fbpx

Medea – বাংলা সামারি

Medea – বাংলা সামারি

Basic Information

1. Title: Medea

2. Writer: Euripides ((480 B.C.–406 B.C.)

3. Written: 431 BC

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


4. Genre: Revenge Tragedy 

5. Published: 431 BC

6. SettingTime Setting: 431 BC.

                    Place Setting: Corinth.

7. Themes: Women and Feminism, Revenge, Betrayal, Exile, Marriage, Cunning and Cleverness, Love.

Characters:

Main Characters: 

Medea :  Protagonist of the play. Princess of Colchis. Daughter of king Aeetes and first wife of Jason.
Jason : Prince of Iolcus. Son of king Aeson. His first wife is Medea and second wife is Glauce.

google news

Secondary Characters 

Glauce: Second wife of Jason and daughter of King Creon. Princess of Corinth.

Creon : King of Corinth. Father of Glauce. Father in law of Jason.

Minor Characters
Aegeus : King of Athens
Pelias :  Uncle of Jason.
Nurse :  Maid servant of Medea.
Chorus : A group of women of Corinth.

Golden Fleece

গ্রিক মিথলজি অনুসারে গোল্ডেন fleece হচ্ছে একটা ভেড়ার চামড়া। এই ভেড়ার পাখা ছিল এবং এর লোমগুলো বা পশমগুলোও ছিল স্বর্ণের। এই ভেড়ার নাম ছিল Chrysomallos. Phrixus এই ভেড়া উদ্ধার করে কলকিস রাজ্যে নিয়ে আসেন। এই ভেড়ার রূপ নিয়েছিল মূলত Nephele, যে ছিল Phrixus এর মা. এখানে Phrixus এই ভেড়া দেবতা জিওসের উদ্দেশ্যে উৎসর্গ করেন। আর এর চামড়া কলকিস রাজ্যের রাজা Aeetes কে দিয়ে এটা পবিত্র কোন বনে লুকিয়ে রাখতে বলেন। Aeetes এটাই করে। সে একটা বনে গাছের নিচে এই গোল্ডেন fleece লুকিয়ে রাখে, যাকে কিনা একটা ড্রাগন পাহারা দিচ্ছিল। এই ড্রাগন কখনোই ঘুমাতো না। ড্রাগনটা মূলত গাছের উপরে ছিল।  জেসন এই golden fleece চুরি করতে কলকিস রাজ্যে যায় এবং মিডিয়ার সাহায্যে চুরি করতে সফল হয়। আসলে মিডিয়া তার জাদুর সাহায্যে এই ড্রাগনকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তাই জেসন এটা চুরি করতে সফল হয়। এই golden fleece authority and kingship এর প্রতীক (symbol).

আরো পড়ুন: Agamemnon বাংলা সামারি 


নাটকের বিষয়বস্তু

Medea (মিডিয়া) জনপ্রিয় একজন গ্রিক ট্রাজিডিয়ান ইউরিপিডিস (Euripides) এর একটি প্রাচীন গ্রিক ট্রাজিডি। এটা মূলত একটি রিভেঞ্জ ট্রাজেডি। ইতিহাসে এই নাটকেই সর্বপ্রথম ফ্যামিনিজম দেখানো হয়েছে। এটা খ্রিষ্টপূর্ব 431 সালে রচিত  হয়েছিল। এখানে জেসন এবং মিডিয়ার কল্পকাহিনী (myth) দেখানো হয়েছে। নাটকের বিষয়বস্তু মূলত কলকিস (colchis) রাজ্যের রাজকন্যা এবং জেসনের স্ত্রী মিডিয়াকে কেন্দ্র করে রচিত।  করিন্থের রাজকন্যা গ্লাওসির সম্পদ ও সৌন্দর্যের জন্য জেসন মিডিয়াকে ত্যাগ করে।  আর তাই, মিডিয়া জেসনের নতুন স্ত্রী গ্লাওসি ও তার নিজের দুই ছেলেকে খুন করে জেসনের উপরে প্রতিশোধ নিয়েছিল। তারপরে সে নতুন জীবন শুরু করতে এথেন্সের রাজা Aegeus (এজিয়াস) এর সাথে এথেন্সে পালিয়ে যায়।

Medea – বাংলা সামারি

1.পেলিয়াসের ইয়োলকাস রাজ্যের রাজা হওয়া

মিডিয়া নাটকটি একটা দ্বন্ধের বর্ণনা দিয়ে শুরু হয়। শুরুতেই দেখানো হয়, রাজপ্রাসাদের বাইরে একজন নার্স বিলাপ করে অতীতের কিছু ঘটনা বর্ণনা করছে। অতীতের এই ঘটনা বর্তমান সমস্যা তৈরির পেছনে করেছে। নার্স বলে ইয়োলকাস (Iolcos) রাজ্যের রাজা ছিল ইসোন (Aeson). তার মৃত্যুর সময়ে তার পুত্র জেসন ছিল খুবই ছোট। ছোট জেসনের রাজ্য পরিচালনা করার মত ক্ষমতা ছিলনা । তাই রাজা ইসোন, তার সৎ ভাই পেলিয়াস (Pelias) কে রাজ্য পরিচালনার দায়িত্ব দিলেন এবং বলে গেলেন জেসনকে লেখাপড়া করার জন্য বিদেশে পাঠাতে। তিনি আরও বলেন, জেসন লেখাপড়া করে প্রাপ্তবয়স্ক হয়ে ফিরে আসার পর রাজ্যের ক্ষমতা জেসনকে যেন প্রদান করা হয়। এবার পেলিয়াস ইয়োলকাস রাজ্যের রাজা হলো।

2. জেসনের ফিরে আসা ও মিডিয়ার সাহায্যে golden fleece সংগ্রহ করা
অনেক বছর পরে জেসন বিদেশ থেকে ফিরে আসে। তার লেখাপড়া শেষ হয়। এসেই সে তার চাচা পেলিয়াসের কাছে তার রাজক্ষমতা দাবি করে। কিন্তু পেলিয়াস তার ক্ষমতা ছাড়তে করতে চায় না। সে একটা কৌশল অবলম্বন করে। সে জেসনকে বলে তুমি যদি কাউকে ভয় পাও ,তাহলে তোমার কি করা উচিত? জেসন তখন বলে তাকে গোল্ডেন ফ্লিস আনতে দেওয়া উচিত। জেসনের বুদ্ধির তখন সে অনেক প্রশংসা করে। সে জেসনকে কৌশলে কলকিস রাজ্যে পাঠায় গোল্ডেন ফ্লিস (fleece) আনতে। তখনো পর্যন্ত যারাই গোল্ডেন ফ্লিস আনতে গিয়েছিল, তারা সবাই মারা গিয়েছিল। পেলিয়াস ভাবে, জেসনও গোল্ডেন ফ্লিস আনতে গিয়ে মারা যাবে। তাই পেলিয়াস তাকে বলে, “তুমি রাজ্য পরিচালনায় যোগ্য হয়েছ কিনা, এর জন্য তোমাকে তোমার যোগ্যতার প্রমাণ দিতে হবে”। গোল্ডেন ফ্লিস আনতে পারলে জেসনকে রাজ্যের সিংহাসন হস্তান্তর করার প্রতিশ্রুতি দেয় পেলিয়াস।

জেসন ছিলো অনেক সাহসী । সে পেলিয়াসের শর্ত রাজি হয় এবং শক্তিশালী যুবকদের নিয়ে একটা দল গঠন করে। এরপর তারা আরগো (Argo) নামের একটা জাহাজে করে কলকিসে যাত্রা শুরু করে গোল্ডেন ফ্লিন্স আনার জন্য। কলকিস রাজ্যের রাজা এইটিস (aeetes) কলকিস রাজ্যে জেসনের আগমনে মোটেও খুশি হননা। তিনি চান না কেউ কলকিস রাজ্য থেকে গোল্ডেন ফ্লিস অর্জনে সক্ষম হোক। কারন গোল্ডেন ফ্লিস কলকিস রাজ্যের জন্য একটা সম্মানের বস্তু।

কিন্তু কলকিস রাজ্যের রাজকন্যা, রাজা Aeetes এর মেয়ে, মিডিয়া (Medea) জেসনকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে, যাকে বলে love at first sight. জেসনও মিডিয়াকে ভালোবেসে ফেলে। মিডিয়া আগে থেকেই জাদুবিদ্যা চর্চা করতো। অর্থাৎ সে জাদু শিখতো । তাই যাদুবিদ্যা দিয়ে সে জেসনকে গোল্ডেন ফ্লিস অর্জনে সাহায্য করে। এমনকি জেসনকে ভালোবাসার জন্য মিডিয়া, নিজ ভাই এপসারটাস (Apsyrtus) কে হত্যা করে এবং নিজের বাবাকে ধোকা দিয়ে। এরপর মিডিয়া জেসনকে বিয়ে করে এবং গোল্ডেন ফ্লিস নিয়ে তারা কলকিস রাজ্য থেকে পালিয়ে ইয়োলকাসে (iolcos) চলে আসে।

আরো পড়ুন: Medea – বাংলা সামারি 

3. পেরিলাসকে হত্যা
গোল্ডেন ফ্লিস আনার পর জেসন তার চাচা পেলিয়াসকে বলে তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে। কিন্তু পেলিয়াস ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। এবারও মিডিয়া জেসনকে সাহায্য করে। মিডিয়া তার যাদুবিদ্যা প্রয়োগ করে এবং পেলিয়াসের সন্তানদের দ্বারাই পেলিয়াসকে হত্যা করায়। এরপর জেসন সিংহাসনে বসে এবং রাজা হয়। 

4. মিডিয়া ও জেসনের কোরিন্থে নির্বাচন

কিন্তু ইয়োলকাস এর জনগন পেলিয়াসের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জেসন ও মিডিয়াকে কোরিন্থে (Corinth) নির্বাসন দেয়।  ইতোমধ্যে জেসন ও মিডিয়ার দুই ছেলের জন্ম হয়েছে। দুই ছেলেসহ জেসন ও মিডিয়া কোরিন্থে পৌছালে, কোরিন্থের রাজা ক্রেয়ন (Creon) তাদের থাকতে দেয়। 

আরো পড়ুন: The Frogs বাংলা সামারি

5. জেসনের গ্লাওসিকে বিয়ে বা বিশ্বাসঘাতকতা

কিন্তু জেসন ছিলো লোভী প্রকৃতির। সে বিলাসবহুল জীবনের আশায় মিডিয়ার কথা না ভেবেই রাজা ক্রেয়ন এর মেয়ে গ্লাওসিকে (Glauce) বিয়ে করে। এতে মিডিয়া অনেক কষ্ট পায় এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। আসলে নাটকের শুরুতেই নার্স (nurse) এই ঘটনার বর্ণনা করেই বিলাপ করেছিলো। 

6. মিডিয়াকে কোরিন্থ থেকে তাড়িয়ে দেবার ঘোষণা 

এরপর মিডিয়ার প্রতিশোধের ভয়ে রাজা ক্রেয়ন মিডিয়াকে ও তার সন্তানদের কোরিন্থ রাজ্য থেকে তাড়িয়ে দেয়ার ঘোষণা দেন। রাজ্য ছাড়তে মিডিয়াকে একদিন সময় দেওয়া হয়। মিডিয়া একদিনের মধ্যেই তার উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মিডিয়া ক্রেয়ন, গ্লাওসি ও জেসনকে হত্যার কথা ভাবতে থাকে। এবার জেসন মিডিয়ার কাছে আসে এবং মিডিয়াকে বলে, সে যেন বাড়াবাড়ি না করে। জেসন বলে, সে সবার ভালোর জন্যই গ্লাওসিকে বিয়ে করেছে। কিন্তু মিডিয়া জেসনকে উচিত শিক্ষা দিবেই। কারণ যেই জেসনের জন্য সে নিজের ভাইকে হত্যা করেছে এবং বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জেসন তাকে ঠকিয়েছে। এদিকে এথেন্সের রাজা এজিয়াস কোরিন্থে আসে ও মিডিয়ার সাথে দেখা করে। সে মিডিয়াকে তার রাজ্য নিরাপদ আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে এর বিনিময়ে মিডিয়া সন্তানহীন এজিয়াসকে একটা ঔষধ দেবে, যাতে এজিয়াসের সন্তান হয়। এতে করে এজিয়াস তার উত্তরসূরী পাবে। 

7. মিডিয়ার প্রতিশোধ গ্রহণ

তারপর মিডিয়া প্রতিশোধ নেয়ার জেসনকে শিক্ষা দেয়ার জন্য গ্লাওসির সাথে তার দুই ছেলেকেও হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক মিডিয়া জেসনকে ডেকে সবকিছু মেনে নেওয়ার ভান করে। মিডিয়া তার দুই ছেলেকে দিয়ে গ্লাওসির কাছে কিছু উপহার পাঠায়। গ্লাওসি উপহারগুলো গ্রহন করে। উপহার গুলোর একটা ছিলো একটা জামা, যাতে বিষ লাগানো ছিলো, অন্যটি হলো করোনেট (ছোট মাপের মুকুট)। গ্লাওসি মুকুট আর জামা পরিধান করার পর বিষক্রিয়ায় মারা যায়। ক্রেয়ন তাকে সাহায্য করতে আসায়, বিষক্রিয়ায় সেও মারা যায়। এরপর মিডিয়া তার দুই ছেলেকেও হত্যা করে। আর জেসনকে না মেরে একা ছেড়ে দেয়। সে মূলত জেসনকে প্রিয়জন হারানোর কষ্ট বোঝাতেই এমনটা করে।  মিডিয়া তার মৃত সন্তানদের লাশ নিয়ে হেরা দেবীর রাজ্যে চলে যায়। সেখানে তাদের সৎকার হয়। এরপর সে এথেন্স চলে আসে। এভাবেই মিডিয়া জেসনের উপরে প্রতিশোধ নেয়। আর এদিকে সবকিছু হারিয়ে জেসন একদম একা হয়ে যায় এবং পাগলপ্রায় হয়ে যায়।

আরো পড়ুন: Iliad Bangla summary

Mottaleb Hossain
Mottaleb Hossain
This is Mottaleb Hossain, a researcher of theology and English literature and language. One of the seven members of literatureXpres, a worldwide online educational institution. Educational Qualification: BTIS(Bachelor of Theology and Islamic Studies)

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক