Out Out Bangla Summary (বাংলায়)
Publish: In Frost’s Collection Mountain Interval (1916)
Geographical Setting: Pastoral Environment of Vermont
Verse: Blank
“Out, Out” কবিতাটি একটি অল্প বয়সী এক ছেলেকে নিয়ে লেখা যে একটি স-মিলে কাজ করে। কবিতাটি শুরু হয় তাৎক্ষণিক কিছু বর্ণনা দিয়ে। মিলের যন্ত্র এক ধরনের শব্দ করছে, কাঠের মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে ইত্যাদি।
আরো পড়ুন: Birches Bangla Summary (বাংলায়)
এর আবার কবি তার বর্ণনায় ফেরত আসেন। কার্যদিবস প্রায় শেষের পথে। ছেলেটির বোন তাকে খাওয়ার জন্য ডাকতে এসেছে। সে চেষ্টা করছে দ্রুত কাজ শেষ করার। ঠিক সেই মুহূর্তে সে করাতের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। করাতের নিচে তার হাত কাটা পড়ে যায়। তাকে হাসপাতালে নেয়া হয়।
সে তার বোনকে বার বার অনুরোধ করে যেন তার হাতটা কেটে না ফেলা হয়। কিন্তু ততক্ষণে হাত কেটেই গেছে। ডাক্তার তাকে ইথার প্রয়োগ করে, কিন্তু সে তখনই মারা যায়। এখানে কারোরই কিছুই করার ছিলোনা। তারপর সবাই নিজ নিজ কাজে ফিরে যায়। কর্মব্যস্ত মানুষের জীবনে একটা মৃত্যুকে নিয়ে এত ভাবার সময় নেই।
Themes: Life and Death, Humankind and Technology
Symbol: The Buzz Saw
আরো পড়ুন: The Oven Bird Bangla Summary (বাংলায়)