Batter My Heart Bangla Summary – বাংলা সামারি

Batter My Heart is a famous sonnet by the famous metaphysical poet John Donne. Read the Batter My Heart Bangla summary here.

earn money

“Batter My Heart – Three-personed God” কবিতাটি একটি সনেট যা Holy Sonnets সিরিজের অংশ। এটাকে প্রার্থনামূলক কবিতাও বলা যায়। এটি সম্ভবত ১৬০৯-১৬১১ সালের মধ্যে লেখা হয়েছে।এই কবিতায় কবি শয়তানের হাত থেকে বাঁচার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।

Themes

  • The Agony of Religious Doubt
  • Faith as Erotic Love

Bangla Summary

প্রথমেই কবি থ্রি-পার্সন্ড গডের কাছে সাহায্য চেয়ে কবিতা শুরু করেন। কবি বিভিন্ন ধরনের পাপে জর্জরিত ও কলুষিত হয়ে আছেন। তিনি তার এই পাপিষ্ঠ অবস্থা থেকে মুক্তি পেতে চান। এত পাপ করার পরেও তিনি শ্বাস নিচ্ছেন, আলো-বাতাস পাচ্ছেন কারণ সৃষ্টিকর্তা তার সাথে যথেষ্ট নমনীয় আচরণ করছেন। কিন্তু তিনি সৃষ্টিকর্তার এতসব নেয়ামতের উপযুক্ত নন। তাই তিনি তাঁর কাছে প্রার্থনা করছেন যে তাকে যেন ভেঙেচুরে আবার নতুন করে গড়া হয়। ঠিক যেমন কামারেরা লোহাকে পুড়িয়ে, পিটিয়ে নতুন রূপ দেয়, তাকেও যেন সেভাবে নতুন করে বানানো হয়।

তারপর কবি নিজেকে এমন একটি শহরের সাথে নিজেকে তুলনা করেছেন যা শত্রুরা দখল করে নিয়েছে। অর্থাৎ কবির হৃদয় শয়তানের দখলে চলে গেছে। তার বিবেকও দূর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। শত চেষ্টা করেও তিনি এসব থেকে মুক্তি পাচ্ছেন না। কবি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন এবং তাঁর ভালোবাসাও তিনি পেতে চান। কিন্তু তিনি তাঁর শত্রু (শয়তান) দ্বারা রুদ্ধ হয়ে আছেন। তিনি শয়তানের সাথে তার এই বন্ধন ছিন্ন করার প্রার্থনা করেন। তিনি সৃষ্টিকর্তার অধীনে যেতে চান এবং তাঁর কাছে নিজকে সমর্পণ করতে চান। কারণ তিনি জানেন যদি সৃষ্টিকর্তা তাকে অনুগ্রহ না করে তাহলে তিনি কখনওই শয়তানের হাত থেকে মুক্ত হতে পারবেন না।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Read Also: The Canonization Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক