fbpx

Man is about everything else (বাংলায়)

In the poem Man, man is about everything else. Discuss the significance of the statement.

তো এই প্রশ্নে বলা হয়েছে মানুষ সবকিছুর ঊর্ধ্বে। ধর্ম, গোত্র, জাতি সবার ঊর্ধ্বে হচ্ছে মানুষ। আর মানুষের ধর্মীয় পরিচয় প্রধান নয় বরং সে যে মানুষ এটাই তার আসল পরিচয়।

1. Superiority of human beings:

মানুষ সবার ঊর্ধ্বে এই স্টেটমেন্ট এর অর্থ হচ্ছে মানুষ সবকিছু এবং পৃথিবীর সবার ঊর্ধ্বে। নজরুল বলেছেন মানুষের আলাদা কোন পরিচয় থাকবে না তার একটাই পরিচয় থাকবে আর তা হচ্ছে সে মানুষ। 

আরো পড়ুনঃ Nazrul’s use of mythology in The Rebel (বাংলায়)

2. Human dignity and value

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


মানুষের মর্যাদা এবং মূল্য সবকিছুর ঊর্ধ্বে। একজন মানুষকে ধর্মীয় দৃষ্টিকোন, সামাজিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা যাবে না। যেহেতু মানুষ সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি তাই তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে।

3. Responsibility and accountability

মানুষের দায়-দায়িত্ব সম্পর্কেও বলা হয়েছে এই স্টেটমেন্টে। মানুষ নিজের কাজের জন্য সে নিজেই দায়ী। এখানে ধর্মকে কলুষিত করার জন্য মানুষ দায়ী। ধর্মীয় গুরুরা যেভাবে হিপোক্রেসি প্রকাশ করছে, তাতে নজরুল তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন।

আরো পড়ুনঃ Kazi Nazrul Islam as a patriotic poet

4. Sense of equality and humanity:

সকল মানুষ সমান। মানুষকে মানবিকতা দিয়ে জাজ করা উচিত। এখানে একজন মোল্লা এর কথা নজরুল বলেছেন যে কিনা মসজিদে তালা মেরে দিয়েছে গোস্ত রুটি নিয়ে। কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিকে সে খাবার দেয়নি। বিষয়টি নজরুল তুলে ধরেছেন। তার মতে এখানে হিউম্যানিটি দেখানো উচিত ছিল।

google news

5. The real identity: 

সর্বোপরি মানুষের পরিচয় হচ্ছে সে মানুষ। ধর্ম বর্ণ গোত্র জাতি এগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তাই এগুলোর ঊর্ধ্বে গিয়ে নজরুল মানুষকে শুধুমাত্র একটা পরিচয় অর্থাৎ মানুষ পরিচয় দিয়েছেন।

আরো পড়ুনঃ Kazi Nazrul Islam is a great poet of interfaith harmony (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক