As You Like It Bangla Summary (বাংলায়)

যা থাকছে

earn money

Key Facts

  • Title: “As You Like It”
  • Writer: William Shakespeare (1564-1616)
  • Written Date: Approximately between 1599 and 1600
  • Published Date: 1623.
  • Genre: Pastoral comedy
  • Tone: Light-hearted, Romantic, Satirical
  • Symbols: Orlando’s Poems, The Slain Deer, Ganymede, Horns.
  • Setting:
  • Time Setting: Renaissance era, possibly around the 16th century.
  • Place Setting: The play is set in various locations:
  1. The court of Duke Frederick
  2. The Forest of Arden
  3.  Duke Senior’s camp in the Forest of Arden
  4. Various other spots within the Forest of Arden

Characters

Main Characters

  • Rosalind: Rosalind: Intelligent, Beautiful, Wit and Humor, Strong-willed, Compassionate, Transformation, Cross-Dressing, loving character.
  • Orlando: Hero of the Play, Courageous, Determined, Skilled Wrestler, Gentleman, Chivalrous, Romantic, Loyal, Honest, Ideal Lover, Bravery, Passionate, Self-awareness, Maturity, Personal Growth.
  • Oliver: Eldest son of Sir Ronald de Boys, brother of Orlando (Hero of the Play), Cruel and uncaring, Hateful to others, Dominating attitude, Manipulative, Lack of Compassion, Able to transform himself. 
  • Celia: Frederick’s daughter, Rosalind’s(heroine) closest friend, Devoted and loyal, compassionate, pragmatist, and witty character.
  • Duke Senior: Duke Senior: Rosalind’s father, the original ruler, who is ousted from his kingdom by his brother, good-natured, Just, Exile in Forest of Arden, Philosophical, Reflective, Compassionate, Fatherly attitude,  Able to Reconciliation.
  • Duke Frederick: Duke Frederick, younger brother of Duke Senior, father of Celia, Current Duke, Ambitious,  Cruel in nature, oppressive and power-hungry ruler, unkind,  cold and calculating.
  • Jaques:  Faithful companion, Melancholic, Witty person, Observant and critical, Love of solitude, Complex character, Transformation.

Minor characters

  • Touchstone: Touchstone: Clowns of  Duke Frederick’s court,  witty, Foolish, Clever, Satirical Observer, Sarcastic, subtle, Symbolic character,  possesses Humorous. 
  • Silvius:  A village shepherd, falls in love with Phoebe, a Loyal, Hopeful, Romantic lover, Suffering in love, Unrequited Love, passionate lover, and Innocence. 
  • Phoebe: Phoebe is a shepherdess who falls in love with Ganymede( actually Rosalind in disguise); she is Disdainful, detached, Stubborn, Self-centered, and Unconventional.
  • Lord Amiens: Musical Talent, Compassionate, Loyalty to Duke Senior, Observant, Insightful.
  • Charles:  A professional wrestler,  aggressive and brutal, domineering and antagonistic attitude.
  • Sir Rowland de Bois: Father of Oliver, Orlando,  and Jaques, Reputed Nobleman, Virtuous, Honorable, and Morally Just.
  • Corin: Humble, Simple, Content, Wise, Loyal, Kind, Observant, Realistic, Symbol of the Natural World. 
  • Audrey: Lover of touchstone,  Country Girl, simple and over-trusted.
  • William:  A country fellow,  simple, honest, involved with wrestling matches, humorous.

Literary devices and figures of speech

  • Metaphor: Comparing life to a play in “All the World’s a Stage…”
  • Simile: Using “like” or “as” to compare things, like “Sell when you can; you are not for all markets.”
  • Irony: Situational irony, like Rosalind disguising herself as a man.
  • Pun: Wordplay for humour, such as Rosalind’s clever wordplay.
  • Allusion: References to mythology and literature, like Ganymede.
  • Soliloquy: Characters sharing thoughts with the audience, as in Jaques’ famous speech.
  • Dramatic Irony: The audience knows something characters don’t, like Rosalind’s true identity.
  • Personification: Giving human qualities to non-human things, like time, as a “blooming thief.”
  • Symbolism: The forest of Arden symbolizes transformation and self-discovery.
  • Oxymoron: Contradictory terms used together, like “melancholy of mine own.”

Themes

  • Love and Romance: The theme of love and romance revolves around various love stories and the complexities of romantic relationships in the play.
  • Gender and Identity:  Rosalind’s disguise as Ganymede explores questions of gender roles and identity.
  • Nature and Countryside: The Forest of Arden symbolizes freedom and transformation. It offers characters a place to rediscover themselves away from the obligations of court life.
  • Foolishness:  It refers to Touchstone’s witty humour and provides comic relief and satirical commentary on the superficiality of courtly behavior.
  • Exile and Alienation: Many characters are exiled to live in the forest voluntarily. Exile leads to self-discovery, personal growth, and new relationships.
  • Sibling and Friendship Bonds: The deep connection between cousins Rosalind and Celia is central. It refers to the enduring nature of family and friendship relationships.
  • Court vs. Country:  The play describes the corrupt and governing nature of the court and the free and simple life in the countryside. All the major Characters find transformation and personal growth when they leave the court for the Forest of Arden.
  • Marriage and Matrimony: The play concludes with multiple weddings. It symbolizes resolution, happiness, and restoring order.
  • Transformation and Self-Discovery: Characters experience personal growth and self-discovery in the forest. It leads to positive changes in their lives.

Besides, The Malleability of the Human Experience, City Life vs. Country Life, Injustice, Gender, Deception, Disguise, Fools, and Foolishness are prominent themes of the play.

Selected quotes

“All the world’s a stage,

And all the men and women merely players;

They have their exits and their entrances,

And one man in his time plays many parts.”(Jaques)

EX: It reflects on the different stages of life and how individuals play various roles.. 

“Love is merely a madness…” – Rosalind, 

EX: Here, Rosalind’s thoughts on love are reflected.

“Do you not know I am a woman? When I think, I must speak.” – Rosalind. 

EX:  The line describes Rosalind’s assertive and outspoken personality in disguise. 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


“Most friendship is feigning, most loving mere folly”– Rosalind. 

EX: here, Rosalind is disguised as the young man Ganymede describes the complexities of love and friendship with her cousin Celia.

“Beauty provoketh thieves sooner than gold”– Rosalind 

EX: Here, The speaker means to say that beauty attracts anyone more quickly than wealth. it suggests that excessive beauty can create envy and dangerous situations.

“Speak you so gently? Pardon me, I pray you

I thought that all things had been savage here…” Orlando

EX: Here, Orlando is surprised by the humble and gentle behavior of Duke Senior in the forest of Arden. And he begs to apologize for his behavior.

“The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.”

EXP: It means that a foolish person believes he is smart and wise, but a wise person thinks of himself as ignorant and foolish. It describes humility and self-awareness.

“I am not for any women…” Rosalind 

EX: Rosalind said this to Phoebe when she fell in love with Ganymede(actually Rosalind), thinking her a man. 

As You Like It Bangla Summary

অলিভার এবং অরল্যান্ডোর মধ্যে দ্বন্দ্ব: নাটকটি শুরু হয় অরল্যান্ডো  ও তার ভাই অলিভারের রাগারাগির মাধ্যমে। অরল্যান্ডো এবং অলিভার এর বাবা মারা যাওয়ার পর তাদের বেশিরভাগ সম্পত্তি অরল্যান্ডোর বড় ভাই অলিভার ভোগ করতে চায়।। এ কারণে অরল্যান্ডো তার বড় ভাইকে বলে যে সে কিভাবে তার সাথে এমন করতে পারল? এটা নিয়ে অলিভার এর সাথে অরল্যান্ডোর বাক-বিতণ্ডা হয় এবং অরল্যান্ডো সেখান থেকে চলে যায়।

ডিউক সিনিয়রের নির্বাসন: ঠিক সেই মুহূর্তে চার্লস এসে হাজির হয় অলিভার এর কাছে। চার্লস অলিভারকে বলে যে ডিউক সিনিয়রকে তার ছোট ভাই ডিউক ফ্রেডরিক রাজ্য থেকে ফরেস্ট অফ আর্ডেনে  বিতাড়িত করে রাজ্যের শাসনভার দখল করেছেন। কিন্তু তার বড় ভাইয়ের মেয়ে রোজালিন্ডকে নিষিদ্ধ করেননি কারণ ফ্রেডরিক এর মেয়ে সিলিয়া ও রোজালিন্ড খুবই ভালো বন্ধু। সিলিয়া রোজালিন্ডকে ছাড়া কোন ভাবেই থাকতে পারে না। 

রেসলিং কম্পিটিশন: চার্লস অলিভারকে আরো বলে যে তার সাথে নাকি আগামীকাল অরল্যান্ডোর রেসলিং কম্পিটিশন রয়েছে। অলিভারকে সে জানায় যে আগামীকাল যদি রেসলিংয়ে  অরল্যান্ডো অংশগ্রহণ করে তাহলে শুধু শুধু সে চার্লসের কাছে মারা পড়বে। এদিকে অলিভার নিজেও মনে মনে চাইছিল যে অরল্যান্ডো রেসলিং খেলতে গিয়ে মারা যাক এবং এরপর সে সমস্ত সম্পত্তি একা ভোগ করবে। তাই অলিভার  চার্লস কে বলে যে অরল্যান্ডো তাকে বলে গেছে, আগামী কাল যেকোনোভাবে সে চার্লস কে রেসলিং প্রতিযোগিতায় হারাবে। 

আরো পড়ুনঃ Arms and the Man Bangla Summary (বাংলায়)

এদিকে রোজালিন্ডের বাবা ডিউক সিনিয়রকে রাজ্য থেকে বিতাড়িত করার কারণে রোজালিন্ডের মন খারাপ। সিলেয়া তার এই দুর্দিনে তাকে সান্তনা দিচ্ছে এবং বলছে যে তার বাবা ফ্রেডরিক রোজালিন্ডের বাবার মতই। এ সময় একজন সার্ভেন্ট এসে তাদেরকে খবর দেয় যে চার্লসের মতো একজন প্রফেশনাল ভয়ানক রেসলার এর সাথে অরল্যান্ডো নামক এক যুবক আজ রেসলিং খেলতে নামবে। এটা শুনে তারা খুব চিন্তায় পড়ে যায় এবং রেসলিং কম্পিটিশনের জায়গায় গিয়ে তারা অরল্যান্ডোকে বোঝায় যে তার এই কম্পিটিশনে নামা মোটেও ঠিক হবে না কারণ চার্লস একজন ভয়ানক রেসলার।কিন্তু অরল্যান্ডো তাদের কথা না শুনে কম্পিটিশনে নেমে যায় এবং আশ্চর্যজনকভাবে সে চালস কে হারিয়ে জিতে যায়। 

রোজালিন্ডকে নির্বাসন আদেশ: রেসলিং কম্পিটিশনের  জয় লাভের পর রোজালিন্ড এবং সিলিয়া অরল্যান্ডোকে নিয়ে গল্প করছিল আর সিলীয়া রোজালিন্ডকে বলছিল যে রোজালিন্ড সম্ভবত অরল্যান্ডোকে ভালোবেসে ফেলেছে। এমন সময় সেখানে সিলিয়ার বাবা ডিউক ফ্রেডরিক সেখানে প্রবেশ করে আর রোজালিন্ডকে এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যেতে আদেশ দেয়।এতে করে রোজালিন্ডের মন খারাপ হয়ে যায়। সে সময় সিলিয়া তাকে বলে যে তুমি মন খারাপ করো না আমরা দুজনেই এই রাজ্য ছেড়ে চলে যাব। 

এরপর তারা দুজনে ছদ্মবেশ ধারণ করে এবং ফরেস্ট অফ আর্ডেনে এ চলে যায়। রোজালিন্ড একজন ছেলের ছদ্মবেশ ধারণ করে এবং নাম ঠিক করে গেনীমেড। তাদের সাথে টাচ স্টোন নামক এক বোকা ছেলে ছিল সেও জঙ্গলে চলে যায় এবং তারা ডিউক সিনিয়র যেখানে রয়েছে সেখানে যায়।

আরো পড়ুনঃ The Lamb Bangla Summary (বাংলায়)

নির্বাসনে ডিউক সিনিয়রের জীবনধারা: ডিউক সিনিয়রকে জঙ্গলে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন তার সাথে কয়েকজন বিশ্বস্ত বন্ধু ও জঙ্গলে চলে আসে। তারা অবশ্য জঙ্গলে অনেক ভালোভাবেই আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। 

ডিউক ফ্রেডরিক কর্তৃক সেলিয়ার খোঁজ: এদিকে ডিউক ফ্রেডরিক যখন শুনে যে তার মেয়ে সিলিয়া রোজালিন্ডের সাথে জঙ্গলে চলে গেছে তখন সে অলিভারকে গিয়ে পাকড়াও করে। কারণ ফ্রেডরিক এর ধারণা রোজালিন্ড অলিভারের ছোট ভাই অরল্যান্ডোর সাথে জঙ্গলে পালিয়ে গেছে এবং তাদের সাথেই রয়েছে সিলিয়া।ডিউক ফ্রেডরিক অলিভারকে বলল যে যেখান থেকে পারো তোমার ছোট ভাই অরল্যান্ডোকে ধরে নিয়ে আসো অন্যথায় তোমার কোন রক্ষা নেই। সুতরাং বাধ্য হয়ে সে তার ছোট ভাইকে খুঁজে বের করার জন্য জঙ্গলের দিকে রওনা দিল।

Forest of Arden -এ  অরল্যান্ডোর আগমন: এদিকে অর্ল্যান্ডো বুঝতে পেরেছিল যে তার বড় ভাই অলিভার তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলার চেষ্টা করছে। সুতরাং সে অনেক আগেই ফরেস্ট অফ আর্ডেনে এ পালিয়ে চলে যায়। অরল্যান্ডো এর সাথে তার এক বন্ধু এডাম ও জঙ্গলে চলে গিয়েছিল। অন্যদিকে অরল্যান্ডো খাবার খুঁজতে খুঁজতে একসময় ডিউক সিনিয়রদের দলের দেখা পেল এবং তাদেরকে বন্যমানব ভেবে বাজে ব্যবহার করে এবং তার ও তার বন্ধুর জন্য তাদের কাছ থেকে খাবার প্রার্থনা করলো । এতে ডিউক সিনিয়র খুব কোমল কন্ঠে তার সাথে কথা বললো এবং তাকে খাবার দিয়ে সহযোগিতা করল যার মাধ্যমে অরল্যান্ডোর ভুল ভেঙ্গে গেল। 

Forest of Arden -এ  রোজালিন্ডের আগমন: অন্যদিকে রোজালিন্ড এবং সীলিয়া দুজনে ছদ্মবেশ ধারণ করে Touchstone সাথে এসে জঙ্গলের মধ্যে দুইজন শেফার্ডের কাছ থেকে থাকার জায়গা ভাড়া করলো। এই মুহূর্তে এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র গুলোর মধ্যে প্রায় সবাই জঙ্গলের মধ্যে অবস্থান করছে। জঙ্গলে থাকাকালীন সময়ে অরল্যান্ডোর ভেতরে রোজালিন্ডের জন্য প্রেম জেগে উঠলো এবং সে জঙ্গলের গাছে গাছে রোজালিন্ডের জন্য কবিতা লিখে রাখতে লাগলো। 

রোজালিন্ড এবং সিলিয়া যখন এই কবিতাগুলো দেখল তখন তারা ভাবল যে এই জঙ্গলের ভেতরে কে রোজালিন্ডের জন্য কবিতা লিখতে পারে। হঠাৎ করে ঘটনা ক্রমে সিলিয়ার সঙ্গে অরল্যান্ডোর দেখা হয়ে যায় এবং তারা অরল্যান্ডো কে চিনতে পারে কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারে না কারণ তারা ছদ্মবেশ ধারণ করেছিল। এক পর্যায়ে অরল্যান্ডোকে তারা তাদের বাড়িতে যাওয়ার দাওয়াত দেয়। তারা অরল্যান্ডো কে জিজ্ঞেস করে যে অরল্যান্ডো রোজালিন্ডকে কতটা ভালোবাসে এবং অরল্যান্ডো তার উত্তরে অনেক কিছুই বলে। তো যাই হোক এভাবেই অরল্যান্ডো রোজালিন্ড এবং সিলিয়াদের বাড়িতে আসা-যাওয়া করতে থাকে। 

আরো পড়ুনঃ The Lamb Bangla Summary (বাংলায়)

Forest of Arden -এ  ওলিভারের  আগমন: এদিকে অলিভার জঙ্গলে তার ভাইকে খুঁজতে এসে হঠাৎ করে এক সিংহের আক্রমণে আক্রান্ত হয় এবং ঠিক সেই সময় অরল্যান্ডো সেটা দেখতে পেয়ে তার ভাইকে সিংহের হাত থেকে রক্ষা করে এবং আহত হয়। তখন সে একটা রক্তমাখা রুমাল তার ভাই অলিভারকে দিয়ে বলে যে রোজালিন্ডের কাছে গিয়ে সে যেন বলে যে অরল্যান্ডো আজকে আসতে পারবে না কারণ সে আহত।

অলিভার রোজালিন্ডদের বাড়ি থেকে ফিরে এসে অরল্যান্ডোকে জানায় যে সে সিলিয়াকে পছন্দ করে ফেলেছে এবং তাকে বিয়ে করতে চায়। এদিকে আহত হওয়ার খবর শুনে রোজালিন্ড এবং সিলীয়া দুজনেই সেখানে এসে উপস্থিত হয়। তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে ঠিক হয় যে আগামীকাল ওলিভার এবং সিলিয়া দুজনে বিয়ে করবে।

রোজালিন্ড কর্তৃক অর্লান্ডোর ভালোবাসার পরীক্ষা: রোজালিন্ড   তার প্রতি অর্লান্ডোর ভালোবাসার গভীরতা  পরীক্ষা করার জন্য  তাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। এই ঘটনার একপর্যায়ে রোজালিন্ড ছদ্দবেশী অবস্থায় অরল্যান্ডো কে বলে যে সে এমন এক জাদু জানে যার মাধ্যমে রোজালিন্ডকে এখানে এনে দিতে পারে। তখন অরল্যান্ডো তাকে বলে যে ঠিক আছে তাহলে তুমি রোজালিন্ডকে এনে দাও। এদিকে ডিউক সিনিয়র এই খবর পায় যে কোন একজন জাদুকর নাকি তার মেয়ে রোজালিন্ডকে নিয়ে আসতে যাচ্ছে। তাই সেও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং রোজালিন্ড ও সিলিয়া তাদের ছদ্মবেশ ত্যাগ করে আসল রূপে সেখানে চলে আসে।

ডিউক সিনিয়র এদিকে খবর পায় যে ডিউক ফ্রেডরিক নাকি তাদের উপর হামলা করার জন্য দলবল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে আসছিল কিন্তু পথের মধ্যে সে একজন সাধুর শরণাপন্ন হয়। এরপর সে অসৎ পথ ত্যাগ করে তার সমস্ত সম্পত্তি ডিউক সিনিয়রের নামে করে দেয় এবং সবশেষে জঙ্গলের ভেতরে সকলের উপস্থিতিতে রোজালিন্ড ও অরল্যান্ডো এবং অলিভার ও সিলিয়ার বিবাহ সম্পন্ন হয় । এভাবেই অ্যাজ ইউ লাইক ইট নাটকের সমাপ্তি ঘটে happy ending এর মাধ্যমে। 

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক