Don Juan Canto – 1 Bangla Summary

Key Facts

  • Writer: Lord Byron (1788-1824)
  • Title of the Author: Poet of Romantic Rebellion and Passion.
  • Full Title of Canto – I: “Don Juan, Canto I.”
  • Publish Date:  1819
  • Hatefully Dedicated to: Robert Southey
  • Type of Writing: Epic Poem
  • Genre: Mock Heroic Epic, Satire. 
  • Rhyming Stanza: Ottava Rima
  • Total Canto: 17. The Last one (17 No.) remains unfinished due to the death of Lord Byron.
  • Perspective and Narrator: Don Juan is told by an unnamed first-person narrator who charts the early childhood of the protagonist, Don Juan.
  • Tense: The story of Don Juan is told in the past tense, but Lord Byron frequently references contemporary events and people in the present tense.
  • About the Title: The title of Don Juan is the name of the central figure in the poem and a traditional figure from Spanish literature. Don Juan is a young Spanish man who travels across Europe and finds himself in various romantic adventures.
  • Tone: satirical and humorous.
  • Time Setting: Early 19th century
  • Place Setting: The City of Seville, Spain

Who is Don Juan?:  ১৬৩০ সালে প্রকাশিত Don Juan সর্বপ্রথম Tirso de Molina এর ট্রাজেডি El burlador de Sevilla, তে দেখা যায়। যার অর্থ হচ্ছে The Seducer of Seville. আবার অনেক সময় এই চরিত্র লর্ড বাইরন এর সাথে মিলে যায় তাই অনেকেই এই কবিতাকে বাইরনের আত্মজীবনীমূলক কবিতা বলেছেন। আর এটাও বলেছেন যে, Lord Byron হচ্ছেন Don Juan.

Selected Quotations 

“I want a hero: an uncommon want,

When every year and month sends forth a new one.”

Explanation: In this line from Lord Byron’s “Don Juan,” the speaker expresses a desire for a hero, which is an unusual desire because every year and month brings forth new heroes, suggesting the transient nature of heroism.

“A real husband always is suspicious”

Explanation: In this line from Lord Byron’s “Don Juan, Canto 1,” the author suggests that a faithful husband tends to be naturally suspicious in a concise manner.

“Man’s love is of man’s life a thing apart; ’tis woman’s whole existence.”

Explanation: This quote by Lord Byron from Don Juan, Canto 1, suggests that a man’s love occupies only a part of his life, while a woman’s love is central to her existence.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


“The lawyers did their utmost for divorce,

But scarce a fee was paid on either side

Before, unluckily, Don Jose died.

Explanation: In these lines from Lord Byron’s “Don Juan,” the lawyers worked hard on a divorce case, but unfortunately, Don Jose passed away before any significant fees could be collected from either party.

“Young Juan now was sixteen years of age,

Tall, handsome, slender, but well knit: he seem’d

Active, though not so sprightly, as a page;-”

Explanation: In this excerpt from Lord Byron’s “Don Juan, Canto 1,” the poet describes the character Juan at the age of sixteen as tall, handsome, slender, and well-built, though not as lively as a page.

“Oh Love! in such a wilderness as this,

Where transport and security entwine,

Here is the empire of thy perfect bliss,”

Explanation: In this excerpt from Lord Byron’s “Don Juan, Canto 1,” the speaker expresses that love’s ideal happiness can be found in nature’s wild and secure embrace.

Powerful Symbols

The Sea: The sea is a recurring symbol throughout the poem, representing both the unpredictable nature of life and the vast, uncontrollable forces of desire and passion.

Don Juan’s Youth: Don Juan himself symbolizes youth, innocence, and the idea of a young man caught in the web of seduction and society’s corrupting influences.

Donna Julia: She represents the allure of forbidden love and the consequences of pursuing one’s desires without restraint.

Don Alfonso: Don Alfonso can be seen as a symbol of societal norms and hypocrisy, attempting to control the actions and desires of others.

Literary Devices 

Satire: Byron employs satire to criticize and mock societal norms, particularly in love and relationships.

Irony: Throughout Canto 1, there are instances of irony, both verbal and situational, which add depth and humour to the narrative.

Rhyme Scheme: Byron uses rhyme schemes, including ottava rima (eight-line stanzas with a specific rhyme scheme), to give the poem a structured and rhythmic quality.

Imagery: Byron’s vivid descriptions and imagery paint a clear picture of the characters and settings in the poem.

Metaphor and Simile: Byron uses metaphors and similes to draw comparisons and create deeper meaning in the narrative.

Themes

Satire: Byron uses satire to critique various aspects of society, including hypocrisy, greed, and the superficiality of the upper class.

Love and Passion: The poem delves into the theme of love and romantic passion, often satirical and humorous. Don Juan himself is portrayed as a charming and amorous character.

Social Critique: Byron comments on his time’s moral and social decay, highlighting the corruption and immorality prevalent in society.

Irony and Wit: The canto is filled with irony and wit, as Byron employs clever wordplay and humor to address serious societal issues.

Nature: Nature is also a recurring theme, as Byron contrasts the natural world with the artificiality of human society.

Individualism: Don Juan is portrayed as a free spirit who resists conformity and societal expectations, embodying a sense of individualism.

Characters

Don Juan (Protagonist/Hero): The son of an easygoing father and a strict mother who is doted on by his parents. At the age of sixteen, he has an affair with Donna Julia.

Don José (Hero’s Father): Juan’s father, who is unfaithful to his wife and careless of his reputation.

Donna Inez (Hero’s Mother): Juan’s mother, a learned woman plagued by her husband’s infidelity. One of her chief interests is the education of her son.

The Narrator: A friend of Don Juan’s family. He is dismissed from the story in the first canto, and the omniscient author takes his place.

Donna Julia (Hero’s Girlfriend): The wife of Don Alfonso and a friend of Don Juan’s family. She is twenty-three and unhappily married.

Don Alfonso (Heroine’s Husband): The husband of Donna Julia. He is fifty and fails to give his wife the love she yearns for.

Antonia (Heroine’s Maidservant): Donna Julia’s maidservant who helps her in her intrigue with Don Juan.

Background: বেশিরভাগ ক্রিটিক এটা মনে করেন যে Don Juan হচ্ছেন লর্ড বাইরন এর প্রতিচ্ছবি। সমাজে প্রচলিত যেসব রীতি ছিল তার সমালোচনা করে লর্ড বাইরন এই কবিতা লিখেছেন। আসলে সেই সময়ে ইংল্যান্ডে বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ব্যাপক পার্থক্য থাকতো। আবার রোমান্টিক কবিদের প্রথম জেনারেশন, বিশেষ করে Robert Southey এর প্রতি ঘৃণা দেখিয়ে Byron কবিতাটি তাকে উৎসর্গ করেন।

Don Juan Canto – 1 Bangla Summary

Don Juan এর পারিবার ও প্রাথমিক শিক্ষা: Don Juan স্পেনের Seville তে জন্মগ্রহণ করেছিলেন। Don Juan, Don Jose এবং Donna Inez এর একমাত্র সন্তান। তার বাবা-মা একজন আরেকজনকে খুব একটা ভালবাসতেন না। কারণ Don Juan এর পিতা তার মাকে অবিশ্বাস করতো এবং অন্যান্য মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করতো। যার কারনে Don Jose এবং Donna Inez এর মধ্যে কোন ভাল সম্পর্ক ছিল না। Don Jose জ্বরে মারা যাবার পূর্বে Donna Inez তার কাছ থেকে ডিভোর্স পেপারে সিগনেচার করিয়েছিল। Don Juan তার মায়ের প্রচেষ্টায় সে প্রাথমিক শিক্ষা শেষ করে। কিন্তু তার মা লক্ষ্য করেন যে, তার প্রাথমিক শিক্ষা শেষ হয়েছে তবে তার নৈতিক শিক্ষা পরিপূর্ণ হয়নি।

Donna Julia এর অসুখী বৈবাহিক জীবন: ডোনা ইনেজের বন্ধুদের মধ্যে ডোনা জুলিয়া ছিল তার সব থেকে প্রিয়। ডোনা জুলিয়ার বয়স ছিল ২৫ বছর। সে খুবই সুন্দরী ছিলো। কিন্তু দুঃখের বিষয় হলো, তার বিয়ে হয়েছিল ৫০ বছর বয়সী ডন আলফোনসোর সাথে। ডন আলফোনসো জুলিয়া কে শারীরিকভাবে সুখ দিতে পারতো না এবং জুলিয়ার জৈবিক চাহিদা পূরণ করতে পারতো না। 

Don Juan ও Donna Julia এর অবৈধ সম্পর্ক: এদিকে Don Juan এর মা ডোনা ইনেজ তার ১৬ বছরের ছেলে Don Juan কে নিয়ে তার বান্ধবীর বাসায় আসে। জুলিয়া Don Juan কে দেখে প্রথমেই তার প্রেমে পড়ে যায়। এদিকে Don Juan ও মেয়েদের প্রতি খুবই আকৃষ্ট ছিল। তাই সে জুলিয়ার প্রেমের ফাঁদে পা দেয় এবং তাদের দুজনের মধ্যে একটি অবৈধ প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এই প্রেম কাহিনীকে শুধু প্রেম বললে ভুল হবে। এইটা ছিল জুলিয়ার জৈবিক চাহিদা পূরণের একটি মাধ্যম, কারণ জুলিয়া তার স্বামী আলফোনসোর কাছে তার জৈবিক চাহিদা পূরণ করতে পারতো না। ঠিক এই কারণেই জুলিয়া Don Juan কে বেছে নেয় তার শারীরিক ডিমান্ড মেটানোর জন্য। জোয়ান এবং জুলিয়ার প্রেম খুব ভালোই চলে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতে থাকে। 

আরো পড়ুন: Kubla Khan Bangla Summary

অবৈধ সম্পর্ক প্রকাশ হওয়া: এদিকে আলফোনসো জুলিয়ার আচরণে বেশ কিছু পরিবর্তন দেখতে পায়, যার কারণে সে জুলিয়াকে সন্দেহ করতে শুরু করে। একদিন আলফোনসো সন্দেহের বসে জুলিয়ার রুমে যায়, তার একজন বন্ধুর সাথে। সে জুলিয়ার দরজায় কড়া নাড়ে। ঠিক সেই সময় জুলিয়া এবং Don Juan একজন আরেকজনের সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়িয়ে ছিল। জুলিয়ার দরজা খুলতে দেরি হচ্ছিল। জুলিয়া ভেবে পাচ্ছিল না যে, সে কিভাবে Don Juan কে লুকাবে। যে Don Juan কে কাপুরের স্তুপের নিচে লুকিয়ে রাখে। যাইহোক জুলিয়া Don Juan কে কোনভাবে ম্যানেজ করে দরজা খুলে দেয়।

আলফোনসো এবং তার বন্ধু সম্পূর্ণ ঘর খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও Don Juan কে খুঁজে পায় না। জুলিয়ার স্বামী আলফোনসো  যখন পুরো ঘর খোঁজাখুঁজি করছিল, তখন জুলিয়া কান্না শুরু করে দিয়েছিল এবং তার স্বামীকে বলছিল, সে তাকে সন্দেহ করছে এবং সে তাকে কোন প্রকার বিশ্বাস করে না। এগুলো বলে জুলিয়া কান্না করছিল। ঠিক সেই সময় আলফানসো দেখে একজোড়া ছেলে মানুষের জুতা। এটা দেখামাত্রই আলফানসো তলোয়ার আনার জন্য তার রুমের দিকে দৌড় দেয়। এদিকে এই পরিস্থিতি দেখে Don Juan বিনা কাপুরে রুম থেকে বের হয়ে পালানোর জন্য দৌড় দেয়। পথের মধ্যে আলফানসোর সাথে Don Juan এর হাতাহাতি হয়। এবং জোয়ান সেখানে আলফানসোকে নাকের উপর এক ঘুষি মেরে পালিয়ে যায়।

Don Juan এর সমুদ্র যাত্রা: এই ঘটনার পরে ডোনা জুলিয়াকে একটি কনভেন্টে পাঠানো হয় এবং ডন আলফোনসো বিবাহবিচ্ছেদের জন্য মামলা করেন। ডোনা ইনেজ নিজের ছেলেকে বাঁচানোর জন্য এটা সিদ্ধান্ত নেয় যে, তার ছেলের আগামী চার বছর ভ্রমণ করা উচিত। তাই সে Don Juan কে সমুদ্রযাত্রায় পাঠিয়ে দেয়। Don Juan তখন তাদের এক আত্মীয় এর বাড়িতে Leghorn, Italy তে যাওয়ার জন্য রওনা দেয়।

আরো পড়ুন:The Rime of The Ancient Mariner Bangla Summary

Mottaleb Hossain
Mottaleb Hossain
This is Mottaleb Hossain, a researcher of theology and English literature and language. One of the seven members of literatureXpres, a worldwide online educational institution. Educational Qualification: BTIS(Bachelor of Theology and Islamic Studies)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক