fbpx

Death of a Salesman Bangla Summary (বাংলায়)

Death of a Salesman Bangla Summary (বাংলায়)

তো আমরা এই ড্রামার সম্পূর্ণ সামারি মাত্র ৭টা পয়েন্টের মাধ্যমে খুব সহজেই জানতে পারবো।

১. উইলি লোমান ও তার ছেলেদের বর্তমান অবস্থা

২. বাবা ও ছেলেদের ব্যর্থ হওয়া

৩. ডিনারে বাবা ছেলেদের একত্রিত হওয়া ও কথা কাটাকাটি

৪. উইলির হ্যালুসিনেশন

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


৫.উইলির সারা জীবন ধরে করা ভুল বুঝতে পারা

৬.অবশেষে উইলির আত্মহত্যা

৭. উইলি লোমানের আমেরিকান ড্রিম নিয়ে সকলের মন্তব্য

তো চলুন এবার মূল সামারি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা যাক,

১. উইলি লোমান ও তার ছেলেদের বর্তমান অবস্থা

এই ট্রাজেডির শুরুতেই ব্রুকলিন এর অধিবাসী উইলি লোমানকে দেখানো হয়। পেশায় সে একজন সেলসম্যান। এবার সে বাড়িতে আগেই এসেছে এবং অর্থহীন অবস্থায় ফিরে এসেছে। কারন সে এবার খুব একটা সেলস করতে পারেনি। তাই সে বেতন পায়নি। কমিশনের যেই কয়েকটা টাকা পেয়েছিল, তা দিয়েই সে কোনরকমে চলছে। তার বড় ছেলে বিফ ও ছোট ছেলে হ্যাপিও বাড়িতে ফিরে এসেছে। বিফ বিভিন্ন ফার্মে কাজ করেছে, কিন্তু এবার সে নতুন করে কিছু করতে চায়। আর হ্যাপি একজন এসিস্ট্যান্ট হিসেবে কাজ করলেও সে বেশি বেশি বানিয়ে কথা বলতো। আবার তার অধস্থনদের কাছে থেকে সে ঘুষ নিতো এবং তার বস এবং অন্যান্যদের স্ত্রীদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলতো।

google news

আরো পড়ুন: The Glass Menagerie Bangla Summary (বাংলায়)

এক কথায়, উইলি এর যেই কয়েকটা ভালো গুন ছিল, তা তার বড় ছেলে বিফ পেয়েছে। আর তার যেই কয়টা খারাপ গুণ ছিল, তা তার ছোট ছেলে হ্যাপি পেয়েছে। তো উইলি কল্পনায় ডুবে থাকতে ভালোবাসতো। সে তার অতীতের কথাগুলো বারবার মনে করতো। তার ছেলেদের কাছে তাদের ছোটবেলায় সে হিরো ছিল। তো তখন উইলির স্ত্রী লিন্ডা তাকে এবারের সেলস সম্পর্কে জিজ্ঞাসা করে। আর এটাও বলে যে, এবারের বিলগুলো বাকি পড়ে আছে। তখন উইলি তাকে বলে এবারের অবস্থা খুবই খারাপ। এবার সে বেতন পায়নি। শুধুমাত্র কমিশনের কিছু টাকা পেয়েছে। তখন তার স্ত্রী তাকে আশ্বস্ত করে বলে, সমস্যা নেই এই টাকাতেই চালিয়ে নেওয়া যাবে। তখন উইলি তার যুবক বয়সের কথা মনে করে। সে একটা মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল।

উইলি আরো ভাবতে থাকে যে, সেলসম্যান হিসেবে কেন সে সফল হলো না। যাই হোক উইলি তার বসের সাথে কথা বলে তার পোস্টিং তার বাড়ির কাছে নিউইয়র্কে নেওয়ার বিষয়ে চিন্তা করে। এতে করে তার বর্তমান স্যালারি অনুযায়ী সে মোটামুটি চালিয়ে নিতে পারবে। 

  • চার্লির সাথে উইলির সাক্ষাৎ

এরপর উইলির সাথে দেখা করতে তার একজন প্রতিবেশী আসে। এই লোকটির নাম হচ্ছে চার্লি। সে উইলি লোমানের একজন বন্ধু। চার্লি একজন সফল ব্যবসায়ী। আর তার ছেলে বার্নার্ড একজন ভালো স্টুডেন্ট ছিল। সে উইলির ছেলে বিফ এর সাথে পড়ালেখা করতো। বর্তমানে বার্নার্ড পেশায় একজন আইনজীবী। কিন্তু উইলির কোন ছেলেই সফল হতে পারেনি। তো চার্লি ও উইলি কার্ড খেলতে শুরু করে। 

  • বেন এর সম্পর্কে উইলির কল্পনা

এরপর কার্ড খেলতে খেলতেই উইলি তার মৃত ভাই বেন এর সম্পর্কে ভাবতে থাকে। বেন ১৭ বছর বয়সে বাড়ি থেকে চলে গিয়েছিল। সে আফ্রিকায় হীরার খনিতে কাজ করেছিল। তাই আজ সে আমেরিকার ধনীদের একজন। এখানে উইলি তার ভাইয়ের সাথে নিজের তুলনা করে নিজেকে ব্যর্থ ভাবতে থাকে।

কার্ড খেলতে খেলতে এদিকে চার্লি উইলির মনের অবস্থা বুঝতে পারে। এজন্য সে উইলিকে তার অধীনে কাজ করার অফার দেয়। কিন্তু উইলি ছিল কিছুটা দাম্ভিক প্রকৃতির। তাই সে তার বন্ধুর অধীনে কাজ করতে অস্বীকৃতি জানায়। এদিকে উইলির স্ত্রী লিন্ডা তার ছেলেদের বলে, তাদের বাবার অবস্থা খুব একটা ভালো নয়। ইতোমধ্যে দুইবার সে সুইসাইড করতে গিয়েছিল। তাই সে তার দুই ছেলেকে তাদের বাবার সাথে কথা বলতে বলে। 

২. বাবা ও ছেলেদের ব্যর্থ হওয়া

আরো পড়ুন: You Never Can Tell Bangla Summary (বাংলায়)

  • বিফের পরিকল্পনা

উইলি ঘরের ভেতরে আসলে তার বড় ছেলে বিফ বলে, এবার সে তার বস বিল অলিভার এর সাথে দেখা করে তার কাছ থেকে কিছু টাকা ধার করবে। আর সেই টাকা দিয়ে সে এবং তার ছোট ভাই হ্যাপি বাচ্চাদের খেলাধুলার সামগ্রীর ব্যবসা শুরু করবে। উইলি তার ছেলেদের এমন পরিকল্পনা শুনে খুব খুশি হলো।

  • উইলি ও বিফের ব্যর্থতা

এদিকে উইলি তার বস হাওয়ার্ড এর কাছে গিয়ে তার ট্রান্সফারের ব্যাপারে বললো। কিন্তু তার বস রাজি হলো না। তখন উইলি তাকে বললো, সে তার বাবার সময় থেকে তাদের কোম্পানির অধীনে সেলসম্যান হিসেবে কাজ করছে। তাহলে কেন তাকে এটুকু সুবিধা দেওয়া হবে না? এই কথা বলায় তার বস হাওয়ার্ড তার উপরে আরো রেগে গিয়ে তাকে চাকরিচ্যুত করে। এদিকে বিফও তার বসের কাছ থেকে টাকা না পেয়ে ফিরে আসে।

৩. ডিনারে বাবা ছেলেদের একত্রিত হওয়া ও কথা কাটাকাটি

এরপর এই তিন বাবা ছেলে ডিনারে ফ্র্যাঙ্ক চপ হাউসে একত্রিত হয়। উইলি আসার আগেই বিফ তার ছোট ভাই হ্যাপিকে বলে, সে তার বসের কাছ থেকে টাকা ধার করতে ব্যর্থ হয়েছে। একটু পরে যখন উইলি সেখানে আসে সেও বলে তাকে চাকরি থেকেই বরখাস্ত করা হয়েছে। এই জায়গায় উইলি ও তার বড় ছেলে বিফের তর্ক শুরু হয়ে যায়। 

  • অতীতের কথা মনে করে উইলির অনুতাপ

তারা রাগারাগি করে সেখান থেকে চলে আসে। সেখান থেকে আসার পরে উইলি ভাবতে থাকে, তার বড় ছেলে বিফ জীবনে সফল ও  গ্রাজুয়েট হতে পারেনি। এর কারণ হিসেবে উইলি অতীতের কথা ভাবতে থাকে। আসলে উইলি যখন অতীতে সেলসম্যান হিসেবে খুব ভালো করছিল, তখন তার ওয়াইফ লিন্ডার পাশাপাশি তার একজন গার্লফ্রেন্ড ছিল। একদিন হোটেলে বিফ উইলিকে এবং তার গার্লফ্রেন্ডকে খারাপ অবস্থায় দেখে। এরপর থেকে বাবার প্রতি বিফের ঘৃণা জন্মাতে শুরু করে। কিন্তু এর আগে সে নিজের বাবাকে হিরো মনে করতো। এসব মনে করে উইলি কষ্ট পেতে থাকে।

৪. উইলির হ্যালুসিনেশন

এরপর বিফ ও হ্যাপি বাড়িতে চলে আসে। তাদের বাবাকে একা রেখে আসার কারণে তাদের মা লিন্ডা তাদের একটু বকা দেয়। তো কিছুক্ষণ পরে দেখা যায় উইলি বাড়ির পেছনের দিকে একটা গার্ডেন করার জন্য কিছু বীজ বুনছে। এই কাজ করার সময় সে কল্পনায় তার মৃত ভাই বেনের সাথে কথা বলতে থাকে। আসলে বারবার বেনকে নিয়ে উইলি লোমানের হ্যালুসিনেশন হচ্ছিল। তো বেন তাকে বলে, তার যে জীবন বীমা করা আছে তার বর্তমান মূল্য এখন ২০ হাজার ডলার।

৫.উইলির সারা জীবন ধরে করা ভুল বুঝতে পারা

তো এরপর উইলি ঘরের ভেতরে আসলে তার বড় ছেলে বিফের সাথে তার কথা কাটাকাটি হয় এবং বিফ বলে, সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আসলে তার বাবা তাদের দুই ভাইকে অনেক বড় বড় স্বপ্ন দেখাতো। কিন্তু সেই অনুযায়ী তাদের পথ দেখাতো না বা তাদের জন্য কাজ করেনি। আসলে বিফ এসব ভেবে অনেক কষ্ট পায় এবং তার রুমে গিয়ে উচ্চস্বরে কান্না করতে শুরু করে। বিফের এই কান্না শুনে উইলি তার ভুল বুঝতে পারে এবং সেও অনেক কষ্ট পায়।

৬.অবশেষে উইলির আত্মহত্যা

এরপর উইলি ভাবতে থাকে, সে যদি সুইসাইড করে তাহলে তার ছেলেরা তার জীবন বীমার ২০ হাজার ডলার পাবে। এতে করে তার ছেলেরা তাদের ব্যবসা শুরু করতে পারবে। আর পরিবারের আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। উইলি পেশায় ছিল একজন সেলসম্যান। সারা জীবন সে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেছে। এবার সে টাকার কাছে নিজের জীবনটাই বিক্রি করে দিচ্ছে। সবাই যখন রাতের বেলা ঘুমিয়ে পড়লো, তখন উইলি ধীরে ধীরে তার গাড়ির কাছে গেল। এরপর সে ইচ্ছাকৃতভাবে কার এক্সিডেন্ট করে আত্মহত্যা করলো।

৭. উইলি লোমানের আমেরিকান ড্রিম নিয়ে সকলের মন্তব্য

উইলির মৃত্যুর পরে তার ফিন্যারেলে তার প্রতিবেশী চার্লি তার ছেলে বানার্ড ও আরো অনেকেই এসেছিল। সবাই তখন উইলি এর চিন্তাভাবনা নিয়ে কথা বলছিল। উইলির আমেরিকান ড্রিম এমন ছিল যে, খুব সহজেই সফল হওয়া সম্ভব। সফল হতে খুব বেশি পরিশ্রমের বা পড়ালেখার দরকার নেই। সে কল্পনা করতো আর মনে করতো যে, কল্পনার মতোই সবকিছু সহজেই হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত উইলির নিজের জীবনটাই বিসর্জন দিতে হয়েছে নিজের ফ্যামিলির অর্থনৈতিক দুরবস্থা দূর করতে। 

আরো পড়ুন: Death of a Salesman Bangla Summary (বাংলায়)

Key Information 

  1. Time of composition: 1947 
  2. Published Date: 1949 
  3. Award: Pulitzer Prize in 1949 
  4. Time Setting: 1940s 
  5. Place Setting: New York City 
  6. Number Acts: Two Acts play in a 24-hour period 
  7. Genre: Tragedy
  8. Writer: American playwright Arthur Miller (1915-2005) 

Characters 

Major characters 

Willy Loman: (Unsuccessful/ ambitious father)-He is a sixty-plus(60) traveling salesman. He is the tragic character and protagonist of the play. He has been serving in a company as a traveling salesman for nearly 36 years but because of his poor performance in product selling, he has not been given a salary now. He earns from selling commissions that are insufficient for leading a standard life. He is basically the paradigm of failure of the American dream of quick success. 

Linda: (Good/loyal wife)-  She is the decent and dutiful wife of Willy Loman. She supports her husband whatever the matter is. She is the center of the moral of the play. 

Biff Loman: (good but unsuccessful)-He is the thirty-four (34) years old adult elder son of Willy Loman. He does not have a specific job. He is rejected from twenty to thirty jobs. It is the belief of his father that his will has been chaotic because of his father. 

Happy Loman:(Bad and unsuccessful)- He is the thirty-two(32) years old younger son of Willy Loman. He is basically a womanizer. He has an apartment, a car, and a pretty good job but he is not happy in his position at all. 

Charley: (Good and successful)- He is a neighbor and the best friend of Willy Loman. He is a very successful businessman. He helps Willy Loman by giving loans and, in any crisis, but Willy Loman cannot accept Charley’s job proposal in his company because of his pride. 

Bernard: (Good and successful)-He is the intelligent son of Charley. He is now a successful lawyer. He was Biff’s classmate in high school, but Biff could not pass even high school because he failed in math. 

Minor characters 

Ben: He is the dead brother of Willy Loman. He is not a real character in the play. He comes to hallucinations of Willy Loman again and again. 

Dave Singleman: He is not a real character in the play but Willy Loman’s inspiration. He was one of the most famous salesmen in America and at his funeral, national and international people came to show glowing tribute to him. Willy Loman wanted to be a rich and reputed salesman like Dave Singleman but he cannot be. 

Howard Wagner: (Bad and materialistic)- He is the present boss of Willy Loman. He is thirty-six years old. 

Frank Wagner: (Materialistic) -He is the father of Howard Wagner. After his death, his capable son, Howard Wagner runs his company. 

Bill Oliver: ( Bad and cruel)- He is the ex-boss of Biff Loman. Biff goes to him for a loan to start sporting products business, but he is neat and clean and rejected by Bill Oliver to provide any loan. In fact, Bill could not even recognize Biff. 

Jenny:  Jenny is Charley’s secretary. 

Letta:  A prostitute who meets Biff and Happy at Frank’s Chop House. 

Miss Forsythe: A prostitute who meets Biff and Happy at Frank’s Chop House. 

Stanley: Stanley is a waiter at Frank’s Chop House, where the Loman men plan to dine. 

The Woman:  Years in the past, Willy Loman had an affair with a woman; when his son Biff discovers the affair, the father-son relationship is compromised forever. 

Most important Term: 

American Dream: The term “American dream” was coined in a best-selling book in 1931 titled Epic of America. James Truslow Adams described it as “that dream of a land in which life should be better and richer and fuller for everyone, with opportunity for each according to ability or achievement. Willy’s American dream is to leave his thumbprint on the world through his oldest child Biff. Willy was unable to succeed in doing so through a lifelong career as a salesman and living under the ideology that being well-liked was far more important than actually working hard to be successful.

5 elements of the American Dream: democracy, equality, rights, opportunity, and liberty.

Moral Lesson: 

১.প্র্যাকটিক্যাল হওয়া ভালো কিন্তু বইয়ের জ্ঞানকে তাচ্ছিল্য করা ভুল

২. স্বপ্ন দেখা ভালো তবে এর জন্য জীবন শেষ করে দেওয়াটা বোকামি।

আরো পড়ুন: The Glass Menagerie Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

2 COMMENTS

  1. অসাধারণ উপস্থাপনা ভাই ।
    আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ তায়ালা আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক।
    আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।
    ২৩/০২/২০২৪ ইং
    রোজ: শুক্রবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক