Discuss “Look Back in Anger” as a Play of Class Distinction. (বাংলায়)

Question: Do you think that Osborne’s “Look Back in Anger” is a play of class distinction? why? Or, Discuss “Look Back in Anger” as a play of class distinction.

earn money

Look Back in Anger জন অসবর্নের একটি যুগান্তকারী কাজ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটেনে চলমান শ্রেণি বৈষম্য থিমকে তুলে ধরে। এই নাটকের চরিত্রগুলোর দ্বারা, বিশেষ করে জিমির রাগ এবং হাতাশা দ্বারা নাটকটি সেসময়ে শ্রমিক শ্রেণির মানুষ যে চ্যালেঞ্জ ফেইস করছিলো তার সমালোচনা করেছে।

Working-class Frustration: জিমি পোর্টার দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইংল্যান্ডের যুবসমাজের প্রতিনিধিত্ব করে। জিমি যে নিন্ম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে তা তার মিষ্টির দোকান এবং ভাঙাচুরা ভাড়া বাসা দেখলেই আন্দাজ করা যায়। একজন উচ্চশিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও জিমি মিষ্টির দোকান চালায়।

আরো পড়ুনঃDiscuss the Mysticism in Emily Dickinson’s Poetry. (বাংলায়)

নাটকটি ১৯৫০ এর দিকের প্লট তুলে ধরে যখন যুবক সমাজ এক কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলো।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Marital Struggles: সমাজে যেমন শ্রেণি বৈষম্য আছে, জিমি এবং এলিসনের সংসারেও তেমন বৈষম্য আছে। এলিসন উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যেকারণে জিমি এলিসনের উপর বেশি রেগে যায়। সে সবসময়ই এলিসনকে এই বলে দোষারোপ করে যে সে জীবনের কঠিন বাস্তবতা সম্পের্ক অজ্ঞাত।

তাদের সামাজিক অবস্থানের এই পার্থক্য এবং নিজেদের মধ্যে বনিবনা তৈরি না করতে পারার কারণে প্রায় সবসময়ই তাদের মধ্যে একটা কলহ লেগেই থাকে। শুধুমাত্র ভালোবাসা দিয়েই শ্রেণি বৈষম্য যে দূর করা যায়না তা এই নাটকে দেখানো হয়েছে।

Living Conditions: এই নাটকে উচ্চমধ্যবিত্ত এবং নিন্মবিত্তদের মধ্যে বিশাল ব্যবধান দেখানো হয়েছে। জিমি এবং এলিসন ছোট্ট একটি ভাড়া বাসায় থাকে যা শ্রমিক শ্রেণি মানুষের বসবাসযোগ্য বাসার অভাবকে তুলে ধরে। এলিসনের বান্ধবী হেলেনা বলে,

অপরদিকে, এলিসনের বাবা বিলাসবহুল বাড়িতে থাকেন যা উচ্চবিত্তদের সুযোগ সুবিধাকে প্রতিফলিত করে। 

আরো পড়ুনঃDeath as the Recurring Symbol of Dickinson’s Poetry. (বাংলায়)

Cultural and Intellectual Divide: জিমির নিন্মবিত্ত পরিবারে বেড়ে ওঠা এবং এলিসনের উচ্চবিত্ত পরিবারের শিক্ষা ও সংস্কৃতির মাঝে বৈপরীত্য ফুটে ওঠে। নাটকটি তাদের পছন্দ, ভাষা, এবং বুদ্ধিবৃত্তিক বিষয়াদির মধ্যে পার্থক্য খুঁজে বের করে। এটি তাদের মধ্যে বিদ্যমান শ্রেণি বৈষম্যকে প্রকাশ করে। 

Language and Communication: এই নাটকের ভাষা এবং সম্পর্ক স্থাপনের ধরণ চরিত্রগুলোর মাঝে শ্রেণি বৈষম্য প্রতিফলিত করে। জিমির ব্যবহৃত চলিত এবং রাগান্বিত কথাবার্তা তার শ্রমিক শ্রেণির বৈশিষ্ট্যকে তুলে ধরে। অপরদিকে, এলিসন এবং হেলেনা ভদ্রতার সাথে নিজেদের মধ্যে কথা বলে যেটা তাদের উচ্চবিত্ত শ্রেণির পরিচয় বহন করে। 

Class-based Prejudices: নাটকটি শ্রেণিভিত্তিক কুসংস্কারকে হাইলাইট করে। হেলেনা উচ্চবিত্ত হওয়ায় জিমি তার প্রতি ক্ষিপ্রতা প্রকাশ করে। কীভাবে এই কুসংস্কারগুলি আন্তঃব্যক্তিক সম্পর্কে ব্যাঘাত ঘটাতে এবং শ্রেণি বৈষম্যকে উস্কে দিতে পারে সেটাও এখানে দেখানো হয়েছে। 

আরো পড়ুনঃCritically Analyze the Poem “I Felt a Funeral in My Brain” by Emily Dickinson. (বাংলায়)

সুতরাং বলতে পারি যে, Look Back in Anger  যুদ্ধোত্তর ব্রিটেনে শ্রেণীগত পার্থক্যের একটি শক্তিশালী চিত্রায়ন হিসাবে কাজ করে। নাটকটিতে শ্রমিক শ্রেণী এবং উচ্চ-মধ্যবিত্তের মধ্যে আর্থ-সামাজিক বৈষম্য থেকে উদ্ভূত চ্যালেঞ্জ, কুসংস্কার এবং দ্বন্দ্ব চিত্রিত করা হয়েছে। এর চরিত্রগুলিকে গভীরভাবে বিশ্লেষণ করার মাধ্যমে নাটকটি শ্রেণি-সম্পর্কিত জটিলতাকে উন্মোচিত করে এবং সেসময়ের সমাজের একটি চিত্র অঙ্কন করে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক