Birches Bangla Summary (বাংলায়)

Birches Bangla Summary (বাংলায়)

Publish:First published in The Atlantic Monthly’s August issue in 1915. Later included in Mountain Interval (1916).

Verse: Blank Verse

Setting: Somewhere in New England

এই কবিতায় কবি বার্চ গাছ নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি যখন বাঁকানো বার্চ গাছগুলোর দিকে তাকান, তখনই ভাবনায় ডুবে যান। তুষার ঝড়ের কারণে গাছগুলো এভাবে নত হয়ে গিয়েছে। কিন্তু তিনি ভাবতে পছন্দ করেন যে, কোনো বাচ্চারা হয়তো দোল খেতে গিয়ে গাছটি বেঁকে গিয়েছে।

কবি বলেছেন, পাঠকদের অবশ্যই বরফাচ্ছাদিত বার্চ গাছ দেখা উচিত। সকালের সূর্যের আলোতে শিশিরের বিন্দুগুলো চিকচিক করে। বরফের ভরে গাছগুলো ভাঙেনা, বরং বেঁকে যায়। কিন্তু কবি এই তিক্ত সত্যকে গ্রহণ করতে নারাজ। তিনি বাস্তবতাকে উপেক্ষা করে কল্পনার আশ্রয় নিচ্ছেন এবং বাচ্চারা দোল খেয়ে এমন হয়েছে এটা ভাবতেই তিনি বেশ স্বাচ্ছন্দবোধ করছেন। তার কল্পনানুসারে, বাচ্চাটা প্রায়ই সব গাছেই এভাবে দোল খেয়ে গাছগুলোকে খুব সুনিপুণভাবে বাঁকা করেছে। তারা খুব ভালোভাবেই জানে এই গাছগুলোকে কিভাবে না ভেঙে বাঁকা করতে হয়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: The Oven Bird Bangla Summary (বাংলায়)

এরপর কবি প্রকাশ করেন, তিনিও ছোটবেলায়  এভাবেই গাছে দোল খেতেন, এবং পুণরায় তা করার ইচ্ছা পোষণ করেন।  কারণ জীবনের বিভিন্ন দায়িত্ব পালন করতে করতে আজ তিনি ক্লান্ত। তিনি তার এই ক্লান্তি মুছে ফেলতেই আবারও ছোটবেলার সেই চিন্তামুক্ত দিনগুলোতে ফেরত যেতে চান। তিনি আবারও সেই গাছে উঠতে চান স্বর্গীয় সুখ অনুভবের জন্য। এখানে কবি মূলত তার জীবনের ক্লান্তি, দায়িত্ব ইত্যাদি থেকে দূরে যাওয়ার জন্য কল্পনার আশ্রয় নিয়েছেন।

Themes: The Joy of Childhood, The Tedious Reality of Adulthood, Escape

Symbol: Swinging of the Birches

আরো পড়ুন: The Road Not Taken Bangla Summary (বাংলায়)

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *