fbpx

The Road Not Taken Bangla Summary (বাংলায়)

The Road Not Taken Bangla Summary (বাংলায়)

Published: 1916

Form: Formal Verse

কবিতার শুরুতে বলা হয়েছে, একজন ব্যক্তি বনের মধ্যে দাঁড়িয়ে আছেন। তার সামনে দুইটা রাস্তা। অর্থাৎ তিনি দুই রাস্তার মিলনস্থলে দাঁড়িয়ে আছেন। তিনি ঠিক কোন রাস্তা দিয়ে যাবেন সেটা চিন্তা করছেন। একটা রাস্তার দিকে যতদূর চোখ যায় দেখার চেষ্টা করলেন।

আরো পড়ুন: Stopping by Woods on a Snowy Evening Bangla Summary (বাংলায়)

দু’টো রাস্তাই তার কাছে একই মনে হলো এবং তিনি একটি রাস্তা ধরে হাঁটা শুরু করেন। কিছুদূর গিয়ে তার মনে হলো তিনি হয়তো ভুল রাস্তা নির্বাচন করেছেন এবং এই রাস্তা নির্বাচনের জন্য তার জীবন অনেক পরিবর্তন এসেছে। ভবিষ্যতে তিনি ঐ রাস্তা দিয়ে হাঁটবেন বলে সিদ্ধান্ত নেন।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এই কবতাটি মূলত আমাদের জীবনের বিভিন্ন অপশনকে সিম্বোলাইজ করে। আমরা যে সিদ্ধান্তগুলো নেই, সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে।

Themes: Choices and Uncertainty

Symbol: Diverging Roads, The Road Less Traveled.

আরো পড়ুন: The Gift Outright Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক