Key Facts
- Writer: Sophocles
- Published Date: It was first performed around 429 BC.
- Genre: It is an Athenian tragedy by Sophocles.
- Themes: The Power of Fate, The Willingness to Ignore the Truth, and The Limits of Free Will.
- Symbols: Oedipu’s Swollen Foot, The Three-way Crossroads, Antigone’s Entombment.
Themes
The Power of Fate: The play explores the idea that fate is a strong force that shapes human lives. In ”Oedipus Rex,” Oedipus unwittingly fulfills a prophecy though he wants to avoid it.
The Willingness to Ignore the Truth: Characters in the play tend to deny uncomfortable truths. Humans always try to avoid facing unbearable realities.
The Limits of Free Will: The play questions the limit of human action because Oedipus tries to control his destiny but fails. He unknowingly fulfills the destiny that he wants to change.
Selected Quotations
- ” What man could be more hateful to the gods?”Oedipus, (ইডিপাস লাইয়াসের হত্যাকারীকে উদ্দেশ্য করে বলে)
- ”In shape, he was not all that unlike you.” Jocasta, Episode 2 (জোকাস্তা লাইয়াসের বর্ণনা দেওয়ার সময় বলে)
- ”You have your eyesight, and you do not see how miserable you are.” Teiresias, (টেরেসিয়াস ইডিপাস কে বলে তুমি তোমার চোখ থাকা সত্ত্বেও নিজের ভাগ্যকে দেখতে পারো)
- And he will turn out to be the brother of the children in his house—their father, too, both at once, and the husband and the son of the very woman who gave birth to him. Teiresias, Episode 1 (এখানে টেরেসিয়াস ইডিপাস কে উদ্দেশ্য করে বলে যখন লাইয়াসের হত্যাকারী বের হবে তুমি দেখতে পারবে সেই ব্যক্তি তার পিতার হত্যাকারী এবং তার মায়ের শয্যা সঙ্গী এবং তার সন্তানের একইসাথে ভাই এবং পিতা।)
- ”Listen to me, and ease your mind with this—no human being has skill in prophecy.” Jocasta, (এখানে জোকাস্টা এডিপাস কে সান্তনা দিয়ে বলে প্রফেসিতে বিশ্বাস করার কিছু নেই কারণ এটা ঠিক হয়না। আমার একটি সন্তান হয়েছিল যাকে বলা হয়েছিল সে তার পিতাকে হত্যা করবে এবং আমাকে বিবাহ করবে কিন্তু সেটা হয়নি)
- O light, let me look at you one final time, a man who stands revealed as cursed by birth. Oedipus ”এখানেই ইডিপাস দুঃখ করে বলে যে একজন মানুষ কিভাবে জন্মগতভাবে অভিশপ্ত হতে পারে যে শত চেষ্টা করেও তার ভাগ্যকে বদলাতে পারে না ”
- Why should I have eyes when there was nothing sweet for me to see? Oedipus, (এখানে ইডিপাস দুঃখ করে বলে যখন আমি আমার চোখ দিয়ে ভালো কিছু দেখতেই পারিনি তখন আমার চোখ থাকার কি প্রয়োজন এটা বলার পর সে নিজেকে অন্ধ করে ফেলে)
Majors Characters
- Oedipus: Tragic hero(protagonist), King of Thebes, Determined, Curious, Intelligent, Proud, Caring (towards his people), Confident, Emotional, Suffers from hubris, Blind to his fate, Solves the riddle of the Sphinx, Pursues truth relentlessly, Faces a prophecy of killing his father and marrying his mother, Unknowingly fulfils the prophecy, Tragic flaw leads to downfall, Self-blame, and guilt, Accepts responsibility for his actions, Experiences intense suffering, Ends up blind and exiled.
- Jocasta: Queen of Thebes, Wife and mother of Oedipus, Tragic fate, Strong-willed, Protective of Oedipus, believes in prophecies, tries to prevent Oedipus from discovering the truth, Ignorant of Oedipus’ identity, Suicidal after the truth is revealed, Symbolizes irony and tragedy.
- Tiresias: Blind prophet, Gender transformation (male to female and back), Knowledge of Oedipus’s fate, Advisor to Oedipus and Teiresias’s warnings, Reluctance to reveal the truth, clash with Oedipus, represent truth and foresight, Symbolize irony and fate.
- Creon: King of Thebes, Brother of Jocasta, Uncle of Oedipus, Authoritarian, Stubborn, focused on political stability, Prideful, Strong sense of duty, Antagonistic to Oedipus, Believes in loyalty to the state.
Minor Characters
- Merope: Queen of Corinth, Wife of Polybus, Adoptive mother of Oedipus, caring, Concerned for Oedipus’s well-being.
- Polybus: King of Corinth, Husband of Merope, Adoptive father of Oedipus, Loving and protective, Raises Oedipus as his own, Fosters a strong bond with Oedipus.
- Polynices: Son of Oedipus, brother of Antigone, exiled from Thebes, rebels against Eteocles, seeks revenge and embodies conflict.
- Antigone: Daughter of Oedipus, sister of Polynices, defies Creon’s order, buries Polynices, values family over the law, and symbolizes loyalty and morality.
- Theseus: Theseus is an Athenian king, wise and just, a friend of Oedipus, offering refuge, showing empathy, and providing moral support. He symbolizes order.
- The Chorus: Theban elders, collective voice, offering commentary, reflecting society’s views, providing context, moral guidance, and Expressing emotions and odes between scenes.
Oedipus Rex Bangla Summary
ইডিপাসের রাজ্য প্লেগ রোগ দ্বারা আক্রান্ত : এই নাটকটি শুরু হয় এমন ভাবে যেখানে দেখানো হয়েছে যে ইডিপাসের রাজ্য থিবস এ প্লেগ রোগ মহামারী আকার ধারণ করেছে এবং রাজ্যের প্রজারা এর দ্বারা চরমভাবে আক্রান্ত। রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় সবাই এসে রয়াল প্যালেস এর সামনে জড়ো হয়েছে এবং ইডিপাস কে এর একটা ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছে। ইডিপাস তখন সবাইকে আশ্বস্ত করে বলে যে সে তার ব্রাদার ইন ল ক্রেয়ন কে ডেলফিক ওরাকল এ পাঠিয়েছে এর কারণ উদঘাটন করার জন্য।
বার্তা নিয়ে ক্রেয়নের আগমন : ক্রেয়ন ফিরে এসে তাকে বলল যে এই রাজ্যে এমন একজন লোক বসবাস করছে যে এই রাজ্যের পূর্ববর্তী রাজা লায়াস কে হত্যা করেছে এবং এই পাপের কারণেই পুরো রাজ্য প্লেগ রোগে আক্রান্ত হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সেই হত্যাকারীকে এই রাজ্য থেকে বিতাড়িত এবং নির্বাচিত করা না হবে ততক্ষণ পর্যন্ত রাজ্যের এই সমস্যা কোনভাবেই দূর হবে না।এরপর ইডিপাস এই রাজ্যের পূর্ববর্তী রাজার হত্যাকারীকে খোঁজার জন্য উঠেপড়ে লেগে যায় এবং এরই ধারাবাহিকতায় রাজ্যের অন্ধ গণক টেইরেসিয়াস কে ডেকে পাঠানো হয়।
আরো পড়ুনঃ As You Like It Bangla Summary (বাংলায়)
টেইরেসিয়াসের আগমন : টেইরেসিয়াস এসে ইডিপাসকে বলে যে কে রাজার হত্যাকারী সে সম্পর্কে টেইরেসিয়াস জানে কিন্তু তার নাম প্রকাশ করতে পারবে না। একথা শুনে পাশে রেগে যায় এবং বিভিন্নভাবে টেইরেসিয়াসকে গালিগালাজ করতে থাকে। শেষ পর্যন্ত যখন টেইরেসিয়াস ইডিপাসের কথায় রাগান্বিত হয় তখন সে বলে যে ইডিপাস যাকে খুঁজছে সেই ব্যক্তি আর অন্য কেউ নয় বরং ইডিপাস নিজেই। এটা শুনে ইডিপাস আরো বেশি রাগান্বিতা হলো এবং তাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এক পর্যায়ে টেইরেসিয়াস চিৎকার করে বলল যে যখন লায়াস এর হত্যাকারী প্রকাশ্যে আসবে তখন সবাই দেখবে যে হত্যাকারী থিবস এরই একজন অধিবাসী যে একই সাথে তার সন্তানের ভাই এবং তার মায়ের সন্তান ও স্বামী। এটা বলে টেইরেসিয়াস সেখান থেকে চলে গেল।
ইডিপাসের অস্বস্তি জোকাস্টার সান্তনা: কিন্তু ইডিপাস কোনভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছিল না এবং তাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। এটা দেখে জোকাস্টা তার কাছে এগিয়ে আসলো এবং তাকে বলল যে এসব ভবিষ্যৎ বাণীতে বিশ্বাস করতে নেই। কারণ তার সন্তানের যখন জন্ম হয় তখন ওরা কল ভবিষ্যৎবাণী করেছিল যে তার সন্তান তার বাবাকে হত্যা করবে এবং তাকে বিবাহ করবে কিন্তু সেটা হয়নি। বরং তার স্বামী কে হত্যা করেছে কতিপয় কিছু ডাকাত দল।
এভাবে জোকাস্টা যখন তার মৃত স্বামীর বর্ণনা দিচ্ছিল তখন ইডিপাসের মনে একটু সন্দেহের অবকাশ হল। বর্ণনার একপর্যায়ে জোকাস্টা হঠাৎ বলে ফেলল যে তার স্বামীকে হত্যা করা হয়েছে ক্রস রোড নামক এক স্থানে। এটা শুনে ইডিপাস একেবারে চমকে গেল। তখন ইডিপাস জোকাস্টা কে জিজ্ঞেস করল যে তার স্বামী দেখতে কেমন ছিল। জোকাস্টা তার স্বামীর তখন বর্ণনা এবং বলল যে তার স্বামী দেখতে অনেক হ্যান্ডসাম যুবক ছিল আর তার মাথায় ছোট ছোট চুল ছিল। এটা শুনে ইডিপাস মনে মনে ভাবতে লাগলো যে টেইরেসিয়াসের ভবিষ্যৎ বাণী হয়তো সত্যি হতে যাচ্ছে। কারণ ইডিপাস যখন থিবস রাজ্যের দিকে আসছিল তখন পথিমধ্যে রাস্তা পারাপার নিয়ে একদল লোকদের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে ঠিক এ ধরনের একজন তার হাতে মারা যায়। এই বিষয়ে পরিষ্কার ধারণার জন্য সে ক্রস রোড ওই ঘটনার সময় উপস্থিত একজন প্রজাকে ডেকে পাঠালো।
আরো পড়ুনঃ Arms and the Man Bangla Summary (বাংলায়)
এই সব কিছু ভেবে ইডিপাস আরো বিচলিত হয়ে পড়ে। একপর্যায়ে জোকাস্টা তাকে জিজ্ঞেস করে যে সে এত বিচলিত কেন। তখন ইডিপাস জোকাস্টা কে বলে যখন সে ছোট ছিল তখন একদিন এক মাতাল তাকে বলেছিল যে তার পিতা-মাতা নাকি তার সত্যিকারের পিতা-মাতা নয়। এই কথা শুনে সে ডেলফিক ওরা কল এ গিয়ে ছিল এই কথার সত্যতা যাচাই করার জন্য। সে জানতে চেয়েছিল যে তাঁর আসল পিতামাতাকে কিন্তু ওরা কল তার এই প্রশ্ন এড়িয়ে গিয়ে তাকে বলে যে সে সেই সন্তান যে তার বাবাকে হত্যা করবে এবং তার মায়ের শয্যাসঙ্গী হবে।
এটা শুনে ইডিপাস চিন্তিত হয়ে পড়েছিল এবং মনে মনে ভাবছিল যে কোনভাবেই এই ভবিষ্যৎ বাণী সত্যি হতে দেওয়া যাবে না। সবকিছু ভেবে নিয়ে সে করিন্থ রাজ্যের রাজা পলি বাস এর পরিবার ত্যাগ করে থিবস এর দিকে রওনা দিয়েছিল। আসার সময় ক্রস রোডে রাস্তা পারাপার নিয়ে একদল লোকের সাথে তার ঝগড়া হয় এবং সেখানে জোকাস্টা এর দেওয়া বর্ণনা র মত একজন লোক তার হাতে মারা যায়। তাই এই বিষয়টা নিয়ে সে অত্যন্ত চিন্তিত। এখন ওই ঘটনার সময় যে শেফার্ড সেখানে উপস্থিত ছিল তার কাছ থেকেই একমাত্র সঠিক তথ্য পাওয়া সম্ভব যে সেখানে মারা যাওয়া লোকটি লায়াস ছিল কিনা।
রাজা পলিপাস এর মৃত্যু সংবাদ এবং লাইয়াসের হত্যাকারী আত্মপ্রকাশ : হঠাৎ পলি বাস এর রাজ্য করিন্থ থেকে একজন মেসেঞ্জার আসে এবং ইডিপাসকে বলে যে তার বাবা পলি বাস মারা গিয়েছে। এটা শুনে সে বলে যে যাক সে যে তার বাবাকে হত্যা করবে বলে ভবিষ্যৎ বাণী শুনেছিল সেটা শেষ পর্যন্ত মিথ্যে প্রমাণিত হলো। কিন্তু এখনো একটা সমস্যা রয়ে গেছে যে তার মায়ের সাথে বিবাহের বিষয়টা। এটা শুনে মেসেঞ্জার ইডিপাসকে বললো যে চিন্তার কোন কারণ নেই। কারণ ইডিপাস কে পলি বাস এবং তার স্ত্রী সেই সময় একজন শেফার্ডের কাছ থেকে দত্তক নিয়েছিল। এই সবকিছু শুনে জোকাস্টা এর আর বুঝতে বাকি থাকে না যে আসলে প্রকৃত ঘটনা কি ঘটেছে এবং ঘটছে। তাই সে ইডিপাসকে নির্দেশ দেয় যে লায়াসের হত্যাকারীকে খুঁজে বের করার মিশন যেন বন্ধ করে দেয়।
শেফার্ডের আগমন: এদিকে ইডিপাসেকে যে শেফার্ডের কাছ থেকে দত্তক নেওয়া হয়েছিল সেই শেফার্ডকে ডেকে আনা হয় এবং ইডিপাস সত্যি ঘটনা জানতে পারে। এছাড়াও লায়াসের হত্যার সময় যে শেফার্ড উপস্থিত ছিল সে এসে ইডিপাস কে অনুরোধ করে যে তাকে যেন কোন প্রশ্ন না করা হয়। কিন্তু ইডিপাস তাকে ভয় ভীতি দেখিয়ে তার কাছ থেকে আসল সত্যি কথা জানতে চায়। শেষ পর্যন্ত শেফার্ড তাকে বলে যে ইডিপাস যখন শিশু ছিল তখন তাকে করিন্থের রাজা এবং রানী দত্তক নিয়ে যায়। তারা আসলে ইডিপাসের আসল পিতা-মাতা নয়।
আরো পড়ুনঃ As You Like It Bangla Summary (বাংলায়)
জোকস্টার আত্মহত্যা এবং ইডিপাসের শেষ পরিণতি: এটা শুনে সে একেবারে ভেঙে পড়ে এবং হঠাৎ করে শুনতে পায় প্যালেসের ভেতর থেকে যে জোকাস্টা আত্মহত্যা করেছে। এরপর সে প্যালেসের ভেতরে এগিয়ে যেতে থাকে এবং তরবারি তরবারি করে চিৎকার করতে থাকে যেটা দিয়ে সে তার মায়ের গর্ভ কর্তন করতে পারে । শেষ পর্যন্ত ইডিপাস জোকাস্টার শাড়িতে থাকা একটি আলপিন দিয়ে তার চোখ দুটো নিজে নিজে অন্ধ করে ফেলে এবং তাকে যেন রাজপ্রাসাদ থেকে নির্বাসনে দেওয়া হয় সেজন্য সবাইকে অনুরোধ জানায়। এর পর ক্রিয়েন থিবসের রাজা হয়, ওরাকলের সাথে পরামর্শ করে ইডিপাসের অনুরোধ মঞ্জুর করে এবং তাকে থিবস থেকে বহিষ্কার
সবশেষে কোরাস মঞ্চে আসে এবং সবাইকে বলে যে পৃথিবীতে কোন মানুষই সুখী নয় যতদিন না পর্যন্ত সে সুখের সহিত মৃত্যুবরণ করতে পারে।
Thanks brother for this effort
thanks brother It’s really helpful
It has benn really helpful for me before the examination.
Thank you sir❣️