Stopping by Woods on a Snowy Evening Bangla Summary (বাংলায়)

Stopping by Woods on a Snowy Evening Bangla Summary (বাংলায়)

Publish: 1923

কবিতায় স্পীকার একদিন তার ঘোড়ার পিঠে করে বরফাচ্ছাদিত বনের ভেতর দিয়ে যাচ্ছিলেন, আর মনে মনে ভাবছিলেন এই বনটি কার? তার মনে হচ্ছে তিনি সম্ভবত তাকে চেনেন। তার বাড়ি পাশের এলাকাতেই হবে। এখানে, স্পীকার দাঁড়িয়ে সেই বরফে আচ্ছাদিত বনের দিকে তাকিয়ে আছেন। তিনি মুগ্ধ হয়ে এর অপরূপ সৌন্দর্য দেখছেন। কিন্তু তিনি যে এখানে দাঁড়িয়ে আছেন সেটা এই বনের মালিক দেখতে পাচ্ছেন না। 

তার কাছে মনে হচ্ছিলো এটা বুঝি বছরের মধ্যে সবচেয়ে ঘন, অন্ধকার রাত। আর তিনি যে আশে পাশে কোনো ফার্মহাউজ ছাড়াই বন, এবং বরফ-জমাট লেকের মাঝামাঝি দাঁড়িয়ে আছেন সেটা তার ঘোড়া একটু রহস্যজনক ভাবেই দেখবে।

আরো পড়ুন: The Gift Outright Bangla Summary (বাংলায়)

এমতবস্থায় ঘোড়াটি তার গলার বেলের আওয়াজ দেয়। সাথে সাথে স্পীকারের চেতন ফিরে আসে।তিনি চারদিকের নিস্তব্ধতা খেয়াল করলেন। ঘোড়ার বেলের আওয়াজ ছাড়া আর দুইটা আওয়াজ শোনা যাচ্ছে, সেগুলো হলো বাতাসের শব্দ, এবং তুষারপাতের শব্দ। এই একাকিত্ব ও নিস্তব্ধতা মূলত কবির মনের অবস্থা যেটা তিনি প্রাকৃতিক বর্ণনার মাধ্যমে প্রকাশ করেছেন।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


স্পীকারের কাছে বনটাকে অনেক ঘন, এবং চমৎকার মনে হচ্ছিলো। তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন যে, তিনি কোথাও যাওয়ার উদ্দেশ্য বের হয়েছেন এবং পথিমধ্যে দাঁড়িয়ে গেছেন। মুহূর্তেই তার মনে পড়লো, তার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেগুলো তাকে পালন করতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে সৌন্দর্যে বিমোহিত হলে চলবে না। এই ভেবে আবার তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন।

Themes: Nature vs Society, Social Obligation vs Personal Desire

Symbol: Woods

আরো পড়ুন: Desert Place Bangla Summary (বাংলায়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক