fbpx

Introduction (Songs of Experience) Bangla Summary

যা থাকছে

Key Fact

  • Title: Introduction (Songs of Experience)
  • Poet: William Blake (1757-1827)
  • Songs of Experience: Blake’s collection of 28 poems, published in 1793.
  • Rhyme Scheme: A four-stanza poem, each stanza using an ABAAB rhyme scheme.
  • Tone: Mournful and Cynical
  • Keynote: “Songs of Experience” is a collection of poems that provides a darker and more cynical counterpart to the more innocent and optimistic poems in “Songs of Innocence.” In this collection, Blake explores the harsh realities of life, including themes of social injustice, oppression, and the corrupting influence of experience.

Themes

Loss of Innocence: The primary themes in “Introduction” revolve around the loss of innocence and the corrupting influence of experience. As individuals grow older and gain worldly knowledge, they become more aware of the injustices and hardships in the world. The loss of innocence leads to a loss of purity and joy.

Read Also: Holy Thursday Bangla Summary (Songs of Experience)

Quotations

“Hear the voice of the Bard!

Who Present, Past, and future sees 

Whose ears have heard, 

The Holy Word, 

That walk’d among the ancient trees.”

Exp: The speaker urges his audience to listen to “the voice of the Bard!” who can see past, present, and future. In contrast to the “Introduction” for Songs of Innocence, this poem introduces a more mature and polished poetic voice in the bard.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


“O Earth O Earth return!

Arise from out the dewy grass;

Night is worn,

And the morn

Rises from the slumberous mass.”

Exp: This stanza is directed to Earth herself, calling its troubled souls to return to bliss, hear better, and heed the Bard/Prophet’s words.

Introduction Bangla Summary (Songs of Experience)

আমরা সামারিটি কিছু পয়েন্টে আলোচনা করেছি যেন সহজেই মনে রাখা যায়।

  • কবি, যিনি একজন প্রফেটের মত অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানেন
  • আলোর পথে আহ্বান

কবি, যিনি একজন প্রফেটের মত অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানেন: “Songs of Experience” কাব্যগ্রন্থের সূচনা-কবিতা হচ্ছে “Introduction”. কবিতাটি Songs of Innocence থেকে বিপরীতধর্মী একটি কবিতা। এই কবিতায় আর আগের মত সুখি ও চিন্তামুক্ত রাখাল-স্পিকারকে উপত্যকায় হেঁটে বাঁশি বাজাতে দেখা যায় না।

এই কবিতায় স্পিকার পাঠকদের আহ্বান জানায় যে তারা যেন কবি/প্রফেট এর কবিতা শোনে। এই কবি এমন একজন কবি যার অতীত, বর্তমান, এবং ভবিষ্যত সম্পর্কে জ্ঞান রয়েছে। অর্থাৎ কবি মানব ইতিহাসের সুখ, দুঃখ, বেদনা সম্পর্কে অবগত। এখানে ইঙ্গিত করা হয়েছে যে একজন ব্যক্তি যখন পৃথিবীকে ভালোভাবে দেখে এবং জ্ঞান অর্জন করে, তখন সে পৃথিবীর অন্যায় অবিচার ও দুঃখ কষ্ট ভালোভাবে বুঝতে পারে।

আলোর পথে আহ্বান: স্পিকার বলে যে এই কবি/প্রফেট ঐশ্বরিক বাণী (“Holy Word”) সম্পর্কে অবগত। সুতরাং তিনি পৃথিবীকে বা পৃথিবীর মানুষদের আহ্বান করেন যে তারা যেন কবির কথা শুনে এবং আশীর্বাদের পথে ফিরে আসে। পরিশেষে কবি আশ্বাস দেন যে, এই দুর্নীতি অন্যায় ও অবিচারের অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলো আসবে।

“Songs of Experience” কাব্যগ্রন্থের অনেক কবিতাতে আমরা “Songs of Innocence” এর কবিতার মত একই টাইটেল দেখতে পাই। কিন্তু “Songs of Experience” এর কবিতাগুলো experienced-দৃষ্টিভঙ্গি থেকে লেখা। এই কবিতাগুলোতে সমাজের অন্যায় অবিচার ও দুঃখ কষ্টের চিত্র উঠে আসে। যেমন, “The Chimney Sweeper” কবিতাতে চিমনী পরিষ্কারকারী ছোট বাচ্চাদের দুঃখ কষ্টের কথা উঠে এসেছে। এই অমানবিক শিশুশ্রমের জন্য শিশুদের বাবা-মা ও সমাজকে সমালোচনা করা হয়েছে।

google news

Read Also: Introduction Bangla Summary – Songs of Innocence

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক