Of Studies Bangla Summary
Key Facts
- Writer: Francis Bacon (1561-1626)
- Title of the Writer: Father of English essay and prose.
- Published Date: 1597
- Genre: Essay
- Main theme: Benefits of studies
- Tone: Sincere and Serious
- Setting: Time Setting: In the late 16th century, 1597
Place Setting: There is no Place Setting.
Of Studies Meaning: Most of Francis Bacon’s essays are preceded by Of. He used it to highlight the topic’s negative and positive aspects, for example, ‘Of Studies,’ ‘Of Revenge,’ and ‘Of Marriage and Single Life’. In these essays, he mainly presents both sides and makes his readers aware of both sides.
Of Studies এর অর্থ: Francis Bacon এর বেশিরভাগ প্রবন্ধের আগে Of আছে। এটা তিনি ব্যবহার করেছেন ওই টপিকের নেগেটিভ এবং পজেটিভ, উভয় দিকটা তুলে ধরতে। যেমন, Of Studies, Of Revenge ও Of Marriage and Single Life. এই প্রবন্ধগুলোতে মূলত তিনি উভয় দিক তুলে ধরেছেন এবং তার রিডারদের উভয় দিক সম্পর্কে সচেতন করেছেন।
Symbols:
Books: Books symbolize knowledge and learning. Bacon emphasizes the importance of reading and studying various books to expand one’s understanding of the world.
Conversation: Conversation symbolizes the exchange of ideas and knowledge between individuals. Bacon argues that a balance between reading and conversation is essential for a well-rounded education.
Writing: Writing symbolizes preserving and organizing knowledge. Bacon notes that writing helps solidify one’s understanding of a subject and allows for sharing knowledge across time and space. It symbolizes the act of capturing thoughts and ideas for future reference.
Histories and Poetry: These represent two different types of literature. Histories symbolize factual accounts and lessons from the past, while poetry symbolizes imaginative and creative works that stimulate the mind.
Time: Time is a recurring theme that symbolizes the finite nature of human life. Bacon underscores the importance of using one’s time wisely by engaging in purposeful study and learning to make the most of our limited time.
Selected Quotations
“Studies serve for delight, for ornament, and for ability”- Francis Bacon
Explanation: Francis Bacon meant that studying brings joy, embellishment, and practical skills.
“To spend too much time in studies is sloth; to use them too much for ornament is affectation; to make judgment wholly by their rules is the humor of a scholar“- Francis Bacon.
Explanation: This quote suggests that balance is essential in using studies: avoiding excessive laziness, superficial display, or rigid adherence to scholarly rules.
“Crafty men contemn studies, simple men admire them, and wise men use them“- Francis Bacon.
Explanation: This quote suggests that intelligent people value and utilize studies, while those less wise either dismiss or merely appreciate them.
“Read not to contradict and confute, nor to believe and take for granted, but to weigh and consider”- Francis Bacon.
Explanation: This quote emphasizes reading critically and thoughtfully, avoiding blind acceptance or contradiction.
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested”- Francis Bacon.
Explanation: Francis Bacon suggests that different books should be approached with varying levels of depth and contemplation.
“Reading maketh a full man; conference a ready man; and writing an exact man”- Francis Bacon.
Explanation: This quote by Francis Bacon suggests that reading cultivates knowledge, conversation enhances quick thinking, and writing promotes precision.
“Histories make men wise; poets witty; the mathematics subtle; natural philosophy deep; moral grave; logic and rhetoric able to contend”– Francis Bacon.
Explanation: This quote highlights how different fields of study cultivate various intellectual qualities in individuals.
“Abeunt studia in mores“- Francis Bacon
Explanation means “Studies pass into character,” highlighting how education and learning shape one’s behavior and personality over time.
Themes:
Importance of Education: Bacon emphasizes the value of education and learning. He believes that studying contributes to the intellectual development of individuals and enhances their understanding of the world.
Balancing Different Types of Study: Bacon suggests engaging in various studies, including books, experiences, and interactions. He advises against focusing solely on one type of study, as a well-rounded education involves a mix of theoretical and practical learning.
Critical Thinking: The essay promotes cultivating critical thinking skills through studying. Bacon encourages readers to question and analyze their learning, fostering independent thought.
Practical Application: Bacon stresses the importance of applying knowledge gained from studies to real-life situations. He believes that the ultimate purpose of studying is to make a person more effective in practical matters.
Avoiding Excessive Study: While promoting the value of study, Bacon also warns against excessive or obsessive studying. He advises maintaining a balance between study and other aspects of life.
Selective Reading: Bacon advises readers to be selective in their reading choices. He suggests focusing on quality rather than quantity and recommends avoiding superficial reading.
Wisdom and Experience: Bacon highlights that reading and experience contribute to wisdom. While books provide knowledge, experience adds depth and practical understanding.
Time Management: Bacon suggests managing time wisely by allocating specific periods for different activities, including reading, contemplation, and action. This reflects his belief in organizing one’s schedule to maximize productivity.
Social Interaction: The essay touches on the idea that engaging in conversations and discussions with others is a form of intellectual growth. It’s through interactions that ideas are refined and expanded upon.
Personal Development: Bacon sees studying as a means of personal development and self-improvement. He views learning as a lifelong journey that contributes to an individual’s growth and maturity.
Background
“Of Studies” is an essay by Francis Bacon, an English philosopher, statesman, scientist, and author. It was first published in 1597 as part of his collection of essays titled “Essays or Counsels, Civil and Moral.” In this essay, Bacon discusses the benefits and advantages of studying and reading. He emphasizes the importance of a well-balanced and practical approach to learning, advocating for a blend of reading, observation, and experience to enhance one’s knowledge and wisdom. Bacon’s writing reflects his belief in the power of education and the pursuit of knowledge for personal and societal growth.
পটভূমি: ১৯৯৭ সালে ফ্রান্সিস বেকনের প্রবন্ধের বই “Essays or Counsels, Civil and Moral” প্রকাশিত হয়। এরই একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হচ্ছে অফ স্টাডিস। এই প্রবন্ধে ফ্রান্সিস বেকন পড়াশোনার সুবিধাগুলো উল্লেখ করেন। পড়াশোনা, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের জন্য সঠিক এবং বাস্তববাদী শিক্ষার গুরুত্ব বেকন ব্যাখ্যা করেছেন। বাস্তববাদী শিক্ষা মূলত মানুষকে জ্ঞানী করে তোলে। বেকন বলেছেন, পড়াশোনা করলে নিজস্ব এবং সামাজিক সমৃদ্ধি বাড়বে।
Of Studies Bangla Summary
1.The Uses of Studies- পড়াশোনার ব্যবহার: প্রবন্ধটির শুরুতেই বেকন বলেছেন কেন মানুষ পড়ালেখা করে? এর মূলত তিনটা কারণ রয়েছে।
- Delight – আনন্দ পেতে
- Ornament- নিজের ভাষাকে অলংকৃত করার ক্ষেত্রে
- Ability- সামর্থ্য বৃদ্ধি করতে
তবে বেকন প্রথমটা অর্থাৎ Delight কেই বেশি প্রাধান্য দিয়েছেন। মানুষ অবসর সময়ে বই পড়লে বেশি আনন্দ পাবে। আর মানুষ যখন কথা বলতে যাবে, তখন তার আলোচনা সুন্দর হবে। এটাই হচ্ছে Ornament. আর বিচার করার ক্ষেত্রে অথবা কোন কাজের বিকাশের ক্ষেত্রে পড়াশোনা মানুষকে Ability দেয়। Ability কে ব্যাখ্যা করতে গিয়ে পরের লাইনেই বেকন বলেছেন, শিক্ষিত মানুষ সুন্দর পরামর্শ এবং সুন্দর পরিকল্পনার দিতে পারে। উদাহরণ স্বরূপ, কোন একজন অশিক্ষিত মানুষ কোন একটা কাজে এক্সপার্ট হতেই পারে, সুন্দরভাবে কোন কাজ করতেই পারে, তবে পরামর্শের দিক থেকে এবং সুন্দর পরিকল্পনার দিক থেকে শিক্ষিত মানুষেরা অশিক্ষিত এক্সপার্ট মানুষের চেয়েও সুন্দর পরামর্শ দিতে পারে।
2. The Abuses of Studies – পড়াশোনার অপব্যবহার: এবার বেকন পড়ালেখার অপব্যবহার দেখিয়েছেন। তার মতে পড়াশোনায় বেশি সময় ব্যয় করাটা হচ্ছে অলসতা। কথায় কথায় নিজেকে শিক্ষিত বলে জাহির করাটা হচ্ছে লোক দেখানো। আবার শুধুমাত্র পড়াশোনার উপরে নির্ভর করে কোন কিছুর বিচার করাটা হচ্ছে হাস্যরস সৃষ্টি করা বা পাগলামি করা।
3.Studies and Experience Complemented Each Other – পড়াশোনা এবং অভিজ্ঞতা একে অপরের পরিপূরক:
পড়াশোনা মানুষের আচার ব্যবহার এগুলোকে পারফেক্ট করে। তবে পড়াশোনাকে পারফেক্ট করার জন্য প্রয়োজন অভিজ্ঞতা। বেকন এখানে বলেছেন, মানুষ জন্মসূত্রেই অনেক যোগ্যতা পায়। এই যোগ্যতা গুলোকে বিকশিত করতে মানুষকে অনেক পড়াশোনা করতে হবে ও অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে। পড়াশোনা করলে মানুষ নিজেই বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা নিজেকে দিতে পারে। এজন্য তিনি পড়াশোনার সাথে অভিজ্ঞতার একটা সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন।
4.Studies as Catalyst – অনুঘটক হিসেবে পড়াশোনা: চালাক বা ধূর্ত প্রকৃতির লোক, পড়াশোনাকে অকেজো বলে মনে করে। সাধারণ মানুষেরা পড়াশোনার প্রশংসা করে। আর জ্ঞানী মানুষেরা জীবনের অর্জিত জ্ঞানকে কাজে লাগায়। বেকন বলেছেন, শুধু পড়ালেখা করলেই হবে না, জ্ঞানীও হতে হবে। বইয়ের জ্ঞানকে তিনি কাজে লাগাতে বলেছেন, আবার ব্যবহারিক জ্ঞান থাকলেও তার প্রশংসা করেছেন। ব্যবহারিক জ্ঞানকে বইয়ের জ্ঞানের চেয়ে ভালো বলেছেন। ব্যবহারিক জ্ঞান শুধুমাত্র পর্যবেক্ষণ দাঁড়াই অর্জন করা সম্ভব। পড়াশোনার উদ্দেশ্য বিভ্রান্ত সৃষ্টি করা নয়, অথবা অন্ধের মতো বিশ্বাস করা নয়, সুন্দর বলে কথা বলার জন্য নয়। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে, ভালো ও খারাপের মধ্যে বিচার করা।
5. Reading Procedure- কিভাবে পড়তে হবে: এখানে বেকন ৩ ভাবে বই পড়ার কথা বলেছেন।
- Test – আংশিকভাবে কিছু পার্ট পড়া
- Shallow- তাৎক্ষণিক পড়া ও মনোযোগ না দিয়ে পড়া
- Chew and Digest- সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া এবং মনে রাখা
কিছু বই আছে, যেগুলো শুধুমাত্র আংশিকভাবে পড়ে যেতে হবে। এর কিছু চ্যাপ্টার পড়লেই হবে। কিছু বই তাৎক্ষণিকভাবে পড়তে হবে তবে মনোযোগ না দিয়ে পড়তে হবে। আর কিছু বই একেবারে ভালো করে পড়ে ফেলতে হবে এবং হজম করে ফেলতে হবে। অর্থাৎ অত্যাধিক মনোযোগ সহকারে পড়তে হবে।
6. Modes of Study and Their Uses – পড়াশোনার ধরন ও তার ব্যবহার: পড়াশোনা করলে একজন মানুষ পরিপূর্ণ হয়। আলোচনা করলে একজন মানুষ প্রস্তুত হয়। আর লিখলে মানুষ পারফেক্ট হয় বা সঠিক হয়, তার ভেতরে কোন ভুল থাকে না। বেকন মূলত বলেছেন, লিখলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে ও আলোচনা করলে মানুষের উপস্থিত বুদ্ধি বাড়ে।
7.Different Values of Different Subjects – বিভিন্ন সাবজেক্ট পড়ার গুরুত্ব: বিভিন্ন সাবজেক্টের যে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, তা এখানে বেকন তুলে ধরেছেন। তিনি বলেছেন ইতিহাস মানুষকে জ্ঞানী করে, কবিদের বা সাহিত্যিকদের উপস্থাপনা অনেকটা মজাদার বা সুন্দর হয়। গণিত চর্চাকারীর ব্রেইন অনেক সূক্ষ হয়। দর্শন চর্চা করলে মানুষের চিন্তা ভাবনা গভীর থেকে গভীরতর হবে। নীতিশাস্ত্র পড়লে মানুষ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যুক্তিবিদ্যা এবং অলংকার শাস্ত্র মানুষকে যুক্তি দিতে সাহায্য করে, অর্থাৎ যুক্তিবাদী হয়ে ওঠে। পড়াশোনাই মানুষের চরিত্র গঠন করে।
8. Curative Power of Studies – নিরাময় (মনের রোগ) করতে পড়াশোনা: বেকন বলেছেন জ্ঞান চর্চার ক্ষেত্রে কোন বাধা নেই। তবে যদি কখনো কোনো বাধা আসে, তা দূর করা সম্ভব। এটা সম্ভব শুধুমাত্র উপযুক্ত পড়াশোনার মাধ্যমে। শারীরিক ব্যায়ামের মাধ্যমে যেমন শারীরিক বিভিন্ন রোগ দূর করা যায়, ঠিক তেমনি নিয়মিত পড়াশোনা করলে মনের রোগ দূর করা সম্ভব। কিডনি এবং মূত্রাশয় থেকে পাথর অপসারণ করতে Bowling খেলা ভালো। ফুসফুস এবং বুকের জন্য Shooting খেলা ভালো। পাকস্থলীর জন্য হাঁটা ভালো। Horse Riding করলে ব্রেইনের এক্সারসাইজ হবে। এরকম আরো অনেক ব্যায়াম আছে। বেকন বলেছেন, যদি কোনো মানুষের বুদ্ধি এলোমেলো হয়ে যায়, তাকে গণিত অধ্যয়ন করতে দিন। এতে তার ব্রেইন ঠিক হয়ে যাবে। এতেও যদি তার ব্রেইন ঠিক না হয়, তাকে আবার গণিত করা শুরু করতে হবে।
যদি তার ব্রেইন ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে না পারে, তাহলে তাকে মধ্যযুগীয় দার্শনিকদের দর্শনশাস্ত্র পড়তে দিতে হবে। কারণ এই মধ্যযুগীয় দার্শনিকরা একদম সূক্ষ্মভাবে কোন কিছুর পার্থক্য দেখাতে সক্ষম ছিলেন। কোন মানুষ যদি যৌক্তিকভাবে কোন কাজ করতে না পারে এবং কোন কিছু যদি মনে করতে না পারে, তবে তাকে আইনজীবীদের মামলা অধ্যয়ন করতে হবে অর্থাৎ আইন শাস্ত্র পড়তে হবে। তাই বেকনের মতে, মনের প্রতিটি ত্রুটির একটি বিশেষ নিরাময় বা প্রতিকার আছে।
So helpfull for me,,,,