fbpx

The Tyger Bangla Summary (বাংলায়)

যা থাকছে

Key Facts

  • Title: The Tyger
  • Poet: William Blake (1757-1827)
  • Published: 1793, in the collection “Songs of Experience”. The poem was later included in Blake’s combined “Songs of Innocence and Experience” (1794).
  • Setting: Tiger’s natural habitat – a dark forest or jungle
  • Form: “The Tyger” consists of six quatrains. The first and last quatrains are almost identical.
  • Rhyme Scheme: The rhyme scheme of each stanza is AABB.

Literary Devices

Rhetorical Questions: The poem is filled with rhetorical questions that challenge the reader to contemplate the nature of creation and the existence of both good and evil. Questions like “Did he smile his work to see?” and “Did he who made the Lamb make thee?” serve to provoke thought rather than elicit direct answers.

Contrast: The poem employs contrast as a literary device, comparing the creation of the tiger to the creation of the lamb. This sharp contrast highlights the dual nature of creation, with both innocence and experience coexisting in the world.

Metaphor: The tiger is metaphorically called a “fire” and “symmetry.” These metaphors highlight the tiger’s destructive potential.

Repetition: The poem opens with the repetition of the question, “Tyger Tyger, burning bright,” which emphasizes the central image of the tiger and its fierce nature. This repetition also adds to the poem’s rhythmic quality.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Imagery: “The Tyger” is rich in vivid and evocative imagery. The poem paints a striking picture of the fearsome tiger, describing it as “burning bright,” “frame thy fearful symmetry,” and asking if the stars “throw down their spears.” This imagery helps convey the tiger’s power and awe-inspiring presence.

Symbols

The Tiger: The tiger serves as a symbol in the poem, representing not only the ferocity and power of nature but also the darker aspects of creation and experience. It contrasts with the lamb, symbolizing innocence and purity in Blake’s other poem, “The Lamb.”

Fire: Fire is a symbol in this poem that helps to characterize the tiger as a dangerous and destructive creation.

Themes

Creation and Creator: The poem delves into the theme of creation and the creator’s identity, God. The same God who created the lamb created a fearsome creature like the tiger. The poem invites readers to ponder the intentions and motivations behind this act of creation.

Duality: “The Tyger” explores the duality of existence. It contrasts the gentle, innocent lamb, symbolizing purity and goodness (as seen in Blake’s companion poem, “The Lamb”), with the fierce, predatory tiger, symbolizing experience and the darker aspects of life. The poem highlights the coexistence of opposing forces in the world.

Power and Destruction: The tiger symbolizes power, ferocity, and potential destruction. The poem reflects on the awe-inspiring and terrifying aspects of nature and life.

google news

Religion and Spirituality: Blake’s exploration of creation and the creator has religious and spiritual undertones.

Read Also: Introduction Bangla Summary – Experience

Important Quotations

“Tyger Tyger, burning bright, 

In the forests of the night; 

What immortal hand or eye, 

Could frame thy fearful symmetry?”

Exp: The speaker asks rhetorical questions and wonders about the creator and His creation.

“What the hammer? what the chain,

In what furnace was thy brain?

What the anvil? what dread grasp.

Dare its deadly terrors clasp?”

Exp: The speaker wonders about God’s power and majesty to create such a fierce and predatory tiger.

The Tyger Bangla Summary

আমরা সামারিটি কিছু পয়েন্টে আলোচনা করেছি যেন সহজেই মনে রাখা যায়।

  • কে টাইগার সৃষ্টি করেছেন
  • সৃষ্টিকর্তার বড়াই

“The Tyger” উইলিয়াম ব্লেকের একটি উল্লেখযোগ্য কবিতা। একে ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত সংকলন হিসেবে গণ্য করা হয়। এটি “Songs of Experience” এর অন্তর্ভুক্ত যা ১৭৯৩ সালে প্রকাশিত হয়।  এই কবিতায় কবি গডের প্রকৃতি এবং তার সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। বিশেষত যেই গড ল্যাম্বের মত দূর্বল প্রাণী সৃষ্টি করেন সেই গড-ই আবার বাঘের মত হিংস্র প্রাণীও সৃষ্টি করেন। এখন কবির জিজ্ঞাসা হচ্ছে, কেন গড এই হিংস্র প্রাণী সৃষ্টি করেছেন।

কে টাইগার সৃষ্টি করেছেন: কবিতাটি শুরু হয় হিংস্র বাঘকে উদ্দেশ্য করে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে। স্পীকার বাঘকে জিজ্ঞাসা করে কে তাকে সৃষ্টি করেছে, এই ভয়ংকর সৌন্দর্য কোন হাত বানিয়েছে। স্পীকার বাঘের আগুনঝরা চোখ দেখে বিষ্ময়ে অভিভূত হয় আর ভাবে কিভাবে এই চোখগুলোকে বানানো হয়েছে। স্পিকার ভাবতে থাকে, বাঘের সৃষ্টিকর্তার কি পাখা আছে কি না। বাঘের মত এমন ভয়ানক প্রাণী সৃষ্টির সাহস কারই বা থাকতে পারে।

সৃষ্টিকর্তার বড়াই: স্পীকার আবারও কল্পনা করে, যিনি এই বাঘকে সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই অনেক দক্ষ কারিগর। সে ভাবে কার হাতের ছোঁয়ায় বাঘের হৃদয় স্পন্দিত হয়। এখন স্পীকার চিন্তা করে, কোন জিনিস দিয়ে আসলে বাঘের মস্তিষ্ককে বানানো হয়েছে। যিনি বাঘের মত ভয়ংকর জীব সৃষ্টি করেছেন, না জানি তিনি কত ভয়ংকর! তারপর সে ভাবে এই প্রাণী সৃষ্টি শেষে এর সৃষ্টিকর্তার কেমন অনুভূতি হয়েছিল। তিনি কি তার সৃষ্টি দেখে হেসেছিলেন কিনা সেটাও স্পীকারকে ভাবিয়ে তোলে। সে এটাও ভাবে, এই একই সৃষ্টিকর্তা ল্যাম্ব সৃষ্টির সময়েও কি একইভাবে হেসেছিলেন কি না। এভাবে আরেকবার বাঘের সৃষ্টিকর্তা নিয়ে প্রশ্ন করার মাধ্যমে কবিতাটি শেষ হয়।

Read Also: The Lamb Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক