fbpx

The Glass Menagerie Bangla Summary (বাংলায়)

The Glass Menagerie Bangla Summary (বাংলায়)

আমরা মূলত এই পুরো নাটকটি কে সাতটি ভাগে ভাগ করে মনে রাখবো।

earn money

১. ঘটনার শুরু

২. লরাকে নিয়ে তার মায়ের ভাবনা

৩. টমের চাকরি এবং জিমের সাথে বন্ধুত্ব

৪. জিমকে দাওয়াত করে বাড়িতে আনা

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


৫. টম, আমান্ডা এবং জিম এর আলোচনা

৬. লরা এবং জিমের একান্ত সময়

৭. শেষ

চলুন সাতটি খন্ড আলোচনা করা যাক।

১. ঘটনার শুরু

The Glass Menagerie মূলত অতীতকালের ঘটনা যা একটি স্মৃতিকথা। এখানে নায়কের মাধ্যমে ঘটনাটি তুলে ধরা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯৩৭ সালের দিকে আর তার সাথে সাথে স্থান নির্ধারণ করা হয়েছে সেন্ট লুইস নামের একটি স্থান কে। টম একটি জুতার কারখানায় কাজ করে। তার সাথে মা এবং বোন আছে। তার বাবা তাদের ছেড়ে অন্য জায়গায় চলে গেছে এবং তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় না।

এমনকি কোনো চিঠিপত্র আদান-প্রদান হয় না। অর্থাৎ আমরা বলতে পারি, তাদের পরিবারটি একটি ভঙ্গুর পরিবার বা ব্রোকেন ফ্যামিলি। লরা কাঁচের তৈরি প্রাণীর সংগ্রহ করেছিল। একদিন  টম তার মায়ের সাথে কথা কাটাকাটিতে কয়েকটি প্রাণীর সংগ্রহশালা ভেঙ্গে ফেলেছিলো। তার কাছে প্রিয় একটি প্রাণীর সংগ্রহশালা ছিল যেটি ইউনিকর্ন নামে উল্লেখ করা হয়েছে।

ইউনিকর্নকে আমরা ঘোড়া বলতে পারি যার দুটি শিং রয়েছে। টম এবং লরার মা, আমান্ডা তিনি তার পরিবারের সাথে সময় ব্যয় করে থাকেন বিভিন্ন ধরনের গল্প করে। তিনি একজন ভদ্র পরিবারের মেয়ে কিন্তু দুঃখের বিষয় তার স্বামী তাকে ছেড়ে অন্যত্র চলে গেছে। তিনি তার ছেলেমেয়েদের সাথে তার যৌবনকালের বিভিন্ন বিষয় নিয়ে গল্পগুজব করেন। তিনি তার ছেলেমেয়েদের বলেন তার যৌবন কালে কিভাবে তার মন পাওয়ার জন্য অন্যান্য ছেলেরা তার পেছনে পেছনে ঘুরে বেড়াতো।

আরো পড়ুন: You Never Can Tell Bangla Summary (বাংলায়)

২. লরাকে নিয়ে তার মায়ের ভাবনা

লরা একজন প্রতিবন্ধী মেয়ে কারণ তার দুই পায়ের একটি পা তুলনামূলক ছোট ছিল। যার কারণে তার মা তাকে নিয়ে খুব হতাশ এবং চিন্তিত। সে এই প্রতিবন্ধকতার কারণে খুব লজ্জা অনুভব করতো। সে কোনভাবেই নিজেকে মেলে ধরতে পারতো না। তার এই সমস্যার কারনে সে ভালো কোন ছেলেকে নিজের কাছে টানতে পারত না। যার কারনে লরার মায়ের চিন্তার কোন শেষ নেই।

এক পর্যায়ে লরার মা চিন্তা করল এভাবে তো জীবন চলবেনা বরং লরাকে এমন কিছু করে দিতে হবে যেন সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। পাশাপাশি এর মাধ্যমে তার পরিবারের আয় আসবে। যেমন কথা তেমন কাজ আমান্ডা লরাকে বিজনেস কলেজে ভর্তি করিয়ে দেয়। কিন্তু সপ্তাহখানেক পর খোঁজ নিয়ে লরার মা দেখতে পায় লরা ঠিকমতো ক্লাসে উপস্থিত হচ্ছে না। কারণ সে লজ্জা বোধ করে তার পায়ে  ক্রটি থাকার কারনে। সে ক্লাসে না গিয়ে এদিক সেদিক  নিজের মতো করে ঘুড়ে বেড়ায়।

একটা পর্যায়ে লরার মা দেখতে পেল এভাবে লরাকে দিয়ে হবে না বরং  তার চূড়ান্ত একটা ব্যবস্থা করতে হবে। আমান্ডা এক পর্যায়ে পত্রিকা বিক্রি করা শুরু করে দেন এবং তিনি বিশ্বাস করেন এর ফলে হয়তো লরার জন্য একজন স্বামী খুঁজে পাবেন।

৩. টমের চাকরি এবং জিমের সাথে বন্ধুত্ব

আগেই বলেছি টম একটি জুতার কারখানায় কাজ করে। সেখানে তার কলিগ জিম এর সাথে দেখা হয় এক পর্যায়ে তারা ভালো বন্ধু হয়ে উঠে। টম মূলত সাহিত্য, মদ এবং আড্ডা নিয়ে মেতে ছিল। সে যে কোনো মূল্যে তার জুতার কারখানা যেখানে সে কাজ করতো সেখান থেকে পালাতে চায়। সে জুতার কারখানায় কাজ করা পছন্দ করত না। শেষ পর্যায়ে এসে সে বলে তার চাকরি সেখানে আর নেই সে চাকরিটি ছেড়ে দিয়েছে যদিও এর জন্য তার মা তাকে কথা শুনায়। টমের মা টমকে বলে লরার জন্য পাত্র খুঁজতে এবং চোখ কান খোলা রাখতে। একপর্যায়ে টম জিমকে পছন্দ করে লরার পাত্র হিসেবে।

৪. জিমকে দাওয়াত করে বাড়িতে আনা

একদিন টম জিমকে তার বাড়িতে দাওয়াত করল রাতে খাওয়ার জন্য। এখানে মূলত টমের মা এবং টম এর উদ্দেশ্য ছিল লরা এবং জিমের সাথে দেখা করিয়ে আকর্ষণ তৈরি করা। আমান্ডা সর্বোচ্চ চেষ্টা করেছিল যেন এই পরিকল্পনা যেন  বৃথা না যায়। লরাকে সুন্দর পোশাক পরিয়ে সেজেগুজে জিমের সামনে উপস্থাপন করার নির্দেশ দেয়। জিম যখন বাড়িতে প্রবেশ করবে অবশ্যই জিমের দরজাটা লরা খুলে দিবে। যাতে করে জিম এর লরার প্রতি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কিন্তু লরা দরজা খুলে দিলেও তার লাজুক স্বভাবের জন্য সেখান থেকে খুব দ্রুতই চলে যায়। এমনকি যখন খাওয়া-দাওয়া চলছিল সেই সময়টাতে লরা তার অসুস্থতার ভান করে সেখানে উপস্থিত হয় না।

৫. টম, আমান্ডা এবং জিম এর আলোচনা

টম এবং জিম বসে গল্প করতে থাকে। টম বলে সে জুতার কারখানায় কাজ করে যে আয় করে সেটা তার পরিবারের বিদ্যুৎ খরচ হয়। অর্থাৎ সে মূলত তার পরিবারের অসচ্ছলতার কথা বোঝাচ্ছে। এক পর্যায়ে আমান্ডা জিমের সাথে সাক্ষাৎ করেন এবং এমন ভাবে কথা বলতে থাকেন যেন জিমকে অনেকদিন ধরে চীনে এবং জানে। টমের মা তার পুরাতন জমকালো পোশাক পড়ে জিমের  সামনে আসেন। তাদের রাতের খাওয়া-দাওয়া শেষে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় কারণ তাদের বিদ্যুৎ বিল সম্পূর্ণ পরিশোধ করা ছিল না। এই পর্যায়ে টমের মা এবং টম চাইল মোমবাতি জ্বালিয়ে দিয়ে লরা এবং জিমের মধ্যে কথা হোক।

আরো পড়ুন: Desire Under the Elms Bangla Summary (বাংলায়)

৬. লরা এবং জিমের একান্ত সময়

লরা এবং জিম কথা বলতে থাকে। এখানে লরা একজন প্যারালাইসিস রোগীর মত ভান করতে থাকে আসলে সে খুব লাজুক ছিল। কিন্তু জিমের খোলাখুলি আচরণ এবং বন্ধুত্ব সুলভ আচরণ এর জন্য সে তার খোলস ছেড়ে বের হয়ে আসতে পারে। সে জিমকে বলে হাইস্কুলে থাকাকালীন সময়ে জিমকে খুব পছন্দ করত। সে তাকে মনে করিয়ে দেয় যে সে লরাকে “ব্লু রোজ” নাম দিয়েছিল।  এসব কথা শুনে জিম অবাক হয়ে যায় এবং তার লাজুক স্বভাবের জন্য তাকে ভর্ৎসনা করে। পরক্ষনেই তার অনন্যতার প্রশংসা করে। লরার পছন্দের প্রাণীর সংগ্রহশালা তাকে দেখায় এবং তারা এক পর্যায়ে নাচ করতে থাকে।

হঠাৎ নাচ করার সময় জিমের হাতের বাড়ি লেগে তার ইউনিকর্ন টি পড়ে যায় এবং শিং ভেঙ্গে যায় ইউনিকর্ন টি  সাধারণ ঘোড়ায় পরিণত হয়। হঠাৎ করে জিম বলে উঠে তাকে এখনই যেতে হবে কারণ তার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। লরা তাকে উপহার হিসেবে ইউনিকর্ন টি  নিয়ে যেতে বলে। যখন জিম ঘর থেকে বের হয়ে যাচ্ছিলো তখন ই এখানে টমের মা প্রবেশ করে। জিম আমান্ডা কে বলে তাকে এখনই যেতে হবে কারণ তারা বাগদত্তা বা গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। সে আমান্ডার কাছ থেকে উষ্ণ বিদায় নিয়ে চলে যায়।

৭. শেষ

জিম যখনই বের হয়ে চলে যায় টমের মা টমকে দোষারোপ করতে থাকে। টম বলে তার চাকরি আর নেই এবং সে বাড়ি থেকে চলে আসে। তার এক বছর পর তার সেই স্মৃতি মনে পড়ে যায়। আর মূলত এই পুরো ঘটনাটাই এই স্মৃতি থেকেই আসা।

Key Information:

  • Memory play
  • চরিত্রসমূহ
    • Mr. Wingfield: টম এবং লরার বাবা। তিনি এইখানে অনুপস্থিত।
    • Amanda Wingfield: টম এবং লোরার মা, একজন মধ্যবয়সী পরিত্যক্ত স্ত্রী এবং সিঙ্গেল মাদার, তার যৌবনে একজন সুন্দরী মহিলা, তার অতীত নিয়ে আবিষ্ট, তার মেয়ে লরার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, হস্তক্ষেপকারী মহিলা।
    • Tom Wingfield: নাটকের কথক, লরার ভাই, একজন উচ্চাকাঙ্ক্ষী কবি, পেশায় লেবার, দায়িত্বশীল যুবক, একজন পলায়নবাদী, মোহ বা বিভ্রম দ্বারা আবিষ্ট, ডাকনাম ‘শেক্সপিয়ার’ ।
    • Laura Wingfield: টমের বোন, ছোটবেলা থেকেই প্রতিবন্ধী, বেদনাদায়ক লাজুক এবং ভীত, কাচের আবেশে আচ্ছন্ন, আবেগপ্রবণ কিন্তু অনুভূতি প্রকাশ করতে অক্ষম,
    • কলেজ ড্রপ আউট, একটি ডাকনাম আছে ‘Blue Roses’।
    • Jim O’Connor: টমের কলিগ এবং বন্ধু, লরার ভালোবাসা, বহির্মুখী এবং খুব বন্ধুত্বপূর্ণ, একজন উদ্যমী যুবক, আত্ম-উন্নতিতে বিশ্বাস, প্রত্যাশার প্রতীক কিন্তু বিদ্রূপাত্মক।

থিমস  

  • Abandonment 
  • The difficulty of accepting reality 
  • The impossibility of true escape 
  • The unrelenting power of memory or Illusion or Disillusionment

মোরালিটি

মোহভঙ্গ ভুলে কেবল বর্তমানের দিকে মনোনিবেশ করা আমাদের প্রধান দায়িত্ব।

আরো পড়ুন: The Glass Menagerie Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক