fbpx

Correcting Sentences NTRCA School

Correcting Sentences NTRCA School

Correcting Sentences এর নিয়মকানুন অসংখ্য। মূলত গ্রামারের সকল নিয়মকানুন গুলোই এই টপিকের আওতায় পড়ে। অন্যান্য টপিকে ইংরেজি গ্রামারের আলোচনা করা হয়েছে। তারপরেও কিছু নিয়মকানুন এর বাহিরে রয়েছে যেগুলো এখানে আলোচনা করা হলো। 

  1. কোন বাক্যে যদি Auxiliary Verb না থাকে তবে সেই প্রশ্নবোধক বাক্যের শুরুতে Auxiliary Verb হিসেবে do, does, did বসে এবং এগুলো বাক্যের শুরুতে বসার পাশাপাশি মূল Verb এর Base Form বসে। যেমনঃ Did he go there?, does he go to shcool? 
  2. কিছু Latin Comparative word আছে, যেমনঃ Senior, junior, superior, Inferior ইত্যাদি। এসকল শব্দের পূর্বে more হয় না এবং পরে than না হয়ে to হয়।যেমনঃ I am senior to Rahim.
  3. With, Along with, As Well as ইত্যাদি কোন সাব্জেক্টের সাথে যুক্ত থাকে তাহলে সেই বাক্যের Verb প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যেমনঃ Asif along with his brother is active in this session. 
  4. তুলনা বোঝাতে prefer (অধিকতর পছন্দ করা) এর পরে than না হয়ে to হয়। যেমনঃ I prefer tea to coffee.

আরো পড়ুনঃ The Syntagmatic and Paradigmatic Perspectives of Language

  1. Instrument বা যন্ত্র দ্বারা লিখলে with এবং element বা উপাদান দ্বারা লিখলে in preposition ব্যবহৃত হয়। তাই কলম দ্বারা লিখলে with আর কালি, চক বা পেন্সিল হর লিখলে in হয়। অর্থাৎ- write with pen write in ink/ chalk/pencil. যেমনঃ I have no pen to write with.
  2. Since/ For-এর পরে সময় উল্লেখ থাকলে বাক্যটি যে কোনো Perfect continuous tense হবে। যেমনঃ He had been playing cricket for two hours, He has been living in Rangpur since 1990.
  3. সুনির্দিষ্টভাবে নির্ধারিত সময়ের পূর্বে at বসে, তারিখ, বারের নামের পূর্বে on বসে এবং মাস, বছরের আগে in বলে। যেমনঃ Come at nine O’clock on Friday in January.
  4. ‘ফাঁসি দেয়া’ অর্থে hang-এর Past ও Past participle form `hanged’ (Hang-Hanged-Hanged) এবং ঝুলানো অর্থে hung Past ও Past participle form Hung (Hang-hung-hung) হয়। যেমনঃ He was hanged for murder, The picture is hung on the wall
  5. Wh-Question যদি বাক্যের শুরুতে বসে তবে তারপর Tense অনুযায়ী Auxiliary Verb + Subject বসবে। যেমনঃ Where did yo go? এখানে শুরুতে Where থাকার কারণে তারপরে Auxiliary Verb হিসেবে Past Tense অনুযায়ী did এবং Subject হিসেবে You বসেছে। 
  6. Modal Auxiliary Verb এর পরে সবসময় মূল Verb এর Base Form হয়। যেমনঃ I could go there, we should do exercise regularly, He may do it.
  7. Positive sentence-এর সাথে Negative tag এবং Negative sentence-এর সাথে Positive tag বসে। Tag question করার সময় Helping verb-এর পরে মূল বাক্যের Subject অনুযায়ী Person বসে। যেমনঃ He is not going to college, is he?, He is going there, isn’t he? 
  8. Modal Auxiliary Verb এর পরে যদি be থাকে তবে সবসময় মূল Verb এর Past Participle Form হয়। যেমনঃ I could be gone there, We should be done exercise regularly, He may be done it.
  9. Had better ও would rather এর পর সবসময় verb-এর base form হবে। Had better অর্থ উত্তম এবং would rather অর্থ বরং। উত্তম, উপদেশ বা পরামর্শ বোঝাতে সাধারণত আমরা had better ব্যবহার করে থাকি। একটি জিনিস থেকে আরেকটি জিনিস অধিকতর পছন্দনীয় অর্থাৎ তুলনা বোঝাতে সাধারণত আমরা would rather ব্যবহার করে থাকি। সাধারণত যেখানে had better ব্যবহার করা যায়, সেখানে would rather-ও ব্যবহার করা যায়। কিন্তু বাক্যে যদি তুলনা বোঝাতে than শব্দটি থাকে তাহলে সেখানে অবশ্যই would rather ব্যবহার করতে হবে। যেমন: You would rather stay at home, You had better stay at home.
  10. I wish বা Would that এর পর to be verb আসলে তা সব সময় were হবে। কিন্তু I wish বা Would that এর পর অন্য যে কোনো verb আসলে সেই verb-এর আগে could যুক্ত করে বসাতে হয়। যেমনঃ I wish I were as tall as my brother, I wish I could fly in the sky.
  11. Preposition-এর পরে verb থাকলে তাকে Gerund (terb + ing) করতে হবে, যা Noun-এর কাজ করে। যেমনঃ I do not think of doing this work.
  12. কোনো Indefinite Pronoun তথা Everybody, Everyone, Somebody, Someone, Anybody, Anyone, Nobody, No one, None, Nothing, Something, Anything ইত্যাদি যদি বাক্যের Subject হয় তাহলে verb-টি সবসময় Singular হবে। যেমন- Everybody loves an honest man, Nobody believes a liar, Someone has stolen my pen. 

আরো পড়ুনঃ An Apology for Poetry Bangla Summary

  1. Either-or/ Neither-nor-এর ক্ষেত্রে সাধারণত পরবর্তী Noun Pronoun অনুযায়ী verb বসে। যেমনঃ Neither he nor his father is guilty, Either you or your brother has got the book. 
  2. সাধারণত Relative pronoun এবং তার পরবর্তী verb টি পূর্ববর্তী word (noun/pronoun) অনুসারে হয়। যেমনঃ The man who stole my bag was tall, It is I who am very unfortunate.
  3. One of + Plural Noun/Plural Pronoun থাকলেও তার verb-টি সবসময় Singular হবে। যেমনঃ One of my friends is a lawyer
  4. কোনো বিষয়ের শিক্ষক বোঝাতে সেই বিষয়ের আগে preposition হিসেবে ‘in’ বসে; কিন্তু কোনো বিষয়ে দক্ষ বোঝাতে ‘good at’ বসে। যেমন: He is a lecturer in English (সে ইংরেজি বিষয়ের প্রভাষক) । He is good at English (সে ইংরেজি বিষয়ে দক্ষ) ।
  5. Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি যদি কোন বাক্যে থাকে তবে সেই বাক্য Past tense হবে। যেমনঃ I went there long ago, I went there yesterday
  6. Many alan-এর পরে Singular Noun এবং A great many/ Many N -এর পরে Plural Noun বসে। যেমনঃ Many a student has been given scholarship, A great many students have been given scholarships.
  7. সাধারণত Love, like, know, think, understand, believe, hope, see, wish, mind, imagine, forget, wish, fear ইত্যাদি verbগুলোর continuous tense হয় না। যেমনঃ We love our country, I do not understand you.
  8. কোনো Sentence-এ Since, As if, As thought যদি conjunction হিসেবে বসে তাহলে প্রথম verb present tense-এ থাকলে দ্বিতীয় verbটি Past Indefinite tense-এ করতে হবে। আবার প্রথম verb টি Past Indefinite tense-এ থাকলে দ্বিতীয় Verb টিকে Past perfect tense-এ করতে হয়। যেমনঃ It has been long since I went there, He talked as if he had known everything.
  9. কোনো complex sentence যদি Had ছারা শুরু হয় এবং ই-এর মতো অর্থ প্রকাশ করে তাহলে পরবর্তী অংশে would have/ could have/ might have বসাতে হবে এবং মূল verb-এর past participle করতে হবে। যেমনঃ Had I been a good student, I would have won the first position. 
  10. Sin এর সাথে do হয়না কিন্তু committed হয়।যেমনঃ I commited a sin
  11. জড় পদার্থ ডুবে যাওয়া বোঝাতে sink এবং কোন প্রাণী ডুবে যাওয়া বোঝাতে drown ব্যবহৃত হয়। যেমনঃ The boy drowned, The stone sank. 
  12. Investigate এর পরে কোন Preposition বসে না। যেমনঃ The police will investigate this matter. 
  13. সমজাতীয় ব্যাক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে Compare with এবং ভিন্নজাতীয় ব্যাক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে compare to বসে। যেমনঃ He is compared to aTiger, Rabindranath is compared with Yeats. 
  14. চোখে না দেখতে পেলে Blind of এবং দোষ থেকেও না দেখলে Blind to ব্যবহৃত হয়। যেমনঃ He is blind to his son, She is blind of his eyes. 
  15. Fond of শব্দের অর্থ অনুরাগী। তার এক্ষেত্রে সব সময় Fond of বসে। যেমনঃ She is fond of book.
  16. কোন কিছুর সাথে লেগে থাকা বোঝাতে stick at না বসে stick to ব্যবহৃত হয়। যেমনঃ He is stick to his principle. 
  17. Prohibit, refrain এর পরে from বসে। যেমনঃ I should refrain from doing this. 
  18. দুইয়ের মধ্যে একে অপরকে পারস্পারিক সহায়তা বোঝালে Each other দুইয়ের অধিকের মধ্যে বোঝালে one another বসে। যেমনঃ The two women helped each other, The three brothers loved one another. 
  19. কোন Active Voice এ যদি Let থাকে তবে তারপরের Subject এর Subjective Form না হয়ে Objective Form বসে। Let him go there. 
  20. কোন বাক্যে একই সাথে Subject হিসেবে একাধিক পারসন থাকলে প্রথমে 2nd + 3rd + and + 1st Person বসাতে হবে। যেমনঃ You, he and I will sing a song. 
  21. Good অর্থ ভালো কিন্তু Goods অর্থ পণ্য। 
  22. Dictionary শব্দের অর্থ অভিধান বা শব্দের বই। সুতরাং এই শব্দের সাথে আলাদা করে Book শব্দ যুক্ত করার কোন দরকার নেই। যেমনঃ I need a dictionary. 
  23. Tonight, এর অর্থ আজরাত। তাই আলাদা করে tonight এর সাথে today যোগ করার প্রয়োজন নেই। যেমনঃ I will go to Dhaka tonight. 

আরো পড়ুনঃ Preface to the Lyrical Ballads Bangla Summary

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


  1. News, Physics, Civics, Economics, Mathematics, Politics, Gallows, Innings, Whereabouts, Statistics ইত্যাদি কখনো Plural হিসেবে ধরা হয় না। এদের পরে verb-এর Singular হয়। যেমনঃ Physics is a difficult subject. Ill news runs fast.
  2. Vegetables, Circumstances, Manners, Trousers, Customs, Alms, Spectacles ইত্যাদি সাধারণত Plural হিসেবে বসে এবং এদের পরে verb plural হয়। যেমনঃ I like vegetables, The book is on the table. 
  3. একাংশ (One-third) ছাড়া অন্যান্য ভগ্নাংশ Plural-এ ব্যবহার হয়। তবে ভগ্নাংশগুলো যদি পরিমাণ বুঝায় তাহলে verb singular হবে এবং সংখ্যা বুঝালে verb plural হবে। যেমনঃ One-third of the workers are present, Two-thirds of the students are absent.
  4. On-এর অর্থ ওপরে (স্পর্শ অর্থে) এবং over-এর অর্থ ওপরে (স্পর্শ না করা অর্থে) । এখানে বইটি টেবিলকে স্পর্শ করে আছে অতএব On এবং বিড়ালটি দেয়াল স্পর্শ না করে পার হয়েছিল, অতএব over বসেছে। যেমনঃ The cat jumped over the wall. 
Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক