই হলো না বরং সে এই জার্নি থেকে ফিরে আসার পর আর কাউকেই ভালো মানুষ হিসেবে দেখতে পারছে না বরং তার কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীতে যে সকল মানুষেরা ভালো কাজ করছে তারা সবাই ভন্ডামিতে লিপ্ত আছে এবং এরা সবাই ভন্ড।

তো এই ছিল ইয়াং ইয়াং গুড ম্যান এর বাংলা সামারি। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে করতে ভুলবেন না। 

আরও পড়ুন:Bangla summary The Hairy Ape

Mottaleb Hossain
Mottaleb Hossain
This is Mottaleb Hossain, a researcher in English Language and Literature as well as Theology. I serve as an instructor at Literature Xpres, a global online educational institution. Educational Qualifications: B.A. (Honours) and M.A. in English from National University BTIS under IAU (Islamic Arabic University) Kamil in Tafsir and Hadith from IAU.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক