Picture of Indian Society in The God of Small Things (বাংলায়)

What picture of Indian society do you notice in The God of Small Things?

তো গড অফ স্মল থিংস এই উপন্যাসে ইন্ডিয়ান সমাজের যে আর্থ-সামাজিক, পারিবারিক, রাজনৈতিক যে চিত্রটা দেখা যায়, তা তুলে ধরতে হবে। 

1.The curse of the caste system

অর্থাৎ শ্রেণীবিভেদ যে একটা অভিশাপ তা এখানে দেখানো হয়েছে। ভেলুথা ছিল নিচু শ্রেণীর। তাকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু এর কোন বিচার হয়নি।

আরো পড়ুনঃ Man is about everything else (বাংলায়)

2. Women deprived of their rights

মেয়েরা তৎকালীন ইন্ডিয়ান সমাজে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা দেখতে পাই যে মাম্মাচিকে তার স্বামী অনেক মারধর করতো। আবার এদিকে আম্মুর ব্যক্তিগত কোন স্বাধীনতা ছিল না। 

3. The hypocrisy of the rulers

তৎকালীন শাসকরা ছিলেন হিপোক্রেট। এক্ষেত্রে বেবি কোচাম্মা ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আবার পুলিশ অফিসার এবং কমরেড পিল্লাই এর হিপোক্রেসি এখানে দেখানো হয়েছে।

আরো পড়ুনঃ Kazi Nazrul Islam as a patriotic poet

4. Religious tension:

এখানে আবার ধর্মীয় দণ্ড দেখানো হয়েছে। ভ্যালুথা ছিল খ্রিস্টান। আর আম্মু ছিল হিন্দু। দুইটা ভিন্নধর্মী মানুষের ভালোবাসার কারণে একটা ভায়োলেন্স দেখানো হয়েছে

5. Political corruption

পলিটিক্যাল করাপশন গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্সপেক্টর থমাস ম্যাথিউ একজন করাপ্টেড ব্যক্তি। ন্যায় বিচারের চেয়ে পলিটিক্যাল প্রভাবকে তিনি কাজে লাগান।

আরো পড়ুনঃ Nazrul’s use of mythology in The Rebel (বাংলায়)

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *