Phaedra- বাংলা সামারি
Basic Information
1. Title: Phaedra
2. Writer: Annaeus Seneca (04 BCE- 65 CE)
3. Written: Before 50 CE
4. Genre: Tragedy/ Roman Tragedy
5. Published: 54 CE/ 1st century
6. Setting: Time Setting: 1st century
Place Setting: Athens.
7. Themes: lust, revenge, passion, sex and religion.
Characters:
1. Phaedra: (Protagonist) Wife of Theseus. She falls in love with her stepson Hippolytus.
2. Hippolytus: Son of Theseus and stepson of Phaedra.
3. Theseus: King of Athens. Father of Hippolytus and husband of Phaedra.
4. Oenone: Phaedra’s nurse.
5. Aricia: Hippolytus falls in love with her.
Phaedra- বাংলা সামারি
১.Theseus এর পাতালে গমন ও না ফেরা
Phaedra একটি রিভেঞ্জ ট্রাজেডি। নাটক শুরু হয় এভাবে যে Theseus (Phaedra এর স্বামী)পাতালে গিয়েছিল 4 বছর আগে।সে পাতালে গিয়েছিল মূলত তার বন্ধু Pirithous কে সাহায্য করার জন্য Persephone (Pluto’s wife)কে অপহরণ করতে। কিন্তু Theseus 4 বছর পরেও পাতাল থেকে আর আসছে না।
২. Hippolytus এর প্রতি Phaedra এর দুর্বলতা
তাই Phaedra খুব একাকী অনুভব করে। Hippolytus ( Theseus এর পুত্র , Phaedra এর সৎ পুত্র) শিকার করতে ভালোবাসে। সে রাজপ্রাসাদের চেয়ে বন-জঙ্গল এবং প্রকৃতি পছন্দ করে। সে শিকারে সাহায্য পাওয়ার জন্য একজন দেবীর পূজা করে, যার নাম Diana (শিকারের দেবী)। Hippolytus শিকারের উদ্দেশ্যে রাজপ্রাসাদ ত্যাগ করার পরে Phaedra খুব হতাশাগ্রস্থ হয়। তার সেবিকা তাকে জিজ্ঞাসা করে ,তার সমস্যাটা কি? Phaedra তখন বলে সে Hippolytus কে Theseus এর অনুপস্থিতিতে ভালবেসে ফেলেছে।
আরো পড়ুন: Medea বাংলা সামারি
৩. Phaedra এর মায়ের কাহিনী
তখন সেবিকা Phaedra এর মায়ের কাহিনী বলে। Phaedra এর মায়ের (pasiphae) লালসা একটা ষাঁড়ের প্রতি ছিল , এর ফলে তার মা একটা দানবের জন্ম দিয়েছিল( অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়)। দানবটিকে Theseus নিজে হত্যা করে। Phaedra বলে, সে ভেনাস এর অভিশাপের স্বীকার। Venus ও Mars একে অন্যকে ভালোবাসতো, যা অ্যাপোলো এবং Phaedra এর পূর্বপুরুষগণ প্রকাশ করে। তাই ভেনাস তাদের উপর রাগান্বিত।
৪. Phaedra কে সেবিকার সাহায্য
সেবিকা তখন Phaedra কে বলে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু Phaedra তা কোনোভাবেই পারে না। সে নিজেকে একটা জাহাজের সাথে তুলনা করে, যে জাহাজটি সমুদ্র ঝড়ের কবলে পড়েছে। সে বলে তার লালসা তার সর্বনাশ করবে। সেবিকা Phaedra এর অবস্থা বুঝতে পারে। সেবিকা তাকে সাহায্য করার জন্য মনস্থির করে। Hippolytus মেয়েদের ঘৃণা করে। তাই সে একা থাকতে পছন্দ করে। Hippolytus যখন শিকার করে রাজ প্রাসাদে ফিরে, সেবিকা তখন তাকে বলে Hippolytus এর উচিত হবে সময়ের সঠিক ব্যবহার করা, খাবার ,মদ ও নারীসঙ্গ নেওয়া।
৫. Hippolytus এর দ্বারা Pheadra এর প্রত্যাখ্যান হওয়া
Hippolytus সেবিকার এই কথা পছন্দ করেনি। সে বলে প্রকৃতি সবচেয়ে ভালো জায়গা আর মহিলারা সকল খারাপের মূল। ঠিক ওই সময়ে Phaedra ওই জায়গায় আসে এবং সব শুনে ফেলে। সে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করে। Hippolytus তাকে জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি সে কিভাবে অসুস্থ হয়ে পড়ে গেল। Phaedra তখন সবকিছু তাকে বলে । সে Hippolytus কে ভালোবাসে। Hippolytus এটা কোনোভাবেই মানতে পারে না। সে বলে Phaedra তার মায়ের (Pasiphae)চেয়েও খারাপ। Hippolytus , Phaedra কে হত্যা করার জন্য তার তরবারি উঠায়। Phaedra তাকে বলে আমাকে মেরে ফেলো। Hippolytus তাকে মারতে পারেনা বরং সে তরবারি ফেলে দিয়ে বনে চলে যায়। Phaedra তাকে প্রত্যাখ্যান করার অপমান মানতে পারেনা।
আরো পড়ুন: Iliad Bangla summary
৬. Hippolytus এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও তার মর্মান্তিক মৃত্যু
তখন সেবিকা একটি পরিকল্পনা করে যে, সে Hippolytus এর ওপরে অভিযোগ আনবে এই বলে যে Hippolytus তার সৎ মা Phaedra কে রেপ করতে চেয়েছিল। প্রমাণস্বরূপ Hippolytus এর তরবারি রয়ে গেছে। Theseus ইতিমধ্যেই চার বছর পর পাতাল থেকে তার রাজ্যে ফিরে আসে। সে দেখে তার স্ত্রী Phaedra অনেকটা হতাশাগ্রস্থ। Phaedra তখন বলে কেউ একজন তাকে রেপ করতে চেয়েছিল। তারপর সে Hippolytus এর তরবারি Theseus কে দেখায়। Theseus খুব রাগান্বিত হয় এবং তার পিতা Neptune(Theseus এর পিতা) কে বলে Hippolytus কে হত্যা করতে। এরপরে একজন দূত আসে এবং Hippolytus এর মৃত্যুর খবর দেয়। মৃত্যুর বর্ণনায় বলা হয় যে, একটা দৈত্য সমুদ্র থেকে উঠে আসে এবং Hippolytus এর ঘোড়াকে ধাওয়া করে। Hippolytus ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে যায় কিন্তু ঘোড়ার লাগাম তার পায়ের সাথে আটকে যায়। ঘোড়াটি দৌড়াতে থাকে আর Hippolytus এর শরীর পাথরে লেগে টুকরো টুকরো হয়ে যায়।
৭. অবশেষে সত্য প্রকাশ হওয়া এবং ট্রেজিক ইন্ডিং
Hippolytus এর মৃত্যুর বর্ণনা শুনে Phaedra অনুতপ্ত হয় এবং সঠিক সত্য স্বীকার করে। এরপর সে নিজের তরবারি দিয়েই আত্মহত্যা করে। Theseus নিজেকে অভিশাপ দেয় এই বলে যে, সে কোনরূপ অনুসন্ধান ছাড়াই এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। Theseus আদেশ করে Hippolytus কে সঠিক ভাবে সমাহিত করার জন্য। সে আরো বলে Phaedra কে গভীর মাটির নিচে চাপা দিতে এবং অনেক মাটি তার অপবিত্র মাথার উপর দিতে।
আরো পড়ুন: The Frogs- বাংলা সামারি
We are quite indebted to you, sir…
Happy learning
Very helpful,,,, thank you so much, sir.
Thank you
Thanks 🥰