Justify the title of the novel Things Fall Apart
তো এই টাইটেলের সাথে এই নোভেল এর থিম এবং মূল স্টোরিটা কতটা রিলেটেড এবং সামঞ্জস্যপূর্ণ তা আলোচনা করতে হবে। তার আগে এখানে এই নোবেলের টাইটেলের অর্থ বুঝতে হবে। Things এর অর্থ হচ্ছে কোন জিনিস, fall apart মানে হচ্ছে দূরে সরে যাওয়া, ভেঙ্গে পড়া বা পৃথক হওয়া। তো এখানে কোন কোন বিষয়গুলো পৃথক হয়েছে সেগুলো উল্লেখ করে দিলেই এই টাইটেল জাস্টিফিকেশন হয়ে যাবে।
২.Cultural Disintegration
তো এই নোবেল সর্বপ্রথম এই ট্রেডিশনাল ইগবো কালচার ও সমাজের এর পৃথকীকরণ দেখায়, আর এটা হয়েছিল ওয়েস্টার্ন কলোনাইজেশনের কারণে। শ্বেতাঙ্গ মিশনারি দের আগমনের কারণে, এই নোভেলে মূলত তাদের কালচার ও সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছিল।
২. Personal Disintegration
এই নোবেলের টাইটেল নোবেলের protagonist অকনকোর সাথেও মিলে। সে তার ট্রেডিশনের সাথে খুব শক্তভাবে সম্পৃক্ত ছিল। কিন্তু ওয়েস্টার্ন মিশনারিরা আসার পরে তার ব্যক্তিগত পৃথকীকরণ হতেও শুরু করে। সে তাদের কালচার গ্রহণ করতে পারে না । তাই তার ব্যক্তিগত অবস্থান থেকেই সে পৃথক হয়ে যায়।
৩. Symbolism
তো এই সম্পূর্ণ টাইটেল দ্য থিংস ফর অ্যাপার্ট হচ্ছে সিম্বল। এখানে মূলত থিংস ফর অ্যাপার্ট আফ্রিকান কালচার এবং কলোনিয়াল সোসাইটির বিস্তর পৃথকীকরণ এবং পার্থক্য দেখানো হয়েছে। কলোনিয়াল রুলের কারণে আফ্রিকান সমাজ অবস্থায় যে একটা বিস্তর পরিবর্তন এসেছিল তা চিনুয়া একেবে তুলে ধরেছেন।
৪.Irony
তো এই টাইটেল মূলত আয়রনিক। কারণ ডব্লিউ বি ইয়েটস এই ফ্রেজ থিংস ফর অ্যাপার্ট তার দা সেকেন্ড কামিং কবিতা ব্যবহার করেছিলেন। আর এই টাইটেল দ্বারা চিনুয়া একেবে ইগবো সোসাইটির ফল ডাউন তুলে ধরেছেন।
More: The Treatment of Women in African Society
৫. Loss of Identity:
এই টাইটেল ইগবো সমাজের মানুষদের আইডেন্টিটি লস দেখায়। আর এটা হয়েছিল মূলত ওয়েস্টার্ন কালচারের কারণে।