fbpx

Is Tess as Pure Woman? (বাংলায়)

Question: Do you consider Tess as a pure woman? Give reasons for your Or, Is Tess a pure woman? Put forward your judgment.

এই উপন্যাসটি যখন প্রকাশিত হয়েছিল তখন চারিদিকে একরকম শোরগোল পড়ে গিয়েছিল। অনেকে উপন্যাসের উপ শিরোনাম কে অফেন্সিভ হিসেবে ব্যাখ্যা করলেও লেখকের মতে তারা আসলে এর সঠিক অর্থ বুঝতে পারেননি। থমাস হার্ডির মতে সমালোচকরা পিওর শব্দটির অর্থ খ্রিস্টান ধর্ম অনুযায়ী আত্মিক ভাবে না ভেবেই এর ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছিলেন । সুতরাং চলুন আমরা আলোচনা করি যে টেস আসলেও একজন নিষ্কলঙ্ক ও খাঁটি মহিলা কিনা সে সম্পর্কে। 

দরিদ্র ও অসহায়: লেখক টেসকে একজন খাঁটি মহিলা হিসেবে ই তুলে ধরেছেন এবং সেটাই হওয়া উচিত। উপন্যাস থেকে আমরা জানতে পারি যে টেস কখনোই এলেক এর সাথে ভালোবাসার সম্পর্কে জড়াতে চাননি। তিনি প্রথম থেকেই স্বাভাবিক ভদ্রতা এবং অন্যের মানসিক স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে যাচ্ছিলেন। এলেক তার স্ট্রবেরি খেয়ে ফেললে এবং তাকে চুমু দিলেও সে ভদ্রভাবেই তার আচরণ প্রদর্শন করে এবং তাতে কোন ধরনের ইন্টারেস্ট দেখায় না। টেস এলেক এর সাথে যাওয়ার থেকে কয়েক মাইল হেটে যাওয়া উত্তম মনে করেছিল। অ্যালেক এর প্রতি তার মায়ের অন্ধবিশ্বাস এর কারণে টেস আরো বাজেভাবে তার কাছে ফেঁসে গিয়েছিল। 

আরো পড়ুনঃ How Does Aristophanes Blend Satire and Fantasy in “The Frogs”? (বাংলায়)

এলেক এর দক্ষতাঃ অ্যালেক এমন একজন মানুষ যে মহিলাদেরকে সিডিউস করতে অত্যন্ত দক্ষ যদিও টেসকে শুরুতে খুব একটা বাগে আনতে পারেনি। অ্যালেকের চাতুরিতা টেসকে অনেকটা বিভ্রান্ত করে দেয়। টেসের মনে হচ্ছিল যে সকল শারীরিক কার্যক্রম অ্যালেক শুরু করেছে সে সম্পর্কে তার আরো বেশি সচেতন হওয়া দরকার। তবে সে আবেগের সাথে এবং সে জানে না এমন কোন ঘটনার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল না। এমনকি উপন্যাসের শেষের দিকে অ্যালেক তাকে পুনরায় একত্রিত হওয়ার জন্য অনুরোধ করলেও সে না করে দেয়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


সুযোগের ব্যবহার: অ্যালেক পর্যায়ক্রমে টেসকে মানসিকভাবে দুর্বল করে তুলছিল যার মাধ্যমে সে টেসকে তার প্রতি অনুগত করে তোলার চেষ্টা করছিল। উদাহরণ হিসেবে বলা যায় একদিন টেস অ্যালেকের সাথে ধস্তাধস্তি করে বাড়ি ফিরে আসে এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। তার প্রতিদিনের রুটিন ছিল সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠা এবং সারাদিন কঠোর পরিশ্রম করা। ঝগড়া শেষে  সন্ধ্যায় তিন মাইল হেঁটে Chasehorborough এ যেতে হয়। পাশাপাশি কোন ধরনের খাওয়া-দাওয়া বাদেই তার প্রতিবেশীর জন্য প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয় এবং এর পরে হেঁটে বাড়ি ফিরতে হয়। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত একটা বেজে যায়। ফিরে আসার পথে গভীর জঙ্গলে টেস ঘুমিয়ে পড়ে এবং এই সুযোগে অ্যালেক তাকে সিডিউস করে। এ সময় টেস শারীরিকভাবে কিংবা মানসিকভাবে আলোকে বাধা দেওয়ার মত অবস্থায় ছিল না। 

আরো পড়ুনঃ Narrate the Literary Debate Between Aeschylus and Euripides in ‘The Frogs’(বাংলায়)

সমাজের অদ্ভুত নিয়ম: টেস যখন তার মায়ের সাথে এ ব্যাপারটা শেয়ার করে তখন তার মা তাকে বলে যে সেক্স প্রকৃতির একটা স্বাভাবিক কার্যক্রম। আমরা এখানে দেখতে পাই যে টেসের ছোট থেকে বড় হয়ে ওঠা প্রকৃতির বাহিরে কোন ঘটনা নয় বরং প্রকৃতির একটা অংশ। লেখক এই উপন্যাসে প্রকৃতিকে নিরপেক্ষভাবে উপস্থাপন করেছেন যেখানে প্রকৃতি খারাপ ও না আবার একেবারে নিষ্পাপ ও না। টেস এখানে নিষ্পাপ এবং তার শারীরিক আত্মসমর্পণ একটা স্বাভাবিক ব্যাপার যেটা প্রকৃতির প্রায় প্রতিটি প্রাণীর মধ্যেই ঘটে থাকে। তবে টেস কখনোই মানসিকভাবে নিজেকে আত্মসমর্পণ করেনি বরং তার মনের বিরুদ্ধে এবং মনের অগোচরেই এই ঘটনা ঘটেছিল। এর মধ্য দিয়েই লেখক মূলত সমাজের বিভিন্ন কৃত্রিম এবং অস্বাভাবিক বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং তথাকথিত যে ধারণা সেটাই মূলত টেসকে বিভ্রান্ত করেছে। 

এলেক এর হত্যা: টেসের পিউরিটি জটিল হয়ে যায় যখন অ্যালেকের হত্যার ঘটনা সামনে আসে। কারণ সে এই কাজ জেনে বুঝেই করেছিল। টেসের জীবনের পরিণতির পিছনে অবশ্য অ্যালেকের ভূমিকা ছিল এবং তার কারণেই টেসের জীবনে নেমে আসে দুঃখ দুর্দশা ছায়া। টেস জানত যে এঞ্জেল আর কখনো ফিরে আসবে না যে কিনা টেসের সত্যিকারের স্বামী ছিল। শুধুমাত্র অ্যালেককে হত্যার মাধ্যমেই সে প্রতিশোধ নিতে পারবে। এ কারণে সে অ্যালেকের সাথে ঝগড়া শুরু করে এবং একপর্যায়ে ছুরি তার বুকে বসিয়ে দেয়। 

সমালোচকদের মতামত: এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে যে টেস প্রথমবার ধর্ষিত হওয়ার পর আরো কয়েক সপ্তাহ কেন অ্যালেকের সাথে অবস্থান করছিল। যদিও কেউ কেউ বলে যে পরবর্তীতে সে আর যৌন সম্পর্ক করেনি কিন্তু লেখক এই অবস্থা সম্পর্কে তার লেখায় স্বল্প কিছু ধারণা দিয়েছেন মাত্র। সমালোচকরা মনে করেন সে যদি নিষ্কলঙ্ক হতো তাহলে প্রথমবারেই আত্মসমর্পণ না করে পালিয়ে যেত।

আরো পড়ুনঃ Narrate the Literary Debate Between Aeschylus and Euripides in ‘The Frogs’(বাংলায়)

google news

তবে পরিশেষে আমরা এটাই বিশ্বাস করি যে নৈতিকতা এবং আত্মিক দিক থেকে টেস একদম খাঁটি একজন মহিলা। পিউরিটি শব্দটি এক্ষেত্রে শারীরিকভাবে না নিয়ে এটা মানসিকভাবে নেওয়া উচিত। টেস যদিও নতুন মানুষদের সাথে যাওয়াটাকে নিরাপদ মনে করছিল না তার পরেও অ্যালেকের কাছে আত্মসমর্পণ করা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। মানসিক দিক থেকে সে চায়নি এরকম কিছু করতে বরং তার ফ্যামিলি তার এই অবস্থার জন্য দায়ী এবং তার ইচ্ছাশক্তি কে ধ্বংস করার জন্য দায়ী।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক