Poetics by Aristotle Bangla Summary

Poetics by Aristotle Bangla Summary

Key Facts of Poetics

earn money
  • Full Title: Poetics
  • Author: Aristotle
  • When Written: Unknown; likely between 335 and 323 B.C.E.
  • Where Written: Athens, Greece
  • When Published: Unknown; likely between 335 and 323 B.C.E.
  • Literary Period: Classical Greek
  • Genre: Literary Theory
  • Point of View: First Person 

Themes of Poetics

  • Tragedy vs. Epic Poetry
  • Imitation
  • Fear, Pity, and Catharsis
  • Component Parts and Balance

Characters of Poetics

Main Characters:

Aristotle: Aristotle was a Greek philosopher who lived from 384 to 322 B.C.E. 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Oedipus: Oedipus is a mythical Greek king and the main character in Sophocles’s Oedipus Rex. 

Iphigeneia: Iphigeneia is a princess in Greek mythology, Orestes’s sister, and a character in Euripides’s Iphigeneia at Aulis and Iphigeneia in Tauris. 

Odysseus: Odysseus is a legendary hero in Greek mythology and the main character in Homer’s Odyssey. 

Sophocles: Sophocles was an ancient Greek playwright of tragedy who lived in the fifth century B.C.E. 

Homer: Homer was a Greek writer who is thought to have lived between the 12th and eighth centuries B.C.E.

Achilles: Achilles is a hero in Greek mythology and a character in Homer’s epic poem the Iliad. 

Aegisthus: Aegisthus is a figure in Greek mythology. He is Orestes and Iphigeneia’s stepfather, and he appears in Homer’s Odyssey, Aeschylus’s Oresteia, and Sophocles’s Electra.

Aeschylus: Aeschylus was an Ancient Greek playwright of tragedy who lived in the sixth and fifth centuries B.C.E. 

Ajax: Ajax is hero in Greek mythology and a character in Homer’s Iliad and Sophocles’s Ajax. 

Creon: Creon is a king in Greek mythology and a character in Sophocles’s Antigone.

Hector: Hector is a prince in Greek mythology and a character in Homer’s Iliad. 

Medea: Medea is a figure in Greek mythology and the main character in Euripides’s Medea. 

Menelaus: Menelaus is a king in Greek mythology. He is a major character in Homer’s Iliad and Odyssey, but Aristotle references Euripides’s Menelaus in Orestes. 

Merope: Merope is a queen in Greek mythology and a character in Euripides’s lost tragedy Cresphontes, in which Merope nearly kills her son unwittingly but stops when she recognizes him.

Orestes: Orestes is a figure in Greek mythology and Iphigeneia’s brother. 

Minor Characters

Euripides: Euripides was a Greek playwright of tragedy during the fifth century B.C.E. 

Aristophanes: Aristophanes was an Ancient Greek playwright of comedy who lived during the fifth and fourth centuries B.C.E. 

Herodotus: Herodotus was a Greek historian from the fifth century B.C.E. 

Poetics Bangla Summary: 

কবিতার ধরন, গঠন এবং উপাদান: শুরুতে অ্যারিস্টোটল কবিতার বিভিন্ন ধরন, গঠন এবং এর বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছেন। তিনি এখানে কথা বলেছেন কবিতার বিভিন্ন প্রকার যেমন Epic, Tragedy, Comedy, Dithyrambic poetry এবং Music এগুলো নিয়ে। তিনি কবিতাকে ভাষা, ছন্দ এবং সুরের মাধ্যমে মিমিসেস বা অনুকরণের একটি মাধ্যম হিসেবে সংজ্ঞায়িত করেছেন। তিনি কবিতা লেখার জন্য (Imitation) ইমিটেশনের কথা বলেছেন অর্থাৎ  অনুকরণের মাধ্যমে কবিতা লিখার কথা বলেছেন।

Tragedy সম্পর্কে অ্যারিস্টোটলের মতামত: অ্যারিস্টটলের মতে, ট্রাজেডির উৎপত্তি হয়েছে মানুষকে তার বাস্তব অবস্থা থেকে বেশি মহৎ করে দেখানোর প্রচেষ্টা থেকে, আর কমেডির উৎপত্তি হয়েছে মানুষকে তার বাস্তব অবস্থা থেকে নিচু অবস্থাতে দেখানোর জন্য। এপিক (Epic) বা মহাকাব্য ট্রাজেডির মত মানুষকে মহৎ করে দেখায়। অ্যারিস্টটল ট্রাজেডি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। ট্রাজেডির বিশেষ কিছু গঠন রয়েছে। অ্যারিস্টটল বলেন ট্রাজেডিতে ন্যারেটিভ (Narrative) ফর্ম এর চেয়ে ড্রামাটিক (Dramatic) ফর্ম বেশি ব্যবহার করা হয়েছে। অ্যারিস্টোটল ট্রাজেডির বর্ণনা দিতে গিয়ে বলেন ট্রাজেডি দর্শকদের মধ্যে করুণা এবং ভয়ের আবেগ জাগিয়ে তুলে। ট্রাজিক হিরো বড় ধরনের অপরাধ করা পরেও দর্শকদের মধ্যে তার প্রতি যেন মায়া, করুণা সবকিছুই কাজ করে। তারপর অ্যারিস্টোটল ট্রাজেডির ছয়টি উপাদানের কথা বলেছেন। যেমন  

  • Mythos, or plot (পটভূমি),
  • Character (চরিত্র),
  • Thought (চিন্তা), 
  • Diction (শব্দচয়ন), 
  • Melody or Song, 
  • Spectacle (দৃশ্য).

ট্রাজেডির ক্ষেত্রে Plot এর গুরুত্ব:  প্লট বলতে ঘটনার ক্রম বা ঘটনার যথাযথ বিন্যাস বোঝায়। প্লট হল ট্রাজেডির মূল বিষয়। ট্রাজেডির বাকি উপাদান গুলো প্লটের উপর নির্ভর করে। প্লট শুরু হয় মধ্যবর্তী অবস্থা অথবা শেষ থেকে। অ্যারিস্টোটলের মতে প্লট মূলত দুই ধরনের। যেমন: সাধারণ প্লট (Simple Plot) এবং জটিল প্লট (Complex Plot)।

সাধারণ প্লট (Simple Plot): সাধারণ প্লট বলতে বোঝানো হয়েছে, এখানে নাটকের কাহিনীটা কোন প্রকারের টুইস্ট (Twist) ছাড়াই সামনের দিকে অগ্রসর হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, J. M. Synge এর একটি বিখ্যাত নাটক “Riders to the Sea”.

জটিল প্লট (Complex Plot): জটিল প্লটে নাটকের কাহিনী সামনের দিকে অগ্রসর হবে বিশেষ একটি টুইস্ট (Twist) এর সাথে। জটিল প্লট সম্পর্কে অ্যারিস্টোটল দশম চ্যাপ্টারে বলেন, “A complex plot is one in which a change is accompanied by a discovery or a reversal or both.” “Oedipus Rex” এই গ্রিট ট্রাজিটিটি জটিল প্লটের একটি বিখ্যাত উদাহরণ।

অ্যারিস্টোটল প্লটের চারটি উপাদান উপাদানের কথা বলেছেন । যেমন,

  1. Astonishment (বিস্ময়), 
  2. Reversal (পরিবর্তন), 
  3. Recognition (স্বীকৃতি), 
  4. Suffering (ভোগান্তি)

একটি সার্থক ট্রাজেডি লিখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয় হলো “unity of plot” মেইনটেইন করা। প্লটের মধ্যে বিস্ময়, পরিবর্তন, স্বীকৃতি, ভোগান্তি এসব কিছুই থাকতে হবে।

একজন আদর্শ ট্রাজিক হিরোর বৈশিষ্ট্য: এরিস্টটলের মতে, একজন আদর্শ ট্রাজিক হিরো হতে গেলে তার মধ্যে বিশেষ কিছু গুণ থাকতে হবে। বিশেষ করে তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। যেমন,

  • Hamartia
  • Hubris
  • Peripeteia
  • Anagnorisis
  • Nemesis and catharsis
  • High birth or blood
  • Neither so good nor bad

Hamartia: Hamartia একটি গ্রিক শব্দ। যার অর্থ দুঃখজনক ত্রুটি যা ট্র্যাজিক হিরোর পতন ঘটায়। Hamartia বলতে ট্রাজিক চরিত্রের মধ্যে ট্রাজিক নৈতিক পতন বা নৈতিকতার অনুপস্থিতিকে বোঝায় না বরং এটি পরিস্থিতির অজ্ঞতা, বিচারকের ত্রুটি এবং ত্রুটির জন্য স্বেচ্ছায় অঙ্গীকারের মতো তিনটি সত্যকে নির্দেশ করে। সুতরাং ট্রাজিক চরিত্র হতে গেলে তার চরিত্রে অবশ্যই Hamartia থাকতে হবে।

Hubris: Hubris একটি গ্রিক শব্দ। Hubris দ্বারা বুঝায় অতিরিক্ত অহংকার এবং প্রকৃতির নিয়মের ওপর অসম্মান। অ্যারিস্টটল বলেন আদর্শ ট্রাজিক চরিত্র কখনোই একদম ভালো হবে না আবার একদম খারাপ হবে না সে সাধারণ চরিত্রের মানুষ হবে।

Peripeteia: গ্রীক শব্দ Peripeteia বলতে বোঝানো হয়েছে ভাগ্যের বিরম্বনা (Reversal of Fate)। Peripeteia একটি আদর্শ ট্রাজিক চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। অ্যারিস্টটল ভাগ্যের বিরম্বনা (Reversal of Fate) বলতে বুঝিয়েছেন একজন ট্রাজিক চরিত্রের যাত্রা হবে সুখ থেকে দুঃখের দিকে বা দুঃখ থেকে সুখের দিকে।

Anagnorisis: Anagnorisis বলতে বোঝানো হয়েছে নাটকের খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে হঠাৎ করে একটি নতুন ঘটনার আবিষ্কার। আর এই আবিষ্কারের ফলে plot এর দিক সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। এরিস্টটল বলেন হঠাৎ করে নতুন ঘটনার উদঘাটন একটি আদর্শ ট্রাজেডি হওয়ার জন্য অপরিহার্য। কিন্তু বর্তমানে দেখানো হয়েছে Anagnorisis ছাড়াও একটি আদর্শ ট্রাজেডি হতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি J. M. Synge এর লিখা “Riders to the sea”।

Nemesis and catharsis: Nemesis বলতে বোঝানো হয়েছে ট্রাজিক চরিত্রের শাস্তি এবং ভোগান্তি এবং অপরদিকে catharsis বলতে বোঝানো হয়েছে সেই ট্রাজিক চরিত্রের জন্য দর্শকদের মধ্যে করুণা এবং ভয়। একজন আদর্শ ট্রাজিক চরিত্রকে চরম ভোগান্তি পোহাতে হয়। আর এই ভোগান্তির ফলে দর্শকদের মধ্যে করুণার সৃষ্টি হয়।

High birth or blood: অ্যারিস্টটলের মতে একজন ট্র্যাজিক চরিত্র অবশ্যই হবে উচ্চ বংশের অর্থাৎ তার মধ্যে রয়েল ব্লাড থাকতে হবে। কিন্তু বর্তমানে আমরা দেখি আদর্শ ট্রাজিক চরিত্র হওয়ার জন্য এটি বাধ্যতামূলক নয়। উদাহরণ হিসেবে আমরা রাইডার্স টু দ্য সি এই ট্রাজেটির একজন আদর্শ ট্রাজিক ক্যারেক্টার মারিয়াকে দেখতে পারি ।

ট্রাজেডি এবং এপিক এর মধ্যে পার্থক্য: অ্যারিস্টোটল ট্রাজেডি এবং এপিক এর মধ্যে বেশ কিছু পার্থক্য দেখিয়েছেন। অ্যারিস্টটল বলেন ইপিকে কোন গান বা দৃশ্য দেখানো হয় না কিন্তু ট্রাজিটিতে দৃশ্য এবং গান দেখানো হয় অর্থাৎ ট্রাজেডিটে কোরাস গানের ব্যবস্থা রয়েছে। এপিকে কোন কাহিনী একটি মাত্র স্থানে সীমাবদ্ধ থাকে না কিন্তু ট্রাজেডিটে একই স্থানে সীমাবদ্ধ থাকে। অ্যারিস্টটল মূলত ইপিকের চেয়ে ট্রাজেডিকে বেশি প্রাধান্য দিয়েছেন।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক