Wild Nights Wild Nights Bangla Summary

Key Information

earn money
  • Title: “Wild Nights – Wild Nights!”
  • Poet: Emily Dickinson (1830-1886)
  • Published: 1891

Theme: Sexual Passion, Longing and Absence, Religious Fervor.

Literary Device: Alliteration, Extended Metaphor, Repetition.

Bangla Summary

“Wild nights – Wild nights!” আমেরিকান কবি এমিলি ডিকিনসনের একটি অসাধারণ কবিতা। এটি ১৮৯১ সালে প্রকাশিত হয়। এই কবিতায় কবি তার অনুপস্থিত লাভারের সাথে একটি উন্মত্ত রাত কাটানোর ইচ্ছা পোষণ করেছেন। এখানে কবি এক ধরনের সেক্সুয়াল ডিজায়ার অনুভব করছেন। এসময় তার বিলাভেড যদি তার সাথে থাকতো, তাহলে সেই রাতটি অনেক আনন্দঘন হত। এই আবেগ প্রকাশ করতে গিয়ে তিনি নিজেকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করেন।

প্রথমেই তিনি নিজেকে একজন নাবিকের সাথে তুলনা করেছেন। নাবিক যেমন ঝড়ো সমুদ্রের মাঝে পোতাশ্রয়ের খোঁজ করে তেমনি কবিও নিজেকে এমন একজন নাবিক হিসেবে নিজেকে কল্পনা করেছেন যিনি তার ভালোবাসার মানুষের কাছে আশ্রয়ের সন্ধান করছেন। জাহাজ একবার পোর্টে (জাহাজঘাটে) পৌঁছে গেলে যেমন নাবিকের আর কোনো ভয় থাকেনা ঠিক সেভাবে কবির বিলাভেড তার কাছে নিরাপদ আশ্রয়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এরপরে কবি তার কল্পনায় ঝড়ো সাগরটিকে শান্ত হিসেবে চিত্রিত করেন। তার কাছে এখন সাগরটিকে স্বর্গ মনে হচ্ছে। তিনি ভাবছেন, তিনি স্বর্গে দাঁড় বেয়ে যাচ্ছেন। আর তার বিলাভেড হচ্ছে তার ঘাট। তিনি চাচ্ছেন দাঁড় বেয়ে সেই ঘাটে ভিড়তে। এভাবেই কবিতাটি শেষ হয়।

Read Also: I Felt a Funeral Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক